বাংলাদেশের উপজাতীয় সম্প্রদায় সম্পরকে বিস্তারিত জানুন( এক পোস্টে সব তথ্য গুছানো আছে)
বাংলাদেশে মোট উপজাতি বাস করে -৫০ টি(গেজেট, ১১মার্চ,২০১৯-সংস্কৃতি মন্ত্রনালয়),
৪৮টি(পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়)
→ পার্বত্য চট্টগ্রামে বসবাস ১৩ টি
→ ভাষা ৩২ টি
চাকমাঃ
বাংলাদেশে সবচেয়ে বেশি বাস করে - চাকমা উপজাতি
→ ধর্ম বৌদ্ধ
→ শিক্ষার হার সব থেকে বেশি
→ বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় বিজু
→ ফাল্গুনী পূর্ণিমা এদের ধর্মীয় উৎসব
→ চাকমা বিদ্রোহের নায়ক জুম্মা খান
→ এদের গ্রামকে বলা হয় আদম।
→ চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস ফাবো (২০০৪)
→ প্রধান ধর্মীয়গ্রন্থ ত্রিপিটক
মারমাঃ
মারমা বর্ষবরণ উৎসবের নাম সাংগ্রাই
→ একমাত্র খেতাব প্রাপ্ত উপজাতি - ইউ কে সিং মারমা
→ খেতাব - বীর বিক্রম
→ ৬ নং সেক্টর
→ চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস মারমা
→ মগ নামে পরিচিত ছিল, আদি নিবাস আরাকান
→ এর জাতিতে মঙ্গলীয়
রাখাইনঃ
রাখাইন বড় ধর্মীয় উৎসব - বুদ্ধপূর্ণিমা
→ বর্ষবরণ উৎসবের নাম সান্দ্রে
→ বসবাস পটুয়াখালী জেলায়
→ মগের বংশধর, যারা সমতলে থাকে
→ আদি নিবাস আরাকান
উৎসবের নাম মুৎসলোং
মুরংঃ
→ মুরংদের দেবতার নাম ওরেং
→ মুরং উপজাতির বর্ষবরণ উৎসবের নাম ছিয়াছত
→ পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসী মুরং বা ম্রো
ত্রিপুরাঃ
ত্রিপুরা বর্ষবরণ উৎসবের নাম - বৈসুক
→ ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী সনাতন ধর্মবিশ্বাসের
গারোঃ
গারোদের ধর্মীয় অনুষ্ঠানের নাম ওয়ানগালা
→ বর্ষবরণ উৎসব বৈসাবি
খাসিয়াঃ
খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত
আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্টে
‘কুরুখ’ ভাষা যাদের - ওরাঁও
বাওয়ালি - সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
খাগড়াছড়ির আদিবাসী রাজা যে নামে পরিচিত - বোমাং রাজা
বাংলাদেশে উপজাতিদের জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান - ৩টি
→ ট্রাইবারাল কালচারাল একাডেমি, দিনাজপুর
→ ট্রাইবারাল কালচারাল ইনষ্টিটিউট, রাঙ্গামাটি
→ উপজাতিয় সাংস্কৃতিক একাডেমি (বিরিশিরি),
নেত্রকোনা।
সাওতালঃ
বাংলাদেশে দ্বিতীয় বসবাসরত বেশি উপজাতি- সাওতাল
→ সাওতাল বিদ্রোহের নায়ক দুই ভাই কানু আর সাদু
→ সাওতাল বিদ্রোহ সংগঠিত হয় ১৮৫৫ সালে
→ একমাত্র জড় উপাসক উপজাতি সাঁওতাল
মুসলমান উপজাতি - পাঙ্গন ও লাওরা
বাংলাদেশে সংখ্যা সবচেয়ে কম - খুমি ও চক
বাংলাদেশে বসবাস নেই - মাওরী, মোর, পিগমী, জুলু, কুলু, কুর্দি, টোডা, শেরপা প্রভৃতি
পিতৃতান্ত্রিক - মারমা ও হাজং
