কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বরও ডিসেম্বর ২০১৮
♠ বাংলাদেশে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (MNP) চালু হয়- ১ অক্টোবর
২০১৮ ( ৭২তম দেশ হিসেবে)
♠ বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম- নগদ
♠ ‘বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৮ পাস হয় - ২১ অক্টোবর ২০১৮
♠ ওজন ও পরিমাপ মানদণ্ড বিল, ২০১৮' পাস হয়- ২৩ অক্টোবর ২০১৮
♠ বাংলাদেশ শিশু একাডেমি বিল, ২০১৮ পাস হয়- ২৪ অক্টোবর ২০১৮
♠ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা- ১৬.৬৪
কোটি♠ বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম- নগদ
♠ ‘বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৮ পাস হয় - ২১ অক্টোবর ২০১৮
♠ ওজন ও পরিমাপ মানদণ্ড বিল, ২০১৮' পাস হয়- ২৩ অক্টোবর ২০১৮
♠ বাংলাদেশ শিশু একাডেমি বিল, ২০১৮ পাস হয়- ২৪ অক্টোবর ২০১৮
♠ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮ অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশ-
৮ম
♠ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার- ১.১%
♠ ২০১৮ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশ- ১০৩তম
♠ বিশ্বব্যাংকের ২০১৮ সালের মানবসম্পদ সূচকে বাংলাদেশ- ১০৬তম
♠ বৈষম্য হ্রাস প্রতিশ্রুতি সূচকে বাংলাদেশ- ১৪৮ তম
♠ বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান IFC'র বিনিয়োগে- ৯ম ( ১২০কোটি)
♠ FAO আউটলুক ২০১৮ অনুযায়ী গম আমদানিতে বাংলাদেশের অবস্থান- পঞ্চম
♠ বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেলের নাম- ডা. সুসানে গীতি।
♠ বিদ্যুতের প্রথম স্মার্ট প্রিপেইড মিটার কারখানা স্থাপন করা হচ্ছে- খুলনায়
♠ বিদ্যুতের প্রথম স্মার্ট প্রিপেইড মিটার কারখানা স্থাপন করা হচ্ছে- খুলনায়
♠ ২৪ অক্টোবর ২০১৮ ভারতের মেঘালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের (USTM) বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডি-লিট লাভ করেন-
বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের (UGC) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
♠ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট উদ্বোধন করা
হয়- ২৪ অক্টোবর ২০১৮।
♠ ভাস্কর্য ‘অনুপ্রেরণা ১৯’ অবস্থিত- গাজীপুর ( ভাস্কর মুহম্মদ
আরিফুজ্জামান নূরনবী)
♠ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (BRRI) উদ্ভাবিত নতুন দুটি ধানের জাত- ব্রি-৮৮ ও ব্রি-৮৯।
♠ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (BRRI) উদ্ভাবিত নতুন দুটি ধানের জাত- ব্রি-৮৮ ও ব্রি-৮৯।
♠ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (BLRI) উদ্ভাবিত নতুন দেশি মুরগির জাতের নাম- মাল্টি কালার টেবিল চিকেন (MCTC)।
♠ দেশের প্রথম সয়েল আর্কাইভ অবস্থিত- খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি)।
