Breaking News

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

কে কয় প্রশ্ন কমন পড়ে না এগুলো পড়েন , আশা করি কমন পাবেন। অন্যান্য বিষয়েও এক জাতীয় গুলো এভাবে গুছিয়ে পড়ুন।

✿----------------------✿
●বিশ্বে ইন্টারনেট চালু হয় >>১৯৬৯ সালে
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় === ১৯৯৩ সালে।
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় === ১৯৯৬ সালে।
●বাংলাদেশে 3g চালু হয় ===========14 OCTOBER, 2012
বাংলাদেশে 4G চালু হয় ===========১৯ ফেব্রুয়ারি ,২০১৯
✿----------------------✿
●বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার ‘‘ IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে
●২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
✿----------------------✿
●বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেন==মহিষের
●২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন>. ড. মাকসুদুল আলম
✿----------------------✿
১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন । নাম=অসবর্ন-১
বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত=যুক্তরাষ্ট্রের আটলান্টায়
✿----------------------✿
●বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয় == ২৮ফে:২০১৩
●বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ --এর নাম== দোয়েল
●জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে=২১ ফ্রেব্রু:২০১৩
✿----------------------✿
●বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘ পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় == ১৩ এপ্রিল, ২০১৩
●বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June, 2009, Banglalion
✿----------------------✿
●বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয়=== ১৯৯৯ সালে, বনানীতে।
●বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম == সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
✿----------------------✿
●বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়=== ৪ জানুয়ারী, ১৯৯০।
●বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়=== ১৯৯২ সালে।
✿----------------------✿
●প্রথম ডিজিটার জেলা>. যশোর
●প্রথম ওয়াই ফাই নগর> সিলেট
●সাইবার সিটি< সিলেট
●প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ> মিঠাপুকুর ,রংপুর
✿----------------------✿
১।Whatsapp এর জনক কে ?
=Brian Acton and Jan Koum। ২০০৯ সালে শুরু
২।Li-Fi ( light fidelity) এর জনক কে ?
-by Harald Haas(২০১১ সালে)।Using light to transmit data allows Li-Fi to offer several advantages like working across higher bandwidth
৩।Wi-fi এর জনক কে ?
=ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস।Wi-Fi uses radio frequency
৪।ন্যানো প্রযুক্তির জনক কে ?
=রিচার্ড ফাইনম্যান
৫।Messenger এর ইনিশিয়াল রিলিজ
= ২০১১।
৬।Skype-এর জনক - Niklas Zennstrom and Janus Friis
১। SHARE it এর উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে Lenovo.
২। 2G network সর্বপ্রথম ১৯৯১ সালে ফিনল্যান্ডে প্রবর্তিত হয়।
৩। ন্যানো টেকনোলজির জনক বলা হয় রিচার্ড ফাইম্যানকে।
৪। মোবাইল ফোনে যোগাযোগ, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি ফুল ডুপ্লেক্স এর উদাহরণ।
৫। Cloud Computing সর্বপ্রথম ২০০৬ সালে চালু হয়।
৬। Yahoo প্রতিষ্ঠিত হয় ১৯৯৫সালে।
৭। G-mail চালু হয় ১৯৯৮ সালে।
৮। IP (Internet Protocol) অ্যাড্রেস প্রদানকারী সংস্থার নাম IANA (Internet Assigned Numbers Authority).
৯। বিশ্বের ১ম ই-কমার্স সাইট আমাজন ডট কম।
১০। ১ ন্যানোমিটার= ১০^-৯ মিটার
☛ ‘শাওমি’ কোন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান?
চীন।
☛ বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠানের নাম কি?
অ্যামাজন।
☛ ‘অ্যামাজন’ এর ক্লাউড কম্পিউটিং সেবার নাম কি?
Amazon Web Services (AWS).
তথ্য প্রযুক্তির এই টপিকস থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে
Yahoo : প্রতিষ্ঠিত হয় March 1994
প্রতিষ্ঠাতা David filo & Jerry yang
.
Amazon : প্রতিষ্ঠিত হয় 1994
প্রতিষ্ঠাতা : বেস জোসেফ
.
Google : প্রতিষ্ঠিত হয় Sept 4, 1998
প্রতিষ্ঠাতা Sergey brin & Larry page
.
Wikipedia : প্রতিষ্ঠিত হয় Jan 15, 2001,,,
প্রতিষ্ঠাতা Jimmy Wales & Larry Sanger
.
Facebook : প্রতিষ্ঠিত হয় Feb 4,2004,,,
প্রতিষ্ঠাতা Mark Zucherberg, Chris Hughes
.
YouTube : প্রতিষ্ঠিত হয় Feb 14, 2005
প্রতিষ্ঠাতা Jawed karid, Steve chen & Chad Harley
.
Twitter : প্রতিষ্ঠিত হয় March 21, 2006,,,
প্রতিষ্ঠাতা Evan Williams Biz Stone & Jack Dorsey,,,
1.#Multitasking কাকে বলে?Ans: একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলে multitasking.
2.#টাস্কবার কাকে বল?Ans: ডেক্সটপের নিচের দিকে start লেখা সম্ফলিত বারকে টাক্স বার বলে।
3.#রিসাইকেলবিন কি?Ans: রিসাইকেলবিন হচ্ছে একটি ট্রন্সজিট মেমোরি লোকেশন।
4.#Defragmentation কি?Ans: যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হল defragmentation.
