🔳 বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন 🔳
বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে 6/7 টি।
স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও পৃথিবীর যে কোনো দেশের পক্ষে একা চলা অসম্ভব । প্রয়োজন হয় পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও বন্ধুত্ব, যা বিশ্ব শান্তি ও এসব দেশের উন্নয়নের জন্য অপরিহার্য । বিভিন্ন দেশের মধ্যে শান্তি, সহযোগিতা ও উন্নয়নের প্রয়োজনেই গড়ে উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন । যেমন : জাতিসংঘ, সার্ক, ওআইসি, ন্যাটো,কমনওয়েলথ ইত্যাদি ।
জাতিসংঘ :
মাত্র 25 বছরের ব্যবধানে পৃথিবীতে 2 টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয় ( প্রথম বিশ্বযুদ্ধ-1914-1918 , দ্বিতীয় বিশ্ব বিশ্বযুদ্ধ- 1939-1945) (1914-1939=25 বছর ) ।
প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য 1920 সালে গঠিত হয় জাতিপুঞ্জ/ লীগ অফ নেশন্স । বিভিন্ন দেশের স্বার্থ সংঘাতের কারণে সংস্থাটি স্থায়িত্ব লাভ করেনি ।
1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীকে গ্রাস করে এবং আণবিক বোমার বোমার বলি হয় জাপানের দুটি শহর- হিরোশিমা ও নাগাসাকি ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে 1941 সাল থেকে বিশ্ব নেত্রীবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু করে ।
তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের উদ্যোগে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে ।
1941 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমাকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রস্তুতিপর্ব হিসেবে গণ্য করা যায়। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে স্বাক্ষরিত হওয়া বিভিন্ন সনদ ও ঘোষণা...
আটলান্টিক সনদ: 9 আগস্ট, 1941
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট (FDR) ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার নিউফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরের বুকেপ্রিন্স অফ ওয়েলস' নামে একটি যুদ্ধজাহাজে পৃথিবীতে স্থায়ী শান্তি স্থাপনের উদ্দেশ্যেএকটি আটদফা সুত্র সম্বলিত চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিটি ''আটলান্টিক সনদ'' ('Atlantic charter' 1941 ) নামে পরিচিত।
আটলান্টিক সনদ মূলত শান্তি প্রতিষ্ঠার লক্ষে একটি আন্তর্জাতিক সনদ। পৃথিবীর মোট 26 টি দেশ এই আটলান্টিক সনদকে সমর্থন করেছিল।
UN ডিক্লারেশন / ওয়াশিংটন ঘোষণা: 1 জানুয়ারী, 1942
ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয় । ওয়াশিংটনে অনুষ্ঠিত এ ঘোষণায় স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, সোভিয়ত প্রতিনিধি ম্যাকসিস লিটভিনভ, চীনের প্রতিনিধি টি. ভি. শুং।
মস্কো সম্মেলন : 19-30 অক্টোবর, 1943
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বিশ্ব শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার জন্য ৭ দফা ঘোষণা করেন। এ সম্মেলন রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হয়
ডাম্বারটন ওকস্ সম্মেলন : 21-29 আগস্ট, 1944
ওয়াশিংটনের ডাম্বারটন ওকস্ ভবনে জাতিসংঘের রূপরেখা, নিরাপত্তা পরিষদ গঠন ও স্থায়ী সদস্য নির্বাচন এবং সংগঠন (জাতিসংঘ) নামকরণের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীন সম্মেলনে মিলিত হয়।
জাতিসংঘ সনদের খসড়া / ড্রাফট করা হয়
এ সম্মেলনেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য ও নির্ধারিত হয়।
ইয়াল্টা সম্মেলন: 4-11 ফেব্রুয়ারী , 1945
ইউক্রেনের ইয়াল্টায় ডাম্বারটন সম্মেলনের অসমাপ্ত কাজ সমাপ্ত হয়। ৫ টি স্থায়ী সদস্যেকে Veto(আমি মানি না) ক্ষমতা দেয়ার সিদ্ধান্ত হয়।
ইয়াল্টা সম্মেলন: 4 - 11 ফেব্রুয়ারী , 1945
ইউক্রেনের ইয়াল্টায় ডাম্বারটন সম্মেলনের অসমাপ্ত কাজ সমাপ্ত হয়। ৫ টি স্থায়ী সদস্যেকে Veto(আমি মানি না) ক্ষমতা দেয়ার সিদ্ধান্ত হয়।
সানফ্রান্সিসকো সম্মেলন : 26 জুন, 1945
৫০টি দেশের প্রতিনিধিরা ১১১ ধারা সম্মলিত জাতিসংঘ সনদ স্বাক্ষর করেন।
জাতিসংঘের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা : 24 অক্টোবর, 1945
1945 সালের 15 অক্টোবর 51 তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে । তাই জাতিসংঘের প্রতিষ্ঠাকালিন মোট সদস্য সংখ্যা 51 । শুরুতে জাতিসংঘের সদস্য রাষ্ট্র 50 ( নবম- দশম শ্রেণীর বোর্ড বই) ।
1945 সালের 24 অক্টোবর এ সনদ কার্যকরী হয়। 1945 সালের 24 অক্টোবরই জাতিসংঘের জন্মদিন ।
বর্তমান সদস্য: 193
সদর দপ্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র ।
মহাসচিব : প্রধান প্রশাসনিক কর্মকর্তা
প্রথম মহাসচিব : ট্রিগভেলি( নরওয়ে ),
বর্তমান মহাসচিব : আন্তোনিও গুতেরেস ( দক্ষিণ পর্তুগাল)
পতাকা : জাতিসংঘের পতাকা হালকা নীল রঙের, মাঝখানে সাদা রঙের বিশ্ব মানচিত্র যার দুই পাশে দুটি জলপাই পাতার ঝাড় দিয়ে বেষ্টিত ।
উন্নয়নমূলক সংস্থা: ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্ব মানবাধিকার কমিশন, বিশ্ব খাদ্য সংস্থা । সার্ক, ওআইসি, কমনওয়েলথ কিন্তু জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা নয় ।
জাতিসংঘের 6 টি সংস্থা বা শাখা রয়েছে । সেগুলো হলো :
1. সাধারণ পরিষদ,
2. নিরাপত্তা পরিষদ,
3. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
4. অছি পরিষদ,
5. আন্তর্জাতিক আদালত,
6. জাতিসংঘ সচিবালয়
No comments