Breaking News

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়

.
১) “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি “ এই গানটি লিখেন – সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী
২) প্রথমে এটি ছিল – কবিতা
৩) এই কবিতা রচনার সময় তাঁর বয়স ছিল – ১৮ বছর ( তিনি ছিলেন ঢাকা কলেজের ইন্টারমেডিয়েট)
৪) এটি একুশের নামে প্রকাশিত হয় – ১৯৫৩ সালে, হাসান হাফিজুর রহমানের সম্পাদনায়
৫) একুশের প্রথম গান – ভুলব না ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলব না”
৬) একুশের প্রথম গানটি রচনা করেছিলেন ভাষা সৈনিক – গাজীউল হক
৭) এই গানটির সুর নেয়া হয়েছে হিন্দি গান – “ দূর হাঁটো দূর হাঁটো ওই দুনিয়াওয়ালে “ এই গানের সুর থেকে
৮) আবদুল গাফফার চৌধুরীর গানটির প্রথম সুরকার – আবদুল লতিফ
৯) এই গানটির বর্তমান সুরকার – আলতাফ মাহমুদ ( ১৯৫৪ সালে)
১০) সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক তৈরি হচ্ছে – কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া দ্বীপে
১১) নাফ ট্যুরিজম পার্ক ও সাবরং ট্যুরিজম পার্ক তৈরি হচ্ছে – কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়
১২) বাংলাদেশের একমাত্র ট্যুরিজম পার্ক তৈরি হচ্ছে শুধুমাত্র বিদেশীদের জন্য – সাবরং ট্যুরিজম পার্ক
১৩) যুক্তরাজের ব্রেক্সিট কার্যকর হয় – ৩১ জানু ২০২০ সালে
১৪) ভারত ৫০০ ও ১০০ টাকার নোট বাতিল করেছিল -২০১৬ সালে
১৫) “ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স “ নামে নতুন কর আরোপ বরে ভারত -২০১৭ সালে
১৬) ভারত জন্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে – ২০১৯ সালে
১৭) ই কমার্স প্রতিষ্ঠান আমাজন এর মালিক – জেফ বেজোস ( বিশ্বের ১ নম্বর ধনী)
১৮) দ. কোরিয়ার প্রেসিডেন্ট – মুন জে ইন
১৯) উইকিলিক্সের প্রতিষ্ঠাতা – জুলিয়ান অ্যাসাঞ্জ
২০) উইকিলিকস গোপন নথি ফাঁস করে – ২০১০ সালে
২১) বোকো হারাম জঙ্গি গোষ্ঠী – নাইজেরিয়ার

No comments