বাংলা মেগা Post
পশু -পাখির ডাক সংক্রান্ত কিছু বাক্য সংকোচনঃ
♦ পাখির ডাক /ধ্বনি ---কূজন/কাকলি।
♦ ময়ূরের ডাক ---- কেকা।
♦ অশ্ব/ ঘোড়ার ডাক ----- হ্রেষা।
♦ কুকুরের ডাক ----- বুক্কন।
♦ বিড়ালের ডাক ---জিবন/ মিউমিউ।
♦ রাজহাঁসের ডাক -----ক্রেঙ্কার।
♦ ব্যাঙের ডাকের শব্দ----- মকমকি।
♦ গাধার ডাক ----- রাসভ।
♦ হস্তীর চিৎকার ---- বিংচিত।
♦ হস্তী/হাতীর ডাক ----- বৃংহতি।
♦ সিংহের ডাক ---- নাদ/ হুংকার।
♦ বাঘের ডাক ---- গর্জন।
♦ মেঘের ডাক / গম্ভীর ধ্বনি --- মন্দ্র।
♦ মেঘের গম্ভীর ধ্বনি ---- জীমূতমন্দ্র।
♦ গরুর ডাক ----- রম্ভা / হাম্বা।
♦♦ পূর্ণিমার চাঁদ ---- রাকা।♦♦
♦♦ মাথার টাক ---- খলতি।♦♦
♦♦ পদ্মের ডাটা ---- মৃণাল। ♦♦
♦♦ মিনি বাক্যে অতি দক্ষ -- বাচস্পতি।
♦♦ সূর্যের পুত্র ---- সৌরি।♦♦
♦♦ সোমের পুত্র --- সৌম্য।♦♦
♦♦ বাঘের চামড়া --- কৃত্তি ♦♦
♦♦ হরিণের চামড়া --- অজিন♦♦
♦♦ গবাদি পশুর পাল -বাথান♦♦
♦♦হাতির বাসস্থান--পিলখানা♦♦
♦♦হাতি ধরার ফাঁদ -- খেদা♦♦
♦♦ হাতির শাবক --- করভ♦♦
♦♦ আঙুর ফল ---- দ্রাক্ষা ♦♦
♣♣ ধ্বনি সংক্রান্তঃ♣♣
♣নুপুরের ধ্বনি --- নিক্বণ ♣
♣ অলঙ্কারের ধ্বনি --- শিঞ্জন।♣
♣ অব্যক্ত মধুর ধ্বনি ---- কলতান।♣
♣ সুরের ধ্বনি ---- তান ♣
♣ ধনুকের শব্দ --- টংকার ♣
♣ ভ্রমরের শব্দ ---- গুঞ্জন ♣
♣ শিবের বাদ্যযন্ত্র ---- ডমরু ♣
♣ সিংহের ধ্বনি ---- নাদ♣
♣ বস্ত্র কিংবা পত্রের শব্দ ---- মর্মর।♣
♣ বীণার শব্দ ---- ঝঙ্কার / কিক্কণ।♣
♣ অসির শব্দ ---- ঝঞ্জনা।♣
♥পঁচিশ বছর পূর্তির অনুষ্ঠান --- রজতজয়ন্তী।
♥ পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠান --- সুবর্ণজয়ন্তী।
♥ ষাট বছর পূর্তির অনুষ্ঠান --- হীরকজয়ন্তী।
♠♠ রাজনৈতিক চুক্তি --- সন্ধি।
♠♠ রাতের শিশির ----শবনম।
♠♠ রাতের শেষভাগ ---- কালনিশা।
♠♠ রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ---- প্রত্যুষ।।
♦♦ ইচ্ছা সংক্রান্তঃ♦♦
♦ করার ইচ্ছা --- চিকীর্ষা ♦
♦ ক্ষমা করার ইচ্ছা ---চিক্ষমিষা / তিতিক্ষা।
♦ ত্রাণ লাভ করার ইচ্ছা --- তিতীর্ষা♦
♦ গমন করার ইচ্ছা --- জিগমিষা ♦
♦ নিন্দা করার ইচ্ছা ---- জুগুপ্সা ♦
♦ বেঁচে থাকার ইচ্ছা ---- জিজীবিষা ♦
♦ পেতে ইচ্ছা ---- ঈপ্সা ♦
♦ মুক্তি পেতে ইচ্ছা ---- মুমুক্ষা ♦
♦ বিজয় লাভের ইচ্ছা --- বিজিগীষা♦
♦ প্রবেশ করার ইচ্ছা ---- বিবক্ষা♦
♦ বাস করার ইচ্ছা ----- বিবৎসা ♦
♦ রমণ / সঙ্গমের ইচ্ছা --- রিরংসা♦
♦ বমন করার ইচ্ছা ---- বিবমিষা ♦
♦ শুনতে ইচ্ছুক ---- শুশ্রুষু।♦
♦ দেখার যোগ্য --- দ্রষ্টব্য♦
♦ দেখার ইচ্ছা --- দিদৃক্ষা ♦
No comments