মাতৃতান্ত্রিক - গারো,খাসিয়া ও সাওতাল
উপজাতি নেই যে বিভাগে - খুলনা
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হয় - ২ ডিসেম্বর ১৯৯৭
প্রশ্নঃ ‘ওয়ানগালা’ উৎসব কাদের ? Ans: গারোদের
প্রশ্নঃ বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় – Ans: রোহিঙ্গা
প্রশ্নঃ মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায়? Ans: গারো
প্রশ্নঃ উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের ভাষা – Ans: কুরুক
প্রশ্নঃ ‘ফাল্গুনী পূর্ণিমা’ কাদের ধর্মীয় উৎসব ? Ans: চাকমাদের
প্রশ্নঃ বাংলাদেশে কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে ? Ans: ৩ টি
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনষ্টিটিউটটি কোথায় অবস্থিত? Ans: ময়মনসিংহ
প্রশ্নঃ খিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে – Ans: পার্বত্য চট্টগ্রাম
প্রশ্নঃ ‘মারমা’ উপজাতিরা বাস করে – Ans: বান্দরবানে চিম্বুক পাহাড়ের পাদদেশে
প্রশ্নঃ বাংলাদেশের উপজাতি কোনটি ? Ans: রাখাইন
প্রশ্নঃ মগরা বাংলাদেশের কোথায় বাস করে ? Ans: বান্দরবান
প্রশ্নঃ একমাত্র জড় উপাসক উপজাতি– Ans: সাঁওতাল
প্রশ্নঃ বাংলাদেশ উপজাতি গোষ্ঠীর সংখ্যা – Ans: কোনটিই নয়
প্রশ্নঃ কোনটি জনগোষ্ঠীর মূল আবাস পার্বত্য চট্টগ্রামে নয় ? Ans: খাসিয়া
প্রশ্নঃ কোনটি জন গোষ্ঠীর প্রধান ধর্মীগ্রন্থ ত্রিপিটক ? Ans: চাকমা
প্রশ্নঃ উপজাতি সাংস্কৃতিক কেন্দ্রর ‘বিরিসিরি’ কোথায় অবস্থিত ? Ans: নেত্রকোনা
প্রশ্নঃ নিচের কোন উপজাতি ইসলাম ধর্মাবলম্বী? Ans: পাঙন
প্রশ্নঃ খুমী উপজাতিরা কোথায় বাস করে? Ans: বান্দরবানে
প্রশ্নঃ বাংলাদেশের কোন সমাজে মাতৃবাসস্থানিক পরিবার দেখা যায় ? Ans: গারো
প্রশ্নঃ বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী যে ধর্মবিশ্বাসের অনুসারী– Ans: সনাতন
প্রশ্নঃ বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম – Ans: মাওরি
প্রশ্নঃ বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান কোনটি ? Ans: সাংগ্রাই
প্রশ্নঃ ‘বাওয়ালি’ কারা? Ans: সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
প্রশ্নঃ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি ? Ans: সাঁঁওতাল
প্রশ্নঃ ‘গারো উপজাতি’ নিচের কোন জেলায় বাস করে ? Ans: ময়মনসিংহে S
প্রশ্নঃ বাংলাদেশের মুসলমান উপজাতি– Ans: পাঙন
প্রশ্নঃ কোনটি সাঁওতালদের প্রধান বাসস্থান নয় ? Ans: ময়মনসিংহ
প্রশ্নঃ খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? Ans: পুঞ্জি
প্রশ্নঃ রাখাইনদের বড় ধর্মীয় উৎসব– Ans: বুদ্ধপূর্ণিমা
