৫৪-এর নির্বাচন ও সরকার সম্পর্কে গুরুত্যপূর্ণ প্রশ্ন
যুক্তফ্রন্টের দলগুলো:
মূলত ৪ টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। যথা:
- আওয়ামী মুসলিম লীগ – হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা ভাসানী
- কৃষক শ্রমিক পার্টি – শের-ই-বাংলা এ কে ফজলুল হক
- নেজামে ইসলাম পার্টি – মওলানা আতাহার আলী
- বামপন্থী গনতন্ত্রী দল – হাজী মোহাম্মদ দানেশ
যুক্তফ্রন্টের ইসতেহারের গুরুত্বপূর্ণ দফা:
নির্বাচনের ফলাফল
যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা লাভ করে।
পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন | মুসলিম আসন | অমুসলিম আসন | মোট আসন |
---|---|---|---|
আসন | ২৩৭ | ৭২ | ৩০৯ |
যুক্তফ্রন্ট পায় | ২২৩ | ১৩ | ২২৩ |
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা
১৯৫৪ সালের ৩ এপ্রিল যুক্তফ্রন্ট ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে। মুখ্যমন্ত্রী হন শের-ই-বাংলা এ কে ফজলুল হক। অন্যান্য মন্ত্রী-
মন্ত্রণালয় | মন্ত্রী |
---|---|
অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র | এ কে ফজলুল হক |
বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার | আবু হোসেন সরকার |
বেসামরিক সরবরাহ ও যোগাযোগ মন্ত্রী | আশরাফ উদ্দিন আহমদ চৌধুরি |
সৈয়দ আজিজুল হক | শিক্ষা, বাণিজ্য, শ্রম ও শিল্প |
পরবর্তীতে ১৫ মে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সর্বকনিষ্ট মন্ত্রী হিসবে কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পূর্ণাঙ্গ মন্ত্রিসভার উল্লেখযোগ্য মন্ত্রী-
মন্ত্রণালয় | মন্ত্রী |
---|---|
স্বরাষ্ট্র ও সংস্থাপন | এ কে ফজলুল হক |
অর্থ | আবু হোসেন সরকার |
বেসামরিক সরবরাহ | আতাউর রহমান খান |
জনস্বাস্থ্য | আবুল মনসুর আহমদ |
বিচার ও আইন | কফিল উদ্দিন আহমদ |
কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন | শেখ মুজিবর রহমান |
রাজনৈতিক অস্থিরতা এবং ফজলুল হক মন্ত্রীসভা বাংলাকে স্বাধীন করবে এমন অজুহাতে ১৯৫৪ সালের ৩০ মে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করেন। ফজলুল হক মন্ত্রীসভা দ্বায়িত্বে ছিল মাত্র ৫৬ দিন যার মধ্যে পূর্নাঙ্গ মন্ত্রীসভা দ্বায়িত্বে ছিল মাত্র ১৫ দিন।
No comments