Breaking News

বিসিএস প্রিলি প্রস্তুতি বাংলা


১ । দুই ও নব্বই - বিরানব্বই । কোন সমাস ?
= নিত্য সমাস
২। বাউল গানকে কী সাহিত্য হিসেবে ডাকা হয় ?
= তত্ত্ব সাহিত্য
৩। ‘আমার পূর্ব বাংলা’ কবিতাটির কবি কে ?
= সৈয়দ আলী আহসান
৪। ‘হবু রাজা গবু’ মন্ত্রী কার লেখা?
= রাহাত খান
৫। ’অবাক পৃথিবী অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুদ্ধ স্বদেশী ভূমি’ -
পঙক্তিটি কার ?
= সুকান্ত ভট্টাচার্য
৬ । কাজী নজরুল ইসলাম তাঁর ‘ছায়ানট’ কাব্যটি কার নামে উৎসর্গ করেন ?
= মোজাফ্ফর আহমেদকে
৭ । ‘অবেলার অসময় ‘ মুক্তিযুদ্ধ ভিত্তিক এ উপন্যাসটির রচয়িতা কে ?
= আমজাদ হোসেন
৮ । কোন শাসক কবি হাফিজ কে বাংলাদেশে আমন্ত্রণ করেছিলেন ?
= গিয়াসউদ্দিন আযম শাহ
৯ । ফোর্ড উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন কে ?
= উইলিয়াম কেরি
১০ । ’আমি বিজয় দেখেছি ‘ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিষয়ক গ্রন্থটির রচয়িতা কে ?
= এম . আর. আখতার মুকুল
১১ । দো- ভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি কে ?
= ফকির গরীবুল্লাহ
১২। সত্য সুন্দর দাস কার ছদ্মনাম ?
= মোহিতলাল মজুমদার
১৩। কাজী নজরুলের ‘ধূমকেতু ‘ পত্রিকাটি প্রকাশিত হয়েছিল কত সালে ?
= ১৯২২ সালে
১৪ । আলাওলের ’পদ্মাবতী‘ পূঁথি প্রথম সম্পাদনা করেছেন কে ?
= ড. মুহাম্মদ এনামুল হক
১৫ । ধ্বনিবিদ মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূলধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি
= এ্যা ( তাঁর ধ্বনি বিষয়ক বই : ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব )
১৬ । লোক সাহিত্যের মটিফ হিসেবে হীরামণ বা শুকপাখির অবতারণা করা হয়েছে কোন কাব্যে ?
= পদ্মাবতী
১৭ । শওকত ওসমান কোন গ্রন্থের জন্য আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন?
= ক্রীতদাসের হাসি
১৮ । মধ্যযুগে বাংলা জীবনীসাহিত্য কোন মহাপুরুষকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ?
= শ্রীচৈতন্যদেব
১৯ । মীর মশাররফ হোসেন তার কোন গ্রন্থ নবাব আবদুল লতিফ কে উৎসর্গ করেছিলেন?
= বসন্তকুমারী
২০ । মালাধর বসুকে ‘গুণরাজ খা ‘ উপাধি দেন ?
= রুকনুদ্দিন বরকত শাহ
২১ । শামসুর রাহমান তাঁর প্রথম কাব্য গ্রন্থ ‘ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কে কাকে অনুসরণ করেন ?
= জীবনানন্দ দাশকে
২২। রবীন্দ্রনাথের ৩০-৩৫ বছর সময়কালকে কি বলা হয় ?
= উন্মেষ পর্ব
২৩ । ঊনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে রচিত হয়েছে উপন্যাস
= আখতারুজ্জামানের ‘ চিলেকোটার সিপাই
২৪ । ফররুখ আহমদের কোন রচনায় দোভাষী পুঁথির পুর্নজন্ম ঘটেছে?
=হাতেম তায়ী
২৫। মধ্যযুগে বাংলাদেশের বাইরে কোথায় ‘বাংলা সাহিত্য’ এর চর্চা হয় ?
= আরাকানে
২৬ । স্বাধীনতা তুমি কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যের অন্তর্গত ?
= শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা
২৭ । ‘কস্যচিত উপযুক্ত ভাইপোস্য’ কার ছদ্মনাম ?
= ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৮ । ‘জন্মিলে মরিতে হবে , অমর কে কোথা হবে ? -- এই উক্তিটি কার ?
= মাইকেল মধুসূদন দত্ত ?
২৯ । ভাত দে হারামজাদা , নইলে মানচিত্র চিবিয়ে খাব - কার উক্তি?
= রফিক আজাদ
৩০ । ‘স্বাধীনতার পতাকা আজ খামচে ধরছে সেই শকুন ‘ উক্তিটি কার ?
= রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।

No comments