♠ প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করা হয়- ৪ অক্টোবর ২০১৮।
♠ দীর্ঘ ২৭ বছর পর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (BSC) বহরে যুক্ত হওয়া জাহাজের নাম- বাংলার জয়যাত্রা।
♠ প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করা হয়- ৪ অক্টোবর ২০১৮।
♠ দীর্ঘ ২৭ বছর পর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (BSC) বহরে যুক্ত হওয়া জাহাজের নাম- বাংলার জয়যাত্রা।
♠ বাংলাদেশ শিপিং কর্পোরেশনে (BSC) বর্তমানে জাহাজের সংখ্যা- ৩টি
♠ মোবাইল অপারেটর গ্রামীণফোনের নতুন নম্বর সিরিজ- ০১৩।
♠ জাতীয় পরিবেশনীতি ২০১৮-তে অন্তর্ভুক্ত খাত- ২৪টি ( আগে ছিল ১৫টি; নতুন যুক্ত খাত ৯টি)
♠ দেশের সবচেয়ে ছোট গ্রাম- শ্রীমুখ; বিশ্বনাথ, সিলেট ( গ্রামের
জনসংখ্যা মোট ৫ জন)
♠ তিনটি অর্থনৈতিক অঞ্চল মিলে গঠিত দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক বলয়ের
নাম- বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর♠ ২৫ অক্টোবর ২০১৮ ঘোষিত ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান- ১৯৪তম।
♠ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসে- ১৭ অক্টোবর ২০১৮
♠ পদ্মাসেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্প উদ্ভোধন- ১৪ অক্টোবর ২০১৮
♠ বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার রায় প্রধান- ১০ অক্টোবর ২০১৮
♠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১ তম সমাবর্তন অনুষ্ঠিত- ৬ অক্টোবর ২০১৮
♠ দেশে সব ধরনের এনার্জি ড্রিংকসের আমদানি নিষিদ্ধ করে- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ- BPSA ( ৪ অক্টোবর ২০১৮)
♠ বর্তমানে ইলিশ পাওয়া যায় দেশের- ১২৫টি উপজেলার নদ-নদীতে ( সূত্রঃ মৎস্য গবেষণা ইন্সটিটিউট)
♠ ঢাকার পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত - আর্ল রবার্ট মিলার ( ১৬তম রাষ্ট্রদূত, ১ম রাষ্ট্রদূত -ডেভিস ইউজিন বোস্টার)
♠ বর্তমানে আপিল বিভাগের নতুন ৩জন বিচারপতি হলেন- বিচারপতি জিনাত আরা ( ২য় নারী, ১ম নারী বিচারপতি- নাজমুন আরা সুলতানা), বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি মোঃ নুরুজ্জামান ( নিয়োগ- ৮ অক্টোবর এবং শপথ গ্রহণ- ৯ অক্টোবর)
♠ "হাসিনা আকাইক ও আসাতি ( বাংলায়- শেখ হাসিনাঃ উপাখ্যান ও বাস্তবতা) বইটির রচয়িতা- মিশরীয় লেখক, সাংবাদিক,গবেষক মুহসিন আল আরিশি ( শেখ হাসিনাকে নিয়ে বিদেশী কোনো লেখকের রচিত এটাই ১ম বই)
♠ স্প্যানিশ ভাষায় " অসমাপ্ত আত্মজীবনী " বইটির অনুবাদক- বেঞ্জামিন ক্লার্ক ( এ পর্যন্ত ৮টি ভাষায় অনুদিত হয়)
♠ বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের হিন্দি ভাষার অনুবাদক- প্রেম কাপুর
♠ শেখ হাসিনার জীবন গল্প নিয়ে নির্মিত তথ্য ও প্রামাণ্যচিত্রের নাম- ডকু ড্রামা ( পরিচালক- রেজাউর রহমান খান পিপলু)
♠ "মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮" নির্বাচিত হন- জান্নাতুল ফেরদৌস ঐশী
