বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলী
১। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়নের নাম কী ?
= রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির সাজেক
২।বাংলাদেশে এই পর্যন্ত দাবায় গ্র্যান্ড মাস্টার উপাধি পেয়েছেন কত জন?
— ৫জন । সর্বশেষ রাজীব
৩।জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
=৮ম
৪।বাংলাদেশের সাথে বন্দী বিনিময় চুক্তি চালু রয়েছে যে দেশের
- থাইল্যান্ড।
৫।বাংলাদেশকে স্বীকৃতিদানকারী ১ম আফ্রিকান দেশ
- সেনেগাল।
৫।শহীদ আসাদ দিবস কবে ?
-২০জানুয়ারি
৬।ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়?
= ইউরিয়া
৭।মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল ?
= ১২ টি
৮। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট কতটি দল ছিল ?
= ৪ টি
৯। ২৬ মার্চকে জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়-
=১৯৮০ সালে।
১০।সরকারের প্রধান নির্বাহী প্রধান
- প্রধানমন্ত্রী।
১১।আইনসভার সভাপতিকে বলা হয় -
=স্পিকার ।
১৩।বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার আর্টিকেল কয়টি ?
= ১৮টি
১৪।জাতীয় কর দিবস কবে?
= ৩০নভেম্বর
১৫।সুন্দরবনে বাংলাদেশ অংশে কতটি বাঘ আছে ?
=১১৪টি
১৬।বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা দেশ?
-ফ্রান্স। কিন্তু সভাপতি বিশ্ব ব্যাংক
১৭।বর্তমানে আপীল বিভাগে কতজন বিচারপতি রয়েছে ?
= ৭ জন
১৮।১৯৬২ এর শিক্ষা আন্দোলন কোন কমিশনের বিরুদ্ধে হয়েছিল?
=শরিফ শিক্ষা কমিশন
১৯।বাংলাদেশকে স্বীকৃতিদানকারি ১ম ওশেনিয়ান দেশ ?
= টোঙ্গো।
২০।টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান রাকিং কত ?
-৯ম
২১।বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কাল
- ০৪ বছর।
২২।দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন - মিরসরাই, চট্টগ্রাম
২৩। পোশাক ও বস্ত্র রপ্তানীতে বাংলাদেশ - ৩য়
২৫।ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম
- Mass Rapid Transit.
২৬।বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীন কালে কোন জনপদের অর্ন্তভুক্ত ছিল?
- বঙ্গ
২৭।বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের কত তারিখে?
১০ এপ্রিল
২৮।বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে?
=২০১৯, ৯-২০ জুন
২৯।মণিপুরীরা কোথায় বাস করে?
সিলেটে
৩০।দেশের ৫৯তম তফসিলভুক্ত ব্যাংক - Police Community Bank.
No comments