Breaking News

পদার্থ বিজ্ঞান

সাধারণ পদার্থ বিজ্ঞান কত প্রকার ও কি কি? উঃ দুই প্রকার, যথাঃ বলবিদ্যা ও বস্তুর বিদ্যা।
পদার্থবিজ্ঞানের প্রয়োজনীয় রাশি কয়টি ও কি কি? উঃ দুইটি যথাঃ বস্তু ও শক্তি।
কাজ করার সামর্থ্যকে কি বলে? উঃ শক্তি।
'জড় নিজের ভর ধ্বংস করে শক্তি উৎপাদন করে'- উক্তিটি কে করেছেন? উঃ বিজ্ঞানী আইনস্টাইন।
অনুর বৈশিষ্ট্য কয়টি ও কি কি? উঃ তিনটি, যথাঃ আন্তঃআণবিক দূরত্ব, আণবিক আকর্ষণ বল ও আণবিক গতি।
আসঞ্জন বল কি? উঃ বিভিন্ন পদার্থের অনুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল।
পদার্থের সাধারণ ধর্ম কয়টি? উঃ ১৪ টি।
মহাকর্ষ ও অভিকর্ষ সূত্র আবিষ্কার করেন কে? উঃ বিজ্ঞানী নিউটন।
পৃষ্ঠটান বা তলটান কোন পদার্থের বিশেষ ধর্ম? উঃ তরল পদার্থ।
দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন? উঃ গ্যালিলিও।
পদার্থের ধর্ম ও অনুর ধর্ম কেমন? উঃ অভিন্ন।
কোন ধর্মের জন্য দুটি পদার্থ একই জায়গা দখল করতে পারে না? উঃ অভেদ্যতা।
পরমাণুর ভর বলতে কি বুঝায়? উঃ নিউট্রন ও প্রোটনের মিলিত ভর।
E=mc2 সূত্রটি কে আবিষ্কার করেন? উঃ বিজ্ঞানী আইনস্টাইন।
মহাকর্ষ ও অভিকর্ষ বল কে আবিস্কার করেন? উঃ নিউটন।
মহাকর্ষীয় ধ্রুবক G এর মান কে নির্ণয় করেন? উঃ বিজ্ঞানী ক্যাভেন্ডিস।
মহাকর্ষীয় ধ্রুবক G এর মান কত? উঃ 6.67x10-11 m-3 kg Sec-2
অভিকর্ষজ ত্বরণ g এর মান ভূপৃষ্ঠে কত? উঃ 9.81 ms-2
পড়ন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করেন? উঃ গ্যালিলিও।
পড়ন্ত বস্তুর সূত্র সমূহ, কে প্রমাণ করেন? উঃ বিজ্ঞানী নিউটন।
বস্তুর ওজন কোথায় বেশি? উঃ মেরু অঞ্চলে।
পৃথিবীর আকর্ষণ বল ছাড়িয়ে যেতে বস্তুর প্রয়োজনীয় গতি কত? উঃ ৭ মাইল/সেকেন্ড।

No comments