বিসিএস প্রিলি +লিখিত +ভাইভা
বিসিএস প্রিলি +লিখিত +ভাইভা
❑❑ বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১: উন্নত বাংলাদেশের রূপরেখাঃ
জিডিপি প্রবৃদ্ধি:
- ২০৩১ সালে হবে ৯ শতাংশ
-২০৪১ সালে বেড়ে দাঁড়াবে ৯.৯ শতাংশে
উচ্চশিক্ষার হার:
- ২০৩১ সালে হবে ৫০ শতাংশ
-২০৪১ সালে হবে ৮০ শতাংশ
কারিগরি শিক্ষায় ভর্তির হার:
- ২০৩১ সালে হবে ৩০ শতাংশ
- ২০৪১ সালে হবে ৪১ শতাংশ
চরম দারিদ্র্যের হার:
- বর্তমানে আছে ৯.৪ শতাংশ
- ২০৩১ সালে হবে ২.৩ শতাংশ
-২০৪১ সালে যাবে ১ শতাংশের নিচে
দারিদ্র্যের হার:
- বর্তমানে আছে ১৮.৮ শতাংশ
- ২০৩১ সালে দাঁড়াবে ৭ শতাংশে
- ২০৪১ সালে যাবে ৩ শতাংশের নিচে।
No comments