Breaking News

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়


১. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কে? উঃ অধ্যাপক ইউসুফ আলী।
২. সোয়াচ অব নো গ্রাউন্ড কি? উঃ বঙ্গোপসাগরের একটি খাদ।
৩. গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম কি? উঃ ম্যানোমিটার।
৪. ব্লগিং এর জনক কে? উঃ ইভান উইলিয়ামস।
৫. ইন্টারপোলের সদরদপ্তর কোথায় অবস্থিত? উঃ লিঁও, ফ্রান্স।
৬. কোন দেশে গনতন্ত্রের জন্ম হয়েছিলো? উঃ গ্রিস।
৭. বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? উঃ রাজশাহী।
৮. কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? উঃ বসফরাস প্রণালী।
৯. বরেন্দ্রভূমি বলা হয় কোন অংশকে? উঃ রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে।
১০. গোধূলির কারণ কি? উঃ বিক্ষেপণ।
১১. ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কবে? উঃ ৬ ডিসেম্বর, ১৯৭১।
১২. সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় কোন সময়? উঃ অপরাহ্নে।
১৩. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে? উঃ হুমায়ুন রশীদ চৌধুরী।
১৪. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উঃ লর্ড মাউন্টব্যাটেন।
১৫. কোন ভাষা থেকে "Education" শব্দটির উৎপত্তি হয়েছে? উঃ লাতিন।
১৬. ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল? উঃ পর্তুগাল।
১৭. দক্ষিণ সুদানের রাজধানী কি? উঃ জুবা।
১৮. নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? উঃ বাংলা একাডেমিতে।
১৯. অং সান সুচির রাজনৈতিক দলের নাম কি? উঃ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি।
২০. বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা কে? উঃ ডব্লিউএএস ওডারল্যান্ড।
২১. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? উঃ ১৯৫২ সালে।
২২. রাশিয়ার মুদ্রার নাম কি? উঃ রুবল।
২৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? উঃ পি জে হার্টজ।
২৪. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বলে? উঃ নিয়ত বায়ু।
২৫. সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি? উঃ সেক্সট্যান্ট।

No comments