♠ Nations Brands প্রতিবেদন অনুযায়ী ব্যান্ড ইমেজে বাংলাদেশ- ৩৯তম
♠ পাট থেকে পলিথিন তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন- BGMC এর প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমেদ খান ( ব্যাগের নাম- সোনালী ব্যাগ)
♠ গবাদিপশুর ক্ষুরারোগ প্রতিরোধে উদ্ভাবিত নতুন টিকা- ভ্যাসকিন- ট্রাইভ্যালেন্ট টিকা
♠ ক্ষুরারোগের নতুন টিকা উদ্ভাবন করেন- ঢাবির অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৭ জনের গবেষক দল
♠ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ- জেমি ডে, যুক্তরাজ্য
♠ ওয়ানডে ক্রিকেটে ১ম বাংলাদেশী হিসেবে একই ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ের উদ্ভোধন করেন- মেহেদী হাসান মিরাজ ( ২৮ সেপ্টেম্বর ২০১৮)
♠ অনুর্ধব-১৮ নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন - বাংলাদেশ ( আনার্সআপ নেপাল)
♠ মেয়েদের টি২০ ক্রিকেট র্যাংকিংয়ে বাংলাদেশ - ৯ম
♠ বর্তমানে বাংলাদেশের কর্মীরা যাচ্ছে বিশ্বের – ১৬৫ টি দেশে
♠ যুক্তরাজ্য বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন – সাঈদা মুনা তাসনিম
♠ বর্তমানে দেশে ভোটারের সংখ্যা- ১০,৪১,৯০,৪৮০ জন
♠ সর্বাধিক ভোটার- ঢাকা-১৯ আসনে ( ৭,৪৭,৩০১ জন)
♠ সর্বনিম্ন ভোটার- ঝালকাঠী-১ আসনে ( ১,৭৮,৭৮৫ জন)
♠ সর্বমোট ভোট কেন্দ্র - ৪০,৬৫৭টি
♠ বর্তমানে দেশে মাদকসেবীর সংখ্যা- ৩৭,১৬,৬৯৮ জন
♠ মাদকসেবীর মধ্যে- পুরুষ ৪.৮% এবং নারী ০.৬%
♠ বিভাগ অনুযায়ী মাদক ব্যবহারকারীর শীর্ষে- ঢাকা ( ৩৬.৮%)
♠ পেশা অনুযায়ী মাদক ব্যবহারকারীর শীর্ষে- শ্রমিক ( ৬.৭%)
♠ মাদক ব্যবহারকারীর মধ্যে বিভাগ অনুযায়ী অ্যালকোহল গ্রহণকারীর শীর্ষে- চট্টগ্রাম (৬০%)
♠ বাংলাদেশে বর্তমানে নি্বন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা – ১৯৩ টি
♠ বর্তমান সরকারের ১৪ দলের মধ্যে অনিবন্ধিত দলের সংখ্যা – ৬টি
♠ ২০ দলীয় জোটের অনিবন্ধিত দলের সংখ্যা – ১১ টি
♠ বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা- ৩৯টি
আন্তর্জাতিক অংশ
♠ ইথিওপিয়ার প্রথম ও বর্তমান আফ্রিকার একমাত্র নারী
প্রেসিডেন্ট - সাহলে-ওয়র্ক জিউদা ( ২৫ অক্টোবর ২০১৮)
♠ ইথিওপিয়ার ১ম হিজাবী মন্ত্রী- আয়েশা মোহাম্মদ
♠ ভুটানের নতুন প্রধানমন্ত্রী- লোটে শেরিং ( তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজের MBBS ২৮তম ব্যাচের ছাত্র ছিলেন)
♠ ইরাকের নতুন প্রেসিডেন্ট- বারহাম সালিহ ( ২ অক্টোবর ২০১৮)
♠ ইরাকের নতুন প্রধানমন্ত্রী - আদেল আবদুল মাহদি ( ২৫ অক্টোবর
২০১৮)♠ ইথিওপিয়ার ১ম হিজাবী মন্ত্রী- আয়েশা মোহাম্মদ
♠ ভুটানের নতুন প্রধানমন্ত্রী- লোটে শেরিং ( তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজের MBBS ২৮তম ব্যাচের ছাত্র ছিলেন)
♠ ইরাকের নতুন প্রেসিডেন্ট- বারহাম সালিহ ( ২ অক্টোবর ২০১৮)
♠ শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী - মাহিন্দা রাজাপাকসেকে ( ২৬ অক্টোবর ২০১৮)
