Breaking News

৫৪-এর নির্বাচন ও সরকার সম্পর্কে গুরুত্যপূর্ণ প্রশ্ন

 

যুক্তফ্রন্টের দলগুলো: 

মূলত ৪ টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। যথা:

  • আওয়ামী মুসলিম লীগ – হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা ভাসানী
  • কৃষক শ্রমিক পার্টি – শের-ই-বাংলা এ কে ফজলুল হক
  • নেজামে ইসলাম পার্টি – মওলানা আতাহার আলী
  • বামপন্থী গনতন্ত্রী দল – হাজী মোহাম্মদ দানেশ

যুক্তফ্রন্টের ইসতেহারের গুরুত্বপূর্ণ দফা: 

রাষ্ট্রভাষা বাংলা

দফা নং ১

বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে।

অবৈতনিক প্রাথমিক শিক্ষা

দফা নং ৯

দেশের সর্বত্র অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন এবং শিক্ষকদের ন্যায্য বেতন ও ভাতার ব্যবস্থা।

বিচার বিভাগের স্বাধীনতা

দফা নং ১৫

বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা।


বাংলা একাডেমি প্রতিষ্ঠা

দফা নং ১৬

বর্ধমান হাউসের পরিবর্তে কম বিলাসের বাড়িতে যুক্তফ্রন্টের প্রধান মন্ত্রীর অবস্থান করা এবং বর্ধমান হাউসকে প্রথমে ছাত্রাবাস ও পরে বাংলা ভাষার গবেষণাগারে পরিণত করা।

শহিদ মিনার নির্মাণ

দফা নং ১৭

রাষ্ট্রভাষা আন্দোলনে শহিদদের স্মৃতিচিহ্নস্বরূপ ঘটনাস্থলে শহিদ মিনার নির্মাণ করা এবং শহিদদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া।

শহিদ দিবস

দফা নং ১৮

একুশে ফেব্রুয়ারিকে শহিদ দিবস এবং সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা।


পূর্ণ স্বায়ত্তশাসন

দফা নং ১৯

বলাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গের পূর্ণ স্বায়ত্তশাসন এবং দেশরক্ষা, পররাষ্ট্র ও মূদ্রা ব্যতীত সকল বিষয় পূর্ববঙ্গ সরকারের অধীনে আনয়ন, দেশরক্ষা ক্ষেত্রে স্থলবাহিনীর হেডকোয়ার্টার পশ্চিম পাকিস্তানে এবং নৌবাহিনীর হেডকোয়ার্টার পূর্ব পাকিস্তানে স্থাপন এবং পূর্ব পাকিস্তানে অস্ত্রনির্মাণ কারখানা স্থাপন ও আনসার বাহিনীকে সশস্ত্র বাহিনীতে পরিণত করা।

নির্বাচনের ফলাফল

যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা লাভ করে।

পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনমুসলিম আসনঅমুসলিম আসনমোট আসন
আসন২৩৭৭২৩০৯
যুক্তফ্রন্ট পায়২২৩১৩২২৩

যুক্তফ্রন্ট মন্ত্রিসভা

১৯৫৪ সালের ৩ এপ্রিল যুক্তফ্রন্ট ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে। মুখ্যমন্ত্রী হন শের-ই-বাংলা এ কে ফজলুল হক। অন্যান্য মন্ত্রী-

মন্ত্রণালয়মন্ত্রী
অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্রএ কে ফজলুল হক
বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকারআবু হোসেন সরকার
বেসামরিক সরবরাহ ও যোগাযোগ মন্ত্রীআশরাফ উদ্দিন আহমদ চৌধুরি
সৈয়দ আজিজুল হকশিক্ষা, বাণিজ্য, শ্রম ও শিল্প

পরবর্তীতে ১৫ মে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সর্বকনিষ্ট মন্ত্রী হিসবে কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পূর্ণাঙ্গ মন্ত্রিসভার উল্লেখযোগ্য মন্ত্রী-

মন্ত্রণালয়মন্ত্রী
স্বরাষ্ট্র ও সংস্থাপনএ কে ফজলুল হক
অর্থআবু হোসেন সরকার
বেসামরিক সরবরাহআতাউর রহমান খান
জনস্বাস্থ্যআবুল মনসুর আহমদ
বিচার ও আইনকফিল উদ্দিন আহমদ
কৃষি, সমবায় ও পল্লী উন্নয়নশেখ মুজিবর রহমান

রাজনৈতিক অস্থিরতা এবং ফজলুল হক মন্ত্রীসভা বাংলাকে স্বাধীন করবে এমন অজুহাতে ১৯৫৪ সালের ৩০ মে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করেন। ফজলুল হক মন্ত্রীসভা দ্বায়িত্বে ছিল মাত্র ৫৬ দিন যার মধ্যে পূর্নাঙ্গ মন্ত্রীসভা দ্বায়িত্বে ছিল মাত্র ১৫ দিন।

No comments