Breaking News

বিসিএস এবং ব্যাংক প্রস্তুতি বাংলা, বিদেশি শব্দ


 

বিসিএস এবং ব্যাংক প্রস্তুতি বাংলা, বিদেশি শব্দ

===========
১. পর্তুগীজ শব্দ:
--------
গীর্জা, কামরা, পাদ্রি, গুদাম, আলমারী, চাবি, বালতি, পাউরুটি, আনারস, আতা, আচার, কাবাব, কেরানী, ইস্পাত, বাসন, আলকাতরা, আলপিন, ফিতা, সাবান, দরজা, জানালা, মার্কা এবং তোয়ালে পর্তুগীজ শব্দ।
.
২. ফরাসি শব্দ:
-------------
কার্তুজ, কুপন, ক্যাফে, ডিপো, রেস্তোরাঁ, আঁশ ওলন্দাজ, শেমিজ, পাতি-এগুলো ফরাসি শব্দ।
.
৩. তুর্কি শব্দ:
------------
বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেকা, খাতুন ,বেগম, আলখেল্লা ইত্যাদি তুর্কি শব্দ।
.
৪. ফারসি শব্দ:
-------------
খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর।
কারখান, চশমা, তারিখ, তোষক, দফতর।
রোজা, ফেরেস্তা, ভেস্ত, দোকান, দরবার
আমদানি, রফতানি, জিন্দা, জানোয়ার।
নালিশ, বাদশাহ, বান্দা, দৌলাত।
মেথর, নমুনা , দস্তখত।
.
৫. আরবি শব্দ:
---------------
আল্লাহ, ইসলাম, ওজু, গোসল, কুরআন,
হজ্জ, যাকাত, হারাম, হালাল, ঈমান।
মোক্তার, রায়, জাহান্নাম, খারিজ, আদালত,
উকিল, ওজর, এজলাস।
আলেম, এলেম, গায়েব, কেচ্ছা, কিয়ামত।
মুসাফির, ঈদ, ইসনান।
কলম, কানুন, নগদ, বাকি, লোকসান।
-----
৬. পাঞ্জাবী শব্দ: তারকা, পাঞ্জাবী।
-----
৭. চীনা শব্দ: চা, চিনি, লিচু ও লুচি চীনা শব্দ।
---
৮. বার্ম শব্দ: লুঙ্গি, ফুঙ্গি
----
৯. জাপানি শব্দ: হাসনাহেনা, ক্যারাটে, জুডো, রিকসা।
----
১০. গুজরাটি শব্দ: খদ্দর এবং হরতাল গুজরাটি শব্দ।

No comments