♠ ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট - জাইর বোলসোনারো
♠ বর্তমান বিশ্বে সর্বকনিষ্ঠ সরকার প্রধান- অস্ট্রিয়ার প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কুর্জ
♠ থাইল্যান্ডের বর্তমান সেনা প্রধান- জেনারেল অপিরাত কংসম্পং ( ১ অক্টোবর ২০১৮)
♠ বিশ্বব্যাংকের নতুন প্রধান অর্থনীতিবিদ- পেনেলোপি কোজিয়ানাও গোল্ডবাথ
♠ IMF এর বর্তমান প্রধান অর্থনীতিবিদ- গীতা গোপিনাথ ( ১ম নারী প্রধান অর্থনীতিবিদ)
♠ বিশ্বের বৃহত্তম বিমানবন্দর " Istanbul New Airport" উদ্ভোধন করা হয়- ২৯ অক্টোবর ২০১৮, ইস্তানবুল
♠ ভারতের নতুন ক্ষেপণাস্ত্রের নাম- NASAMS-2
♠ অত্যাধুনিক হাইপারসনিক বিমান তৈরি করছে- চীন ( Starry Sky-2)
♠ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু এখন - চীনে
♠ ২৩ অক্টোবর ২০১৮ উদ্ভোধন হওয়া বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম- হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু ( দৈর্ঘ্য- ৫৫ কিলোমিটার/ ৩৪ মাইল)
♠ বর্তমান বিশ্বের দীর্ঘতম সেতু- দানইয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ, চীন ( ১৬৪.৮ কিমি)
♠ দীর্ঘতম সড়কসেতু- বাংনা এক্সপ্রেসওয়ে, থাইল্যান্ড ( ৫৪কিমি)
♠ যুক্তরাষ্ট্রের ২০তম রাজ্য হিসেবে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করে- ওয়াশিংটন
♠ ৩০ সেপ্টেম্বর ২০১৮ দেশের নাম বদলে গণভােট অনুষ্ঠিত হয়-
মেসিডোনিয়া
♠ আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার (IRENA) বর্তমান সদস্য দেশ- ১৫৯টি
♠ ৪ অক্টোবর ২০১৮ কোন দেশ IRENA'র ১৫৯তম সদস্যপদ লাভ করে-
তুর্কমেনিস্তান
♠ ২৪তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP 24) কবে
অনুষ্ঠিত হবে- ৩-১৪ ডিসেম্বর ২০১৮
♠ ২৪তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP 24) কোথায় অনুষ্ঠিত হবে- কেটুইয়েস, পোল্যান্ড
♠ পঞ্চম BIMSTEC সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে- শ্রীলংকা
♠ গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ- চীন
♠ ২০১৮ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
♠ ২০১৮ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে
সর্বনিম্ন দেশ- শাদ
♠ বিশ্বব্যাংকের ২০১৮ সালের মানবসম্পদ সূচকে শীর্ষ দেশ-
সিঙ্গাপুর
♠ বিশ্বব্যাংকের ২০১৮ সালের মানবসম্পদ সূচকে সর্বনিম্ন দেশ-
শাদ
♠ FAO আউটলুক ২০১৮ অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ দেশ- চীন
♠ FAO আউটলুক ২০১৮ অনুযায়ী গম রপ্তানিতে শীর্ষ দেশ- রাশিয়া
♠ FAO আউটলুক ২০১৮ অনুযায়ী গম আমদানিতে শীর্ষ দেশ- মিসর
♠ FAO আউটলুক ২০১৮ অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ দেশ- চীন
♠ FAO আউটলুক ২০১৮ অনুযায়ী চাল রপ্তানিতে শীর্ষ দেশ- ভারত
♠ FAO আউটলুক ২০১৮ অনুযায়ী ভুট্টা রপ্তানিতে শীর্ষ দেশ-
যুক্তরাষ্ট্র
♠ No Spin আত্মজীবনীর রচয়িতা- শেন ওয়ার্ন
♠ USMCA 'র পূর্ণরূপ- United States-Mexico-Canada Agreement.
