Breaking News

বিসিএস সাধাওরন জ্ঞান

১। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি
- ইতিহাসবেত্তা
২। এক থেকে শুরু করে ক্রমাগত
- একাদিক্রমে।
৩। যার উপস্থিত বুদ্ধি আছে
- প্রত্যুৎপন্নমতি
৪। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না
- অজ্ঞাতকুলশীল
৫। যে ক্রমাগত রােদন করছে
- রােরুদ্যমান।
৬। যে বিষয়ে কোনাে বিতর্ক (বা বিসংবাদ) নেই
- অবিসংবাদিত।
৭। অন্যের মনােরঞ্জনের জন্য অসত্য ভাষণ
- উপচার
৮। কাজে যার অভিজ্ঞতা আছে
- করিতকর্মা
৯। কুকুরের ডাক
- বুক্কন
১০। কুমারীর পুত্র
- কানীনময়
১১। এ এক বিরাট "সত্য"। - এখানে 'সত্য' কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ?
- বিশেষ্য
১২। “ অচেনা” কোন সমাস ?
- তৎপুরুষ
১৩। “গাড়ী ষ্টেশন ছাড়ে"। এখানে 'ষ্টেশন' কোন কারকে কোন বিভক্তি ?
- অপাদান কারকে শূন্য
১৪। লিঙ্গান্তর হয় না। এমন শব্দ কোনটি ?
- কবিরাজ
১৫। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে 'কিংবা' কি অর্থে বসেছে?
- বিয়োজক অব্যয়
১৬। ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য --
- বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
১৭। সন্ধির প্রধান সুবিধা কি?
- উচ্চারণ
১৮। কর্মভোগ এড়ানো যায় না এখানে 'কর্ম' অর্থ
- কৃতকর্ম
১৯। তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না--
- প্রশ্নবোধক অর্থে
২০। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কি?
- অন্তমিল থাকেনা
২১। পুণ্যে মতি হোক এখানে 'পুণ্যে' কি অর্থে বসেছে?
- বিশেষ্য
২২। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি কি ধরনের বাক্য?
- যৌগিক বাক্য
২৩। ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়
- সাধু ভাষায়
২৪। সন্ধ্যায় সূর্য অস্ত যায় কোন ক্রিয়ার কাল?
- মনিত্যবৃত্ত অতীত
২৫। লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!! এখানে 'কী' ---
-বিরক্তি বোঝায়
২৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আনুষ্ঠানিক স্কুল জীবনের সূচনা হয়--
- কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে
২৭। রবীন্দ্রনাথ ঠাকুর পিতার সাথে প্রথম হিমালয় ভ্রমণ করেন কত সালে?
- ১৮৭৩ সালে

২৮। কারও কারও মতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা “ভারতভূমি” ১৮৭৩ সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
- বঙ্গদর্শন
২৯। মৃণালিনী দেবী রায়চৌধুরীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ ১৮৮৩ সালের কত তারিখে হয় ?
- ৯ ডিসেম্বর
৩০। বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান ?
- কালিগ্রাম
৩১। কোন নদীবক্ষে নৌকায় চড়ে বেড়ানোর সময়, নদীবক্ষের বালুচর, কাশবন, সূর্যোদয়-সূর্যাস্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়কে আলোড়িত করে এবং তা কবির কাব্যে স্থান পায় ?
- পদ্মা
৩২। চিত্রা, চৈতালি, কল্পনা, ক্ষণিকা কবিগুরু কোথায় বসে লেখেন?
- শিলাইদহ
৩৩। কার প্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজী উতসব কবিতা রচনা করেন?
- বালগঙ্গাধর তিলক
৩৪। রবীন্দ্রনাথ ঠাকুর তার দেশ ও সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার বিস্তৃত কর্মসূচি তুলে ধরেন-
- স্বদেশী সমাজ প্রবন্ধে
৩৫। শিলাইদহের বাস তুলে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যান কত সালে?
- ১৯০১ সালে
৩৬। বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের “বঙ্গদর্শনের” আয়ুষ্কাল (কতদিন পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়) কতদিন ছিল?
- ৪ বছর
৩৭। ১৮৮০ সালের দিকে বঙ্কিমচন্দ্র কি করেন?
- সাহিত্যচর্চার চেয় ধর্মচর্চা প্রতি বেশি ঝুঁকে পড়েন
৩৮। ১৮৫২ সালে কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায় সাহিত্যচর্চা শুরু করেন?
- সংবাদ প্রভাকর
৩৯। বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় দুর্গেশনন্দিনীর কতটি সংস্করণ বের হয়?
-১৩ টি
৪০। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি সমালোচক মহলে উচ্চ-প্রশংসিত হয়?
- কপালকুন্ডলা
৪১। কোন উপন্যাসটি ছিয়াত্তরে মন্বন্তরের পটভূমিকায় সন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত?
- আনন্দমঠ
৪২। মাইকেল মধুসূদন দত্তের বাবা পেশায় ছিলেন-
- উকিল
৪৩। কাঙ্গাল হরিনাথ কার সাহিত্যগুরু ছিলেন?
- মীর মশাররফ হোসেন
৪৪। কোন নাটকটি নওয়াব আব্দুল লতিফকে উতসর্গ করা হয়?
- বসন্তকুমারী নাটক
৪৫। কোনটি রচনার কারণে মীর মশাররফ হোসেন মামলায় জড়িয়ে পড়েন?
- গো-জীবন
৪৬। নীলকরদের অত্যাচারের কাহিনী সুন্দরভাবে রূপায়িত হয়েছে কোন গ্রন্থে ?
- উদাসীন পথিকের মনের কথা
৪৭। কালাচঁদ কার পিতার নাম ?
- দীনবন্ধু মিত্র
৪৮। গন্ধর্ব নারায়ণ কার পিতৃদত্ত নাম ?
- দীনবন্ধু মিত্র
৪৯। মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন কে?
- দীনবন্ধু মিত্র
৫০। নীল দর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন কে?
- মাইকেল মধুসূদন দত্ত

#তথ্যে ভুল থাকলে সংশোধনের জন্য কমেন্টে জানাবার অনুরোধ রইলো।।

No comments