5.#ফরমেট কাকে বলে?Ans:ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে ফরমেট বলে।
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
১। ইউনিয়ন পে কী ?
=চীনের মালিকাধীন ক্রেডিট কার্ড যা দিয়ে বিশ্বব্যাপী লেনদেন করা যায় ।
ইন্সটাগ্রাম এর প্রতিষ্ঠাতা কে?
=কেভিন সিসট্রোম
আ‌লিবাবা.কম এর নির্বাহী প্রধান
=জ্যাকমা
আমাজন.কম এর নির্বাহী প্রধান
=জেফ বে‌জোস
২।ইনটেল এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
= ক্যালিফোর্নিয়া
৩।স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম কোনটি ?
= অ্যান্ড্রয়েড
৪।CSS এর পূর্ণরূপ-
=Cascading Style Sheets
৫।টুইটারে সর্বোচ্চ কত অক্ষরের টুইট করা যায়?
=২৮০
৬।বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ক্যামেরার নাম কী?
=টি-কাপ
৭।তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
#আই_টি_প্রস্তুতি_2.
⑴ বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন → বিল মোগরিজ
⑵ সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার হলো → Mark – 1
⑶ ‘হার্ডডিস্ক’ মাপার একক হলো → গিগাবাইট
⑷ মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় → অ্যাপকে
⑸ স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবিত হয় → ১৯৭৪ সালে
⑹ অ্যান্ড্রয়েড ব্যবহৃত প্রথম ফোন → HTC Dream, যা T- mobile G1 নামে পরিচিত
⑺ কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে → ৩ টি অংশ
⑻ কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় → হার্ডওয়্যার
⑼ IC আবিষ্কৃত হয় → ১৯৫৮ সালে
⑽ ভাইরাস নামকরণ করেন → → গবেষক ফ্রেডরিক কোহেন
11. বিশ্বের কোন দেশ প্রথম 3-G প্রযুক্তি চালু করে – জাপান।
12. বিশ্বের কোন দেশ প্রথম 4-G প্রযুক্তি চালু করে– দক্ষিণ কোরিয়া; ২০০৬ সালে।
13. বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ – চীন।
14. তারবিহীন টেলিফোন ব্যবহারে শীর্ষ দেশ – চীন।
15. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী – ওয়াইম্যাক্স।
16 বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার– তিয়ানহে.(চীন)
আজকের বিষয় : তথ্য-প্রযুক্তি।
১৷ বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন?
=১৯৬৯ সালে।
২৷ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কখন?
=১৯৯৩ সালে। সবার জন্য উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালে।
৩৷ ইন্টারনেটের জনক কে?
=ভিনটন জি কার্ফ।
৪৷ WWW এর অর্থ কি?
=World Wide Web.
৫৷ WWW এর জনক কে?
=টিম বার্নাস লি ।
৬৷ ই-মেইল এর জনক কে?
=রে টমলি সন।
৭৷ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
=এলান এমটাজ।
৮৷ Internet Corporation For Assiged Names And Number– ICANN এর প্রতিষ্টা কবে?
=১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে।
৯৷ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি?
=ডট কম।
১০৷ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে?
=১৫ মার্চ ১৯৮৫ সালে।
১১৷ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
=প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র।
১২৷ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার(Web Browser)কি কি?
=Opera, Mozilla, Internet Explorer, Rock Melt, Google Chrome.
১৩৷ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে?
=সার্জে এম বেরিন ও লেরি পেজ।
১৪৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি?
=Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut.
১৫৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটার কবে প্রতিষ্টিত হয় ?
=২০০৬ সালে।
১৬৷ টুইটারের প্রতিষ্টাতা কে?
=জ্যাক উর্সে ,ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন।
১৭৷ ফেসবুকের প্রতিষ্টাতা কে?
=মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস,ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয়?
=২০০৪ সালে।
১৯৷ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে?
=টেলি মেডিসিন।
২০৷ উইকিপিডিয়া কি?
=অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ।
২১৷ উইকিপিডিয়া কে প্রতিষ্টা কে?
= জিমি ওয়েলস(যুক্তরাষ্ট)
২২৷ উইকিপিডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?
= ২০০১ সালে ।
২৩৷ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি?
=অনলাইনভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্ঠান।
২৪৷ উইকিলিকস(wikileaks) কি?
=সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ।
২৫৷ উইকিলিকস(Wikileaks) এর কাজ কি?
= বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬৷ উইকিলিকস(Wikileaks) কে প্রতিষ্টা করেন?
=জুলিয়ান আসেঞ্জ(অস্ট্রেলিয়া)।
২৭৷ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি?
= ARPANET(Advanced Research Projects Agency Network)।
২৮৷ ফ্লিকার কি?
=ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯৷ ইউটউব কি?
= ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০৷ YouTube এর প্রতিষ্টাতা কে?
=স্টিভ চ্যান, জাভেদ করিম ।
৩১৷ স্প্যাম কি?
=অনাকাঙ্কিত ই-মেইল।

No comments