♠ ৪ অক্টোবর ২০১৮ অং সান সুচি'র সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করে- কানাডা
♠ ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ- মেক্সিকো
♠ জলবায়ু পরিবর্তন বিষয়ক অর্থনীতির জনক (Father of Climate Change Economic) বলা হয়- অধ্যাপক উইলিয়াম নর্ডহাস (যুক্তরাষ্ট্র)।
♠ S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা- রাশিয়ার
♠ " Five Eyes " হলো- পাঁচটি দেশের গোয়েন্দা সংস্থা
নিয়ে গঠিত বিশ্বের শীর্ষ গোয়েন্দা নেটওয়ার্ক ( দেশগুলো অস্ট্রেলিয়া, কানাডা,
নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)
♠ বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে গাঁজা বিক্রি ও ব্যবহারের আইনগত
অনুমোদন দেয়- কানাডা ( প্রথম দেশ হিসেবে উরুগুয়ে ২০১৩ সালে গাজার ব্যবহার
আইনগতভাবে অনুমোদন দেয়)
♠ বিশ্বে প্রথম মোবাইল নম্বর পোর্টেবিলিটি (MINP) চালু হয়- ১ এপ্রিল ১৯৯৭; সিঙ্গাপুর
♠ বিশ্বে প্রথম মোবাইল নম্বর পোর্টেবিলিটি (MINP) চালু হয়- ১ এপ্রিল ১৯৯৭; সিঙ্গাপুর
♠ ২৫ অক্টোবর ২০১৮ ঘোষিত ফিফা র্যাংকিংয়ে শীর্ষ দেশ- বেলজিয়াম।
♠ ২০১৮ সালের দ্বাদশ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়- মালদ্বীপ
♠ সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার কথা স্বীকার করে- সৌদি আরব ( ২৬ অক্টোবর ২০১৮)
♠ তুরস্কের ইস্তান্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যাকান্ডের স্বীকার হন- সৌদি সাংবাদিক জামাল খাসোগি ( ২ অক্টোবর ২০১৮)
♠ ভারতজুড়ে যৌন হয়রানির বিরোদ্ধে নারীদের ভার্চুয়াল আন্দোলন "হ্যাশ মি টু" ঝড়ের কবলে পড়ে পদত্যাগ করেন- ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর ( ১৭ অক্টোবর ২০১৮)
♠ ২য় বিশ্বযুদ্ধের পর দেশের বাইরে ১ম কোনো যৌথ সামরিক মহড়ায়
অংশ নেয়- জাপানের সেনাবাহিনী ( ৬অক্টোবর ২০১৮)♠ সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার কথা স্বীকার করে- সৌদি আরব ( ২৬ অক্টোবর ২০১৮)
♠ তুরস্কের ইস্তান্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যাকান্ডের স্বীকার হন- সৌদি সাংবাদিক জামাল খাসোগি ( ২ অক্টোবর ২০১৮)
♠ ভারতজুড়ে যৌন হয়রানির বিরোদ্ধে নারীদের ভার্চুয়াল আন্দোলন "হ্যাশ মি টু" ঝড়ের কবলে পড়ে পদত্যাগ করেন- ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর ( ১৭ অক্টোবর ২০১৮)
♠ দুর্নীতির অভিযোগে ১৫ বছরের কারাদন্ড হয়- দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিমিয়াং বাককে ( ৫অক্টোবর ২০১৮)
♠ সিরিয়াকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করে- রাশিয়া ( ১অক্টোবর ২০১৮)
♠ ১৬ অক্টোবর ২০১৮ সালে প্রকাশিত হওয়া "Big Answers to the Big Questions" বইটির রচয়িতা- স্টিফেন হকিং ( প্রকাশক- জন মুরে)
♠ চাঁদে পা রাখা ১ম মানব নীল আর্মস্ট্রংয়ের জীবনী ও চন্দ্র বিজয়ের উপাখ্যান নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম- FIRST MAN