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমী প্রতিষ্ঠিত হয় – Ans: নেত্রকোনায়
প্রশ্নঃ টিপরা উপজাতীয়রা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে ? Ans: খাগড়াছড়ি
প্রশ্নঃ ‘রাজবংশী’ উপজাতিরা কোথায় বাস করে ? Ans: রংপুর
প্রশ্নঃ বাংলাদেশে সাঁওতালরা প্রধানত বাস করে – Ans: রাজশাহী ও দিনাজপুরে
প্রশ্নঃ চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী – Ans: বৌদ্ধ ধর্ম
প্রশ্নঃ ‘রাখাইন’ উপজাতিরা বাংলাদেশের কোন জেলায় বাস করে ? Ans: পটুয়াখালী
প্রশ্নঃ বিঝু কাদের বর্ষবরণ অনুষ্ঠান ? (Bizzu is the annual festival of ) Ans:
প্রশ্নঃ কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে ? Ans: হাজং
প্রশ্নঃ বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি ? (Which one is the largest tribe in Bangladesh ?) Ans: চাকমা (Chakma)
প্রশ্নঃ বাংলাদেশ উপজাতীয় সাস্কৃতিক কেন্দ্র অবস্থিত – Ans: বৃহত্তর ময়মনসিংহে
প্রশ্নঃ খাগড়াছড়ির আদিবাসী রাজা কোন নামে পরিচিত ? Ans: বোমাং রাজা
প্রশ্নঃ বাংলাদেশের কোন আদিবাসীদের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতি মাতৃসূত্রায় ? Ans: গারো
প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় হাজং উপজাতি বাস করে ? Ans: নেত্রকোণা
প্রশ্নঃ খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে ? Ans: সিলেট
প্রশ্নঃ কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক ? Ans: মারমা
প্রশ্নঃ হাজংদের অধিবাস কোথায় ? Ans: ময়মনসিংহ ও নেত্রকোনা
প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী – Ans: চাকমা
প্রশ্নঃ বাংলাদেশে বসবাস করে না – Ans: নাগা
কোন উপজাতি কোথায় বাস করে
@ গারো – ময়মনসিংহ
@ চাকমা – রাঙ্গামাটি ও
খাগড়াছড়ি
@ সাঁওতাল – রাজশাহী ও দিনাজপুর
@ রাখাইন – পটুয়াখালী
@ মারমা – Cox's bazar, বান্দরবান ও
পটুয়াখালী
@ হাজং – ময়মনসিংহ ও নেত্রকোনা
@ রাজবংশী – রংপুর
@ মুরং – বান্দরবানের গভীর অরণ্যে
@ কুকি – সাজেক ভেলী
(রাঙ্গামাটি)
@ হুদি – নেত্রকোনা
@ পাংখো – বান্দরবান
@ খাসিয়া – সিলেট
@ ওরাও – বগুড়া, রংপুর
@ টিপরা – খাগড়াছড়ি, পার্বত্য
চট্টগ্রাম
@ লুসাই – পার্বত্য চট্টগ্রাম
@ খুমি – বান্দরবান
@ মনিপুরী – সিলেট
@ তনচংগা – রাঙ্গামাটি
@ রনজোগী – বান্দরবানের গভীর
অরণ্যে
বিখ্যাত উপজাতি সমূহ
প্রশ্ন: আফ্রিদি-
পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের ওয়াজিরস্তানের উপজাতি |
প্রশ্ন: আইজাকেলস-
পাকিস্তানের যুদ্দ পারদর্শী উপজাতি |
প্রশ্ন: এস্কিমো-
গ্রীনল্যান্ড, আলাস্কা, ল্যাব্রাডর ও সাইবেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের জাতি |
