Breaking News

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ থেকে গুরুত্বপূর্ণ তথ্য

 জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে অনলাইন আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ থেকে গুরুত্বপূর্ণ তথ্য

#প্রধানমন্ত্রী জাতিসংঘে এ পর্যন্ত বক্তব্য দেন- ১৭ বার [সশরীরে উপস্থিত হয়ে- ১৬ বার। প্রথম: ১৯৯৬]
#১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের সদস্য হারান- ১৮ জনকে
#প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন- ৬ বছর (১৯৭৫-১৯৮১)
#ভাতার মাধ্যমে সামাজিক নিরাপত্তার অন্তর্ভুক্ত আছে- ৯১ লাখ মানুষ
#কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র আছে- ১৮ হাজার। এখানে ৩০ ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
#কোভিড নিয়ন্ত্রণে সরকার নির্দেশনা দেয়- ৩১টি
#কোভিড নিয়ন্ত্রণে মোট প্রণোদনা প্যাকেজ দেয়- ২১টি। এর মোট অর্থের পরিমান ১ লাখ ৩০ হাজার ২৫ কোটি টাকা
#২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি- ৫.২৪%
#বাংলাদেশ Voluntary National Review গ্রহণ করেছে- ২টি [২০১৭ ও ২০২০]। এটি হলো High Level Political Forum on Sustainable Development.] এর লক্ষ্য:
২০২১ সালের মধ্যে- মধ্যম আয়ের দেশ
২০৩০ সালের মধ্যে- এসডিজি অর্জন
২০৪১ সালের মধ্যে- উন্নত দেশ
২১০০ সালের মধ্যে- সমৃদ্ধ ব-দ্বীপ
#অভিবাসী শ্রমিকদের জন্য প্রণোদনা- ৩৬১ মিলিয়ন ডলার
#লিঙ্গ বৈষম্য কমেছে- ৭২.৬%। লিঙ্গ সমতা নিশ্চিতকরণে বাংলাদেশ Beijing Declaration and Platform of Action এ কার্যকর ভূমিকা রাখছে।
#বাংলাদেশ সভাপতি- ইউনিসেফের নির্বাহী বোর্ডের, CVF এবং V-20 Group of Ministers of Finance.
#বাংলাদেশ উদযাপন করছে- Women, Peace and Security এজেন্ডার ২০ বছর পূর্তি।
#রোহিঙ্গা আছে- ১১ লাখের বেশি

No comments