Breaking News

কবিতা ও কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯ – ১৯৭৬)



 

১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।

  1. মৃত্যুবরন করেন -২৯ আগস্ট ১৯৭৬ সালে (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ)
  2. তিনি রণসঙ্গীতের রচয়িতা
  3. আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন
  4. প্রথম প্রকাশিত গ্রন্থের নাম - ব্যথার দান ( ১৯২২)
  5. প্রথম প্রকাশিত কবিতার নাম - মুক্তি
  6. প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম - অগ্নিবীনা
    • সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট, প্রলয় শিখা , অগ্নিবীনা ,সাত ভাই চম্পা, , সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত , ঝিঙ্গেফুল, বিষের বাশিঁ , দোলনচাঁপা
  7. গল্পগ্রন্থগুলোর নাম - শিউলিমালা, ব্যথারদান ও রিক্তের বেদন
  8. কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন - ১৯২৬ সালে

No comments