Breaking News

সাধারণ জ্ঞান ,বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং আজকের বিশ্ব




সাধারণ জ্ঞান ,বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং আজকের বিশ্ব
Image result for সাধারণ জ্ঞান ,বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং আজকের বিশ্ব



১.অপারেশন সার্চ লাইট যে সালে সংঘটিত হয়
---১৯৭১ সালে


২.যে দেশে দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা
---সিয়েরা লিওন
৩.আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা ছিলেন
---- আবু জাফর আল মনসুর
৪.জাতীয় সৃতিসৌধের স্থপতি হলেন
---সৈয়দ মাইনুল হোসেন
৫.রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের
সহায়তাকারী দেশ হলো
----রাশিয়া
৬.বর্তমান বাংলাদেশে সরকারের আয়ের
প্রধান উৎস
---মূল্য সংযোজন কর
৭.দি রিপাবলিক গ্রন্থের লেখক হলেন
---প্লেটো


৮.নিঝুম দ্বীপ যে জেলার অংশ
--নোয়াখালী
৯.ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়
---১ জুলাই ১৯২১
১০.রিখটার স্কেল যা পরিমাপে ব্যবহার করা হয়
--ভূমিকম্প
১১.বাংলাদেশ জাতীয় সংসদে মোট সদস্য সংখ্যা
---৩৫০
১২.ফিফা বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে
---কাতার
১৩.বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ
অবদানের জন্য সর্বোচ্চ খেতাব
----বীরশ্রেষ্ঠ
১৪.বাংলাদেশে জরুরি সেবা নম্বর হলো
--৯৯৯
১৫.জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম
----অ্যান্টোনিও গুতারেস
১৬.বাংলাদেশের প্রথম স্যাটেলাইট হলো
---- প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
১৭.ATM পূর্ণরূপ হলো
---Automated Teller Machine
১৮.সম্প্রতি সে সংস্থাটি জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭
মার্চের ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য


ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে
---ইউনেস্কো
১৯.লালন শাহ ছিলেন একজন
---মরমী কবি
২০.বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত
--১০:৬
২১.কম্পিউটারের স্থায়ী মেমরি হলো
---রম
২২.বৌদ্ধসভ্যতার নির্দশন বিদ্যমান রয়েছে
----পাহাড়পুর
২৩.এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশের
অন্তর্ভুক্ত দেশ
--তুরস্ক
২৪.অর্থশাস্ত্রের জনক কে
---কৌটিল্য।
২৫.হিউয়েন সাঙ ছিলেন একজন
--- পরিব্রাজক
২৬.বাংলাদেশে ৩ নভেম্বর যে দিবস হিসাবে পালিত হয়
---জেল হত্যা দিবস


২৭.বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী মূলত যে গ্যাস
----কার্বন ডাই অক্সাইড
২৮.সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ জাতিসংঘে যোগদান করে
--১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
২৯.বাংলাদেশর জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন
-রাষ্ট্রপতি
৩০.মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র
-স্টপ জেনোসাইড
৩১.মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠীর উদাহরণ হলো
-গারো
৩২.৬ দফা দাবি উত্থাপিত হয়
----লাহোরে
৩৩.বখতিয়ার খলজি বাংলা জয় করেন
---১২০৪ সালে ।
৩৪.বিজিবি যে দেশের সীমান্তরক্ষী বাহিনী
--বাংলাদেশ
৩৫.স্টিফেন হকিং একজন


----পদার্থবিজ্ঞানী
৩৬.বর্তমান সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা
---৮ টি
৩৭.২০১৮ সালের সার্ফ অনুর্ধ-১৮ নারী চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল
-বাংলাদেশ
৩৮.২০১৮ তে শান্তিতে নোবেল বিজয়ী হয়েছেন
--নাদিয়া মুরাদ
৩৯.একটি রাস্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করেন
---রাষ্ট্রপতি
৪০.ঐতিহাসিক রোজ গার্ডেন স্থাপনা যে
রাজনৈতিক দলের গঠনের সাথে যুক্ত
---আওয়ামী লীগ
৪১.ভারতের শেষ মোঘল সম্রাট ছিলেন
---বাহাদুর শাহ্ জাফর
৪২.বিষন্নতা একটি
----মানসিক রোগ
৪৩.১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে বাংলা
সনের তারিখ
-- ১৩৫৯ সালের ৮ ফাল্গুন


৪৪.তিতলি হচ্ছে একটি
----ঘূর্ণিঝড়
৪৫.বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৪৬.ইনপুট ডিভাইস নয় নিচের কোনটি
-প্রিন্টার
৪৭.ওয়েব ব্রাউজারের দৃষ্টান্ত হলো
----ক্রোম
৪৮.বাংলাদেশের যে সংগঠন ২০১৫ সালের টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনির জন্য নির্বাচিত হয়েছে
----ছায়ানট
৪৯.পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হলো
--বাংলাদেশ
৫০.ফরায়জী আন্দোলনের নেতা
--হাজী শরীয়তুল্লাহ



No comments