বিসিএস প্রিলি প্রস্তুতি
বিসিএস প্রিলি প্রস্তুতি
১. "সুবচন নির্বাসনে" নাটকটির রচয়িতা কে? উঃ আবদুল্লাহ আল মামুন।
২. "জঙ্গম" এর বিপরীতার্থক শব্দ কি? উঃ স্থাবর।
৩. "বাংলাদেশ স্বপ্ন দ্যাখে" কাব্যগ্রন্থটি কার রচনা? উঃ শামসুর রাহমান।
৪. মুনীর চৌধুরী রচিত "মুখরা রমণী বশীকরণ" কি ধরনের গ্রন্থ? উঃ অনুবাদ নাটক।
৫. "ধন হইতে সুখ হয় না" বাক্যে 'ধন' শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উঃ অপাদানে ৫ মী।
৬. বাংলা ভাষার প্রথম সাময়িকপত্রের নাম কি? উঃ দিগদর্শন।
৭. "আজ রবিবার" নাটকটির রচয়িতা কে? উঃ হুমায়ূন আহমেদ।
৮. তৎপুরুষ সমাসে কোন পদ প্রাধান্য পায়? উঃ পরপদ।
৯. "বিজয়া" নাটকটির রচয়িতা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১০. "তেইশ নম্বর তৈলচিত্র" উপন্যাসটির রচয়িতা কে? উঃ আলাউদ্দীন আল আজাদ।
১১. "সাত নরী হার" কাব্যগ্রন্থটি কার রচনা? উঃ আবু জাফর ওবায়দুল্লাহ।
১২. "কাঁচি" কোন ধরনের শব্দ? উঃ তুর্কি।
১৩. "সাঁঝের মায়া" কার লেখা? উঃ বেগম সুফিয়া কামাল।
১৪."সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই" কথাটি কে বলেছেন? উঃ চণ্ডীদাস।
১৫. "খগ" শব্দের অর্থ কি? উঃ পাখি।
১৬. "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যের আবিষ্কর্তা কে? উঃ বসন্তরঞ্জন রায় দিদ্বদ্বল্লভ।
১৭. "বেনের মেয়ে" উপন্যাসটির রচয়িতা কে? উঃ হরপ্রসাদ শাস্ত্রী।
১৮. "ঠকচাচা" চরিত্রটি কোন গ্রন্থভুক্ত? উঃ আলালের ঘরের দুলাল।
১৯."তণ্ডল" শব্দের অর্থ কি? উঃ চাল।
২০. "নবান্ন" নাটকটি কার রচনা? উঃ বিজন ভট্টাচার্য।
No comments