Breaking News

পদার্থ বিজ্ঞান-গতিবিদ্যা

বলের একক কি? উঃ নিউটন।
একটি বস্তুর ভর 1 কিলোগ্রাম এবং 20 মিটার/সেকেন্ড হলে ভরবেগ কত উঃ ২০ কিলোগ্রাম-মিটার/সেকেন্ড।
একক সময়ে কোন বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বকে কি বলে? উঃ দ্রুতি।
একক সময়ে নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কে কি বলে? উঃ বেগ।
সময়ের সাথে বেগ বেগ বৃদ্ধির হারকে কি বলে? উঃ ত্বরণ।
সময়ের সাথে বেগের হ্রাসের হারকে কি বলে? উঃ মন্দন।
নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থান পরিবর্তনকে কি বলে? উঃ সরণ।
'বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক' -এটা নিউটনের কোন সূত্র? উঃ দ্বিতীয় সূত্র।
'প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে' - এটা নিউটনের কোন সূত্র? উঃ গতির তৃতীয় সূত্র।
অভিকর্ষ বস্তুর উপর কি ধরনের বল? উঃ নিম্নমুখী বল।
ভরের আন্তর্জাতিক একক কি? উঃ কিলোগ্রাম।
MKS পদ্ধতিতে বলের একক কি? উঃ নিউটন।
FPS পদ্ধতিতে বলের একক কি? উঃ পাউন্ডাল।
এম কে এস পদ্ধতিতে ভিত্তি কি? উঃ মিটার কিলোগ্রাম সেকেন্ড।
সিজিএস পদ্ধতির ভিত্তি কি? উঃ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড।
এফপিএস পদ্ধতির ভিত্তি কি? উঃ ফুট পাউন্ড সেকেন্ড।
নিউটন কি? উঃ বলের একক।
ত্বরণের একক কি? উঃ মিটার/সেকেন্ড২
কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে তাকে কি বলে? উঃ মাধ্যাকর্ষণ।
বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য কি? উঃ বেগ দিক রাশি এবং দ্রুতি আদিক রাশি।
যখন কোন বল কোন বস্তুতে গতির সঞ্চার করে তখন কি সৃষ্টি হয়? উঃ জুল।
নিউটন-মিটারকে কি বলে? উঃ জুল।
শক্তির একক কি? উঃ জুল।
'বিশ্বের সামগ্রিক শক্তি ভান্ডারে কোন তারতম্য ঘটে না' - এটিকে কি বলে? উঃ শক্তির নিত্যতা সূত্র।
কোন যন্ত্র প্রতি সেকেন্ডে যে কাজ করে তাকে কি বলে? উঃ ক্ষমতা।
কাজ করার হারকে কি বলে? উঃ ক্ষমতা।
কোন বস্তুতে প্রদত্ত সঞ্চিত শক্তিকে কি বলে? উঃ গতিশক্তি।

No comments