Breaking News

দক্ষিন আমেরিকা মহাদেশঃ

ফকল্যান্ড দ্বীপ কোন মহাদেশে অবস্তিত? উঃদঃ আটলান্টিক মহাসাগরে
বৃটেন ও আর্জেন্টিনা এর মধ্যে বিরোধপুর্ন দ্বীপ কোনটি? উঃ মাল্ডিনাস।
দঃ আমেরিকার প্রথম রাষ্ট্র প্রধান এর নাম কি? উঃইসাবেলা পেরন (আর্জেন্টিনা)১৯৭৪ ।
পৃথিবীর বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ কোনটি? উঃ ইকুয়েডর।
দঃ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? উঃ ব্রাজিল।
বলিভিয়া কোথায় অবস্থিত? উঃদঃ আমেরিকার এ্যান্ডিস পর্বত মালার পাদদেশে ।
কোন দেশকে ইঙ্কা সভ্যতার ভিত্তি বলা হয়? উঃ পেরুকে।
দঃ আমেরিকার ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি? উঃ উরুগুয়ে।
পৃথিবীর বৃহত্তম দেশের মধ্যে ব্রাাজিলের অবস্থান কত? উঃ পঞ্চম ।
ব্রাজিল কবে আবিষ্কৃত হয়? উঃ ১৫০০।
কলাম্বাস কবে ভেনুজুয়েলা আবিষ্কার করেন? উঃ ১৪৯৮।
পৃথিবীর অন্যতম বক্সাইট দেশ কোনটি্? উঃসুরিনাম।
মধ্য আমেরিকার দেশ গুলোর মধ্যে কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই ? উঃ কোষ্টারিকা ।
নাউরু আয়তন কত ? উঃ ২০ কিলোমিটার ডিম্বাকৃতি।
নিউজিল্যান্ডের আদি বাসী কারা ? উঃ মাউরি।
শাইনিং পাথ কি? উঃপেরুর মার্কশবাদি গেরিলা দল ।
কবে মাওরি সর্বপ্রথম নিউজিল্যান্ডে আসে? উঃ ৯৫০ সালে।
কিউবা বলা হয় কোন দেশের অদিবাসীদেরকে? উঃনিউজিল্যান্ডের।
ফিজি কোথায় অবস্থিত? উঃ দক্ষিন পশ্চিম প্রশান্ত মহাসাগরে।
কোন দেশকে দক্ষিনের গ্রেট ব্রিটেন বলা হয়? উঃ নিউজিল্যান্ডকে।
ডেথ অব কেরাভেন কি? উঃ চিলির স্বৈর শাসক পিনোসের আমলে গণহত্যা।
ওশেনিয়া মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত? উঃ দক্ষিন গোলার্ধে।
ল্যাটিন আমেরিকার কোন দেশ ড্রাগ মাফিয়ার কবলে পতিত? উঃ কলম্বিয়া।

No comments