৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
.
১।GIGO কী ?
= কম্পিউটারের কাজের ভুল ফলাফল দেওয়া
২। ন্যানো সেকেন্ড কী ?
= এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ
৩। কাকে পকেট পিসি বা PDA বলা হয় ?
= Palmtop
৪। কম্পিউটারে ব্রেইন বা মস্তিস্ক বলা হয় ?
= মাইক্রোপ্রসেসর বা CPU
৫। DVD -এর ধারণ ক্ষমতা কত ?
= ৪.৭-১৭ গিগাবাইট
৬। Fireware কী ?
= কম্পিউটারের সবচেয়ে দ্রুত গতির বাস
৭। কম্পিউটারের বাসের গতি মাপা হয়
= মেগা হার্টজ|আর প্রশস্ততা > বিট
৮। USB 3 তে এর গতি কত ?
= 5gpps
৯। INI ফাইল কী ?
= সিস্টেম
১০. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ?
= ১৬
১১। SWIFT code এর সংখ্যা কত?
= ৮/১১
১২। ডেটাবেজের ভিত্তি কী
= ফিল্ড
১৩। LiFi কী ?
= wifi থেকে ১০০ গুন দ্রুত তারবিহীন যোগাযোগ ব্যবস্থা
১৪। TCP /IP প্রটোকল কবে উদ্ভাবিত হয় ?
= ১৯৮২
১৫। ক্লাউড কম্পিউটিং কবে থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করে ?
= ২০০৬আ
No comments