বাংলা সাহিত্যে ভাষাতত্ত্ব ও ভাষাতাত্ত্বিক গ্রন্থ সম্পর্কিত গুরুত্যপূর্ণ প্রশ্ন
গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতা কে? উঃ রাম মোহন রায়।
বাংলা ভাষার ব্যাকরণ রচনায় পথিকৃতের ভুমিকা কে পালন করেন? উঃ রাম মোহন রায়।
বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থ কে রচনা করেন? উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি? উঃ গৌড়ীয় ব্যাকরণ।
বাংলা বর্ণমালা নিয়ে প্রথম বিস্তারিত আলোচনা কে করেন? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
শব্দ তত্ত্বের রচয়িতা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক মতবাদের প্রধান প্রবক্তা কে? উঃ ড. সুনীতকুমার চট্টোপাধ্যায় ও ড. মুহম্মদ শহীদুল্লাহ।
ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে? উঃ মুহম্মদ আবদুল হাই।
ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কে রচনা করেন? উঃ ড. সুকুমার সেন।
কোন মনীষী একজন ভাষা বিজ্ঞানী ছিলেন? উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
সুনীতকুমার চট্রোপাধ্যায় রচিত গ্রন্থের নাম কি? উঃ Original Development Bengali Language (ODBL)
বহুভাষাবিদ পন্ডিত কে ছিলেন? উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
ড. এনামুল হক প্রধানত ছিলেন একজন? উঃ ভাষাতত্ত্ববিদ।
রামমোহন রায় এর ভাষাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ কি? উঃ গৌড়ীয় ব্যাকরণ।
শব্দতত্ত্ব ও বাংলা ভাষার পরিচয় কোন ভাষা বিজ্ঞনীর সৃষ্টি প্রবাহ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
ভাষা বিজ্ঞানী ড. মুহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থের নাম?
বাংলা ভাষার ব্যাকরণ রচনায় পথিকৃতের ভুমিকা কে পালন করেন? উঃ রাম মোহন রায়।
বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থ কে রচনা করেন? উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি? উঃ গৌড়ীয় ব্যাকরণ।
বাংলা বর্ণমালা নিয়ে প্রথম বিস্তারিত আলোচনা কে করেন? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
শব্দ তত্ত্বের রচয়িতা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক মতবাদের প্রধান প্রবক্তা কে? উঃ ড. সুনীতকুমার চট্টোপাধ্যায় ও ড. মুহম্মদ শহীদুল্লাহ।
ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে? উঃ মুহম্মদ আবদুল হাই।
ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কে রচনা করেন? উঃ ড. সুকুমার সেন।
কোন মনীষী একজন ভাষা বিজ্ঞানী ছিলেন? উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
সুনীতকুমার চট্রোপাধ্যায় রচিত গ্রন্থের নাম কি? উঃ Original Development Bengali Language (ODBL)
বহুভাষাবিদ পন্ডিত কে ছিলেন? উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
ড. এনামুল হক প্রধানত ছিলেন একজন? উঃ ভাষাতত্ত্ববিদ।
রামমোহন রায় এর ভাষাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ কি? উঃ গৌড়ীয় ব্যাকরণ।
শব্দতত্ত্ব ও বাংলা ভাষার পরিচয় কোন ভাষা বিজ্ঞনীর সৃষ্টি প্রবাহ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
ভাষা বিজ্ঞানী ড. মুহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থের নাম?
রামমোহন রায়---- গৌড়ীয় ব্যাকরন
আবুল কালাম মনজুর মোরশেদ---- আধুনিক ভাষা তত্ত্ব
আবুল কালাম মনজুর মোরশেদ---- আধুনিক ভাষা তত্ত্ব
মুহম্মদ দানীউল হক---- ১.ভাষাতত্ত্বের নানা প্রসঙ্গ ও ২. ভাষার কথা
ডঃ মুহম্মদ শহীদুল্লাহ---- ১.বাঙ্গালা ব্যাকরণ ও ২. বাংলা ভাষার ইতিবৃত্ত
হুমায়ুন আজাদ---- তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান
মনিরুজ্জামান----
ভাষাতত্ত্ব অনুশীলন
মুহম্মদ আব্দুল হাই---- ভাষা ও সাহিত্য, ধবনিবিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব
সুনীতকুমার চট্রোপাধ্যায়---- ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরন
শাজাহান মনির---- বাঙ্গালা ব্যাকরণ
ড. মুহম্মদ এনামুল হক---- ব্যাকরণ মঞ্জরী
জগদীশ চন্দ্র ঘোষ---- আধুনিক বাংলা ব্যাকরন
সুকুমার সেন---- ভাষার ইতিবৃত্ত
রবিন্দ্রনাথ ঠাকুর---- ১. শব্দতত্ত ও ২. বাংলা ভাষা পরিচয়
মুনীর চৌধুরী---- বাংলা গদ্য রীতি
জামিল চৌধুরী---- বানান ও উচ্চারণ
আজিজুল হক---- আধনিক ভাষা তত্ত্বের স্বরূপ ও প্রযুক্তি
নরেন বিশ্বাস---- বাংলা উচ্চারন অভিধান
ডঃ মোহাম্মদ আবুল কাইউম---- ১. অভিধান ও ২. পান্ডুলিপি পাঠ ও পাঠ সমালোচনা
মুরারী মোহন সেন---- ভাষার কথা
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী---- শব্দ কথা
Post Comment
No comments