প্রশ্ন: এবোর-
আসাম ও ভারতের উত্তর-পূর্ব সীমান্তের মঙ্গোলীয় জাতি |
প্রশ্ন: এ্যাংলো-স্যাক্সন-
ইংল্যান্ড ও কানাডার অদিবাসী এবং ব্রিটিস বংশোদ্ভুত আমেরিকান ও অস্ট্রলিয়ান |
প্রশ্ন: ককেসীয়-
আরব, পার্সী, ইহুদি ও ইউরোপের অধিবাসীবৃন্দ |
প্রশ্ন: কসাক-
পোলান্ডের দক্ষিন-পূর্ব সীমান্ত ও ইউক্রেনের কৃষকগণ |
প্রশ্ন: কিরগিজ-
নিম্ন ভলগা, কাস্পিয়ান অঞ্চল,আলতাই পর্বাতাঅন্চলের যাযাবর জাতি |
প্রশ্ন: কুর্দি-
তৃরস্ক,ইরাক,ইরানের অন্তর্ভুক্ত কর্দিস্তান।
*** বাংলাদেশে মোট উপজাতি বাস করে -==৪৫টি
***বাংলাদেশে সবচেয়ে বেশি বাস করে===চাকমা
উপজাতি
***চাকমা শব্দের অর্থ কি==মানুষ
***চাকমারা কোন ধর্মালম্বী==বৌদ্ধ
**** বাংলাদেশের শিক্ষিত উপজাতি==চাকমা
****চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় ==বিজু
****ফাল্গুনী পূর্ণিমা’ কাদের ধর্মীয় উৎসব ===চাকমাদের
***চাকমা বিদ্রোহের নায়ক ===জুম্মা খান
***চাকমারা গ্রামকে কি বলে =====আদাম।
***চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস >===== ফাবো
(২০০৪)।
***বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী====: চাকমা
***কোনটি জন গোষ্ঠীর প্রধান ধর্মীগ্রন্থ ত্রিপিটক =====:
চাকমা
***বাংলাদেশের বৃহত্তম উপজাতি কোনটি===: চাকমা
( ২ লক্ষ ৫৩ হাজার)
### # খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত====:
পুঞ্জি
## # রাখাইনদের বড় ধর্মীয় উৎসব======বুদ্ধপূর্ণিমা
### মুরংদের উৎসবের নাম==মুৎসলোং
### # মুরংদের দেবতার নাম==ওরেং
## # মুরং উপজাতির বর্ষবরণ উৎসবের নাম===ছিয়াছত
## # পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসী==মুরং বা
ম্রো
### # ত্রিপুরা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম===বৈসুক
## # বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী যে
ধর্মবিশ্বাসের অনুসারী=== সনাতন
### # মারমা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম===সাংগ্রাই
### # খিয়াং উপজাতির বর্ষবরণ উৎসবের নাম===সাংলান
### # রাখাইন উপজাতির বর্ষবরণ উৎসবের নাম===সান্দ্রে
## # গারোদের ধর্মীয় অনুষ্ঠানের নাম >
======ওয়ানগালা
## # উপজাতিদের বর্ষবরণ উৎসব==বৈসাবি
## # আন্তর্জাতিক আদিবাসী দিবস’== ৯ আগস্টে
## # কোন উপজাতিদের ভাষা ‘কুরুখ’ নামে পরিচিত –
ওরাঁও
## # বাওয়ালি’ কারা? ====== সুন্দরবনের গোলপাতা
সংগ্রহকারী
### # খাগড়াছড়ির আদিবাসী রাজা কোন নামে
পরিচিত=== বোমাং রাজা
>>>বাংলাদেশে উপজাতিদের জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান
আছে==৩টি
>>>ট্রাইবারাল কালচারাল একাডেমি ===দিনাজপুর
>>>ট্রাইবারাল কালচারাল ইনষ্টিটিউট==রাঙ্গামাটি
