একটু সাধারণ জ্ঞান বাড়িয়ে নেয়া যাক...
☞ চার ঘন্টার মাঝে একশ কাপ কফি পান করলে মৃত্যু অবধারিত।
☞ পোকাখেকো বাজ পাখির দৃষ্টি এত প্রখর যে আধমাইল দূর থেকেও একটা ফড়িংকে শনাক্ত করতে পারে।
☞ মিশরের বৃহৎ পিরামিডের ভিত্তি এবং ভূমির আয়তন ১০টি ফুটবলের মাঠের সমান।
☞ বিশ্বের সবচাইতে ধনী তিন ব্যাক্তির মোট সম্পদের পরিমান,৪৮ টি দরিদ্র দেশের মোট সম্পদের চেয়ে বেশি।
☞ একবার চোখের পলক ফেলতে সময় লাগে 0.4 সেকেন্ড।
☞ শরীরের সব থেকে শক্ত অঙ্গ (পেশী) হচ্ছে জিহ্বা।
☞ শামুক টানা তিন বছর ঘুমাতে পারে।
☞ ঘরে নীল রঙের বাতি জ্বালালে মশা বের হয়ে যায়।
☞ আপনি যত বেশি ঠাণ্ডা ঘরে ঘুমাবেন, আপনার দুঃস্বপ্ন দেখার সম্ভবনা তত বেশি !!
☞ সারাদিনে একজন পুরুষের চেয়ে একজন মহিলা বেশি সংখ্যক বার চোখের পাতা ফেলেন !!
☞ আপনি যদি হঠাৎ করে সিগারেট খাওয়া ছেড়ে দেন, তবে সম্ভবনা আছে যে, আপনার রাতের ঘুম একঘণ্টা করে কমে যাবে !!
☞ আপনি যখন হাসেন তখন আপনার দেহে ক্লান্তি সৃষ্টিকারী হরমোনগুলো কাজ করতে পারে না !! এজন্য তখন আপনাকে আরো বেশি সজীব এবং সতেজ দেখায় !!
☞ একটা ৬ বছরের বাচ্চা দিনে গড়ে প্রায় ৩০০ বারের মতো হাসে !! আর একজন পরিপূর্ণ/ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে হাসেন গড়ে ১৫-১০০ বার !!
☞ আপনার ব্রেইন দিনের চেয়ে রাতের বেলা কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে !!
☞ রাতের বেলা ব্রেইনের কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় !
No comments