Breaking News

বঙ্গবন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন।


১.স্বাধীনতার ঘোষক কে?
উঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২.বঙ্গবন্ধুর ডাক নাম কি ছিল?
উঃ খোকা
৩. বঙ্গবন্ধুর উচ্চতা কত ছিল?
উঃ ৫ফিট ১১ ইঞ্চি।
৪. বঙ্গবন্ধু কোন রোগে ভুগিতেছিলেন?
উঃ বেরিবেরি (১৪ বছর বয়সে)
৫. তার চোখের কি রোগ ছিল?
উঃ গ্লুকোমা
৬. তিনি চশমা ব্যবহার করেন কবে থেকে?
উঃ ১৯৩৬ সাল থেকে।
৭. বঙ্গবন্ধুর বাড়ি কোথায়?
উঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়, বাইগার নদীর তীরে।
৮.বঙ্গবন্ধু বাংলা ও ইংরেজি কত সালে জন্মগ্রহন করেন?
উঃ বাংলা১৩২৭ সনের ২০ শে চৈত্র এবং ইংরেজি
১৯২০ সালের ১৭ই মার্চ।(রাত ৮ টায়)
৯. বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি?
উঃ শেখ ফজিলাতুন্নেসা মুজিব(ডাক নাম রেনু)
১০.মুজিব শব্দের অর্থ কি?
উঃ উত্তরদাতা
১১.বঙ্গবন্ধুরা মোট কয় ভাইবোন?
উঃ ২ভাই ৪বোন (ভাইবোনদের মধ্যে মুজিব ৩য়)
১২. অসমাপ্ত আত্মজীবনী কার লেখা?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৩. অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা লেখেন কে?
উঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪.বইটি ইংরেজিতে অনুবাদ করে কে?
উঃ ড. ফকরুল আলম।
১৫. বইটির রচনাকাল কত?
উঃ ১৯৬৬-৬৯
১৬.অসমাপ্ত আত্মজীবনী কয়টি ভাষায় অনূদিত হয়?
উঃ ১৩
১৭.কারাগারের রোজনামচারর লেখক কে?
উঃ শেখ মুজিবুর রহমান
১৮. বইটির নামকরন করেন কে?
উঃ শেখ রেহানা
১৯. বইটির বঙ্গবন্ধুর দেয়া নাম ছিল কি?
উঃ থালা বাটি কম্বল জেল খানার সম্বল।
২০.আমার কিছু কথা বইটির লেখক কে?
উঃ শেখ মুজিবুর রহমান
২১.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পিতার নাম?
উঃ শেখ লুৎফুর রহমান।
২২.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মাতার নাম?
উঃ সায়েরা খাতুন।
২৩.বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
উঃ আইন বিভাগের।
২৪.আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উঃ রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
২৫. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
২৬. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উঃ তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
২৭. কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উঃ রেসকোর্স ময়দানে।
২৮. বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উঃ ৫ ডিসেম্বর, ১৯৬৯।

No comments