>>>উপজাতিয় সাংস্কৃতিক একাডেমি ====> ১টি
(বিরিশিরি্ নেত্রকোণা)
>>>একমাত্র খেতাপপাপ্ত আধিবাসী মুক্তিযুদ্ধা ==ইউ কে
সিং
<><>বাংলাদেশে দ্বিতীয় বসবাসরত বেশি
উপজাতি===সাওতাল
<><>সাওতাল বিদ্রোহের নায়ক====দুই ভাই কানু আর সাদু
<><>সাওতাল বিদ্রোহ সংগঠিত হয়==১৮৫৫ সালে
<><>একমাত্র জড় উপাসক উপজাতি–==== সাঁওতাল
<<>>মুসলমান উপজাতি==পাঙ্গন ও লাওরা
<<>>বাংলাদেশে যে উপজাতির সংখ্যা সবচেয়ে কম
==খুমি ও চক
<<>>বাংলাদেশে বসবাস নেই==মাওরী,মোর,
পিগমী,জুলু,কুলু,কুর্দি,টোডা,শেরপা প্রভৃতি
<<>>রাখাইন উপজাতি বাস করে ==পটুয়াখালী জেলায়
<<>>পিতৃতান্ত্রিক সমাজ যে উপজাতির মধ্যে বিরাজমান
==মারমা ও হাজং
<<>>মাতৃতান্ত্রিক সমাজ যে উপজাতির মধ্যে
বিরাজমান===গারো,খাসিয়া ও,সাওতাল।
<<>>যে উপজাতি পুরুষের চেয়ে বেশি বয়স্ক মেয়ে বিয়ে
করে ==তনচংগা উপজাতি
<<>>উপজাতি নেই যে বিভাগে==খুলনা
<<>> পার্বত্য চট্টগ্রামে মোট উপজাতির সংখ্যা ==১৩টি
<<>>হাজংদের অধিবাস == ময়মনসিংহ নেত্রকোনায়
<<>>চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বাস করে
– মারমা
<<>>লুসাই উপজাতিরা কোথায় বাস করে – পাবর্ত্য
চট্টগ্রামে
<<>>বনজোগীরা কোথায় বাস করে – বান্দরবন জেলার
গভীর অরণ্যে
#*#*বাংলাদেশে মোট উপজাতির জনসংখ্যা কত==১২ লক্ষ ৫
হাজার ৯৭৮ জন।
৫#*#*বাংলাদেশের উপজাতিয় ভাষার সংখ্যা কত====
৩২ টি।
*#*# মগদের আধি নিবাস কোথায়=== আরাকান
(মায়ানমার)
#*#*মগরা কোন জনগোষ্ঠীর লোক===== মঙ্গলীয়
#*#* মগরা পাহাড়ি এলাকায় কী নামে
পরিচিত====মারমা
#*#* মগরা সমতল ভূমিতে কী নামে পরিচিত===
রাখাইন।
##**উপজাতিদের গেরিলা সংগঠনের নাম
কী===শান্তিবাহিনী
##**শান্তিবাহিনী প্রতিষ্ঠাতা কে===মানবেন্দ্র
নারায়ণ লারমা
##**পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হয় কত সালে=== ২
ডিসেম্বর ১৯৯৭।
**#বাংলাদেশের কোন আদিবাসীদের ক্ষেত্রে সম্পত্তির
উত্তরাধিকার নীতি মাতৃসূত্রায় ====গারো
যে উপজাতিরা কে কোন জেলায় বাস করে দেয়া হল:
※ গারো – ময়মনসিংহ
※ চাকমা – রাঙ্গামাটি ও খাগড়াছড়ি
※ সাঁওতাল – রাজশাহী ও দিনাজপুর
※ রাখাইন – পটুয়াখালী
※ মারমা – Cox’s bazar , বান্দরবান ও পটুয়াখালী
※ হাজং – ময়মনসিংহ ও নেত্রকোনা
※ রাজবংশী – রংপুর
※ মুরং – বান্দরবানের গভীর অরণ্যে
※ কুকি – সাজেক ভেলী (রাঙ্গামাটি)
※ হুদি – নেত্রকোনা
※ পাংখো – বান্দরবান
※ খাসিয়া – সিলেট
※ ওরাও – বগুড়া, রংপুর
※ টিপরা – খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম
※ লুসাই – পার্বত্য চট্টগ্রাম
※ খুমি – বান্দরবান
※ মনিপুরী – সিলেট
※ তনচংগা – রাঙ্গামাটি
※ রনজোগী – বান্দরবানের গভীর অরণ্যে
No comments