Breaking News

বাংলাদেশের ‘মুদ্রাব্যবস্থা’


• উপমহাদেশে সর্বপ্রথম মুদ্রা আইন কবে পাস হয়?- ১৮৩৫ সালে।
• উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে?- লর্ড ক্যানিং।
• বাংলাদেশে নোট প্রথা চালু হয় কবে?- ১৯৭২ সালের ৪ মার্চ।
• দেশে প্রথম কত মূল্যমানের নোট ছাড়া হয়?- ১ টাকা এবং ১০০ টাকার নোট।
• বাংলাদেশের প্রথম টাকা এবং মুদ্রার নকশাকার কে?- কেজি মুস্তফা।
• বাংলাদেশে কয় ধরনের কাগুজে নোট চালু আছে?- ৯ ধরনের।
• ১ টাকা ও ২ টাকার নোটে কার স্বাক্ষর থাকে?- অর্থসচিবের।
• ১০০০ টাকার নোট প্রথম বাজারে আসে কবে?- ২৭ অক্টোবর, ২০০৮।
• ১০ টাকার পলিমার নোট কবে চালু করা হয়?- ১৪ ডিসেম্বর ২০০০ সালে।
• ১০ টাকার পলিমার নোট কোন দেশ থেকে প্রথম ছাপানো হয়?- অস্ট্রেলিয়া।
• সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড (SPCBL) থেকে মুদ্রিত প্রথম নোট কোনটি?- ১০ টাকার নোট।
• বাংলাদেশের একমাত্র সরকারি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড (SPCBL) কবে প্রতিষ্ঠিত হয়?- ১৯৮৮ সালে।
• SPCBL এর অবস্থান কোথায়?- শিমুলতলী, গাজীপুর।

No comments