Breaking News

সাধারণ জ্ঞান ,বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং আজকের বিশ্ব



সাধারণ জ্ঞান বাংলা সাহিত্যি



 Related image

১। রবীন্দ্রনাথের কাব্যে গতিতত্ত্বের প্রকাশ পেয়েছে ?

= 'বলাকা । এটি মূলত ফরাসি দার্শনিক বার্গাসের তত্ত্ব প্রয়োগে রচিত ।
২। গীতাঞ্জলি' কাব্যটি প্রথম ইতালির ভাষায় অনুবাদ করেন কে?
= ফাদার মারিনো রিগান। ( ইংরেজিতে করেন রবি ঠাকুর নিজেই )
৩। চর্যাপদে কয়জন মহিলা কবি রয়েছে.?
= ১জন । কুক্কুরীপা-রচিত পদের ভাষায় নারীসুলভ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় বলে ডঃ সুকুমার সেন কুক্কুরীপা-কে চর্যাপদের একমাত্র মহিলা কবি মনে করেন।


৪। "স্বাধীনতা আমার স্বাধীনতা"গল্পের লেখক কে?
=মমতাজউদদীন আহমদ
৫। রাইচরণ রবীন্দ্রনাথের কোনগল্পের চরিত্র ?
= খোকাবাবুর প্রত্যাবর্তন
৬। পতঙ্গ পিঞ্জর' গ্রন্থটির রচিতা কে?


=শওকত ওসমান
৭। নন্দিত নরকে কার উপন্যাস ?
হুমায়ুন আহমেদ
৮। বাঙ্গালীর ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে
নীহার রঞ্জন রায়


৯। বিষবৃক্ষ উপন্যাসটির রচয়িতা কে?
= বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
১০ । বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?
= শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
১১। চর্যার সবচেয়ে বেশী পদ কে রচনা করেছেন ?
=কাহ্নপা-১৩ টি।
১২। চর্যাপদ কোন সময়ে রচিত হয় ?


=সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে।
১৩। কৃত্রিম ভাষা ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের/ শ্রেষ্ঠ কবি নাম কী?
=বিদ্যাপতি এবং জয়দেব।
১৪। আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত কিসের মাধ্যমে?
=টপ্পাগান।
১৫। ‘গাজিকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য?
=পুঁথি সাহিত্য।


১৬। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন কে?
=মুনি ব্রহ্মবান্ধব উপাধ্যায়
১৭। 'চতুর্দশপদী কবিতাবলী ' কার রচনা?
=মাইকেল মধূসূদন দত্ত
১৮। কাজী নজরুল ইসলামের মোট নিষিদ্ধ গ্রন্থ কয়টি?
- ৫টি। গ্রন্থগুলো হলো: বিষের বাঁশি (১৯২৪) ভাঙ্গার গান (১৯২৪) প্রলয় শিখা,চন্দ্রবিন্দু. যুগবাণী
১৯। একই নামের দ্বন্দ্ব সৃষ্টকারী কিছু বাংলা সাহিত্যকর্ম


*************************************************
মানুষ ( কবিতা) : কাজী নজরুল ইসলাম
মানুষ ( কবিতা) : নির্মলেন্দু গুন
মানুষ ( নাটক) : মুনীর চৌধুরী
.
কাব্যমালঞ্চ ( কাব্যসংকলন) : আব্দুল কাদির
কাব্যমালঞ্চ ( কাব্যগ্রন্থ) : যতীন্দ্রমোহন বাগচী


.
মানচিত্র ( নাটক) : আনিস চৌধুরী
মানচিত্র ( কাব্যগ্রন্থ) : আলাউদ্দিন আল আজাদ
.
ফেরারী ( গল্প) : আখতারুজ্জামান ইলিয়াস
ফেরারী ( কবিতা) : দিলারা হাসেম
.
পোস্টমাস্টার ( ছোটগল্প) : রবীন্দ্রনাথ ঠাকুর


পোস্টমাস্টার ( ছোটগল্প) : প্রভাতকুমার মুখোপাধ্যায়
.
পদ্মাবতী ( কাব্য) : আলাওল
পদ্মাবতী ( নাটক) : মাইকেল মধুসূদন দত্ত
পদ্মাবতী ( সমালোচনামূলক গ্রন্থ) : সৈয়দ আলী আহসান
.
কাঞ্চনমালা ( উপন্যাস) : হরপ্রসাদ শাস্ত্রী
কাঞ্চনমালা ( উপন্যাস) : শামসুদ্দীন আবুল কালাম


.
রেখাচিত্র ( গল্পগ্রন্থ) : বুদ্ধদেব বসু
রেখাচিত্র ( আত্মজীবনী) : আবুল ফজল
.
কবি ( উপন্যাস) : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
কবি ( উপন্যাস) : হুমায়ুন আহমেদ
.
জননী ( উপন্যাস) : মানিক বন্দ্যোপাধ্যায়
জননী ( উপন্যাস) : শওকত ওসমান


.
অভিযাত্রিক (কাব্য) : সুফিয়া কামাল
অভিযাত্রিক ( উপন্যাস) : বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়
.
মধুমালা ( নাটক) : কাজী নজরুল ইসলাম
মধুমালা ( নাটক) : জসীম উদ্দিন
.
বনি আদম ( কাব্যগ্রন্থ) : গোলাম মোস্তফা


বনি আদম ( উপন্যাস) : শওকত ওসমান
.
ষোড়শী ( নাটক) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ষোড়শী ( ছোটগল্প) : প্রভাতকুমার মুখোপাধ্যায়
.
সাত ভাই চম্পা ( কাব্যগ্রন্থ) : বিষ্ণু দে
সাত ভাই চম্পা ( কাব্যগ্রন্থ) : আশরাফ সিদ্দিকী
সাত ভাই চম্পা ( শিশুতোষ কবিতা) : কাজী নজরুল ইসলাম


.
সাজাহান ( কবিতা) : রবীন্দ্রনাথ ঠাকুর
সাজাহান ( নাটক) : ডি.এল.রায়
.
দেনাপাওনা ( ছোটগল্প) : রবীন্দ্রনাথ ঠাকুর
দেনাপাওনা ( উপন্যাস) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
.
নিরুদ্দেশ যাত্রা ( কবিতা) : রবীন্দ্রনাথ ঠাকুর
নিরুদ্দেশ যাত্রা ( কবিতা) : শহীদ কাদরী


.
কবর ( নাটক) : মুনীর চৌধুরী
কবর (কবিতা) : জসীমউদ্দিন
.
রজনী (উপন্যাস) : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রজনী ( উপন্যাস) : হুমায়ুন আহমেদ


.
যাত্রা ( উপন্যাস) : শওকত আলী
যাত্রা ( প্রবন্ধ) : সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়



No comments