♠"মিস রাশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল ২০১৮" এর মুকুটজয়ী- ফিলিপাইনের শরিফা আকিল ( ৫০ বছরের মধ্যে এবারই ১ম কোনো মুসলিম নারী এটি জয় করে)
♠ Nations Brands প্রতিবেদন অনুযায়ী ব্যান্ড ইমেজে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
♠ বর্তমান বিশ্বে সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তি- রিসেপ তায়েপ এরদোগান ( ২য়- সৌদি বাদশাহ, ৩য়- জর্ডানের বাদশাহ)
♠ বিশ্বের সবচেয়ে বড় সমুদতলের রেস্তোরাঁ "আন্ডার" তৈরি হচ্ছে- নরওয়ে ( ইউরোপের ১ম এ রেস্তোরাঁ পানির নিচে ১৬.৫ ফুট)
♠ আত্মহত্যা প্রতিরোধে বিশ্বে ১ম মন্ত্রী- যুক্তরাজ্যের জ্যাকি ডোয়েল প্রাইস
♠ মার্কিন সেনাবাহিনীর ইতিহাসে ১ম কোনো নারী কমান্ডিং জেনারেল হতে যাচ্ছে- লেফটেন্যান্ট জেনারেল লরা জে রিচার্ডসন
♠ বিশ্বের সবচেয়ে বৃহত্তম পাখি- ব্রিটেনের " টাইটান" পাখি ( ১০ফুট উচ্চতা)
♠ বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইট চালু হয়- সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক ( ১১ অক্টোবর ২০১৮)
♠ সুই সুতোর বুননে বিশ্বের ১ম হাতে সেলাই করা কুরআনের পান্ডুলিপি সম্পূর্ণ করেছেন- পাকিস্তানী নারী নাসিম আকতার ( এটি মসজিদে নববীর কুরআন সংরক্ষণ মিউজিয়ামে রাখা হয়)
♠ বিশ্বের ১ম আন্ডারগ্রাউন্ড হোটেল তৈরি হয়েছে- চীনে
♠ সম্প্রতি ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে- ইন্দোনেশিয়ায় ( ২৮সেপ্টেম্বর ২০১৮)
♠ প্রায় ৪০বছর পর সম্প্রতি ভারতের একই অংশে একই সাথে আঘাত হানে দুটি সাইক্লোন- তিতলি ও লুবান ( ১১অক্টোবর ২০১৮)
♠ সম্প্রতি চার মাত্রার হারিকেন "মাইকেল" আঘাত হানে- যুক্তরাষ্টের ফ্লোরিডায় ( ১০অক্টোবর ২০১৮)
♠ সম্প্রতি তিন মাত্রার হারিকেন "উইলা" আঘাত হানে- মেক্সিকোতে ( ২৩অক্টোবর ২০১৮)
♠ "Forbes" র তথ্যমতে ২০১৮ সালে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি- সি চিন পিং ( চীন)
♠ বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ- সুইডেন
♠ সম্প্রতি ICC থেকে বের হয়ে আসার ঘোষণা দেয়- ফিলিপাইন
♠ ২০১৯ সালে ১১তম BRICS সম্মেলন হবে- ব্রাজিলে
♠ বিশ্বের পরবর্তী মরণব্যাধি- এমজি ( মাইক্রোপ্লাজমা জেনিটালিয়াম)
♠ মেয়েদের টি২০ ক্রিকেট র্যাংকিংয়ে শীর্ষে- অস্ট্রেলিয়া
♠ যুক্তরাষ্টের বিখ্যাত টাইম সাময়িকী প্রচ্ছদ প্রতিবেদনে "পরবর্তী প্রজন্মের নেতাঃফুটবলের ভবিষ্যৎ" বলা হয়- এমবাপ্পে কে
♠ ২০১৮ সালের ১৪তম এশিয়াকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন - ভারত ( আনার্সআপ- বাংলাদেশ)
♠ অনুর্ধব-১৯ এশিয়াকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন - ভারত ( আনার্সআপ- শ্রীলংকা)
♠ ২০১৮ সালে গোল্ডকাপ ফুটবল চ্যাম্পিয়ন- ফিলিস্তিন ( আনার্সআপ- তাজিকিস্তান)
♠ নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ৬ষ্ঠ আসর হবে- ৯-২৪ নভেম্বর ২০১৮, ওয়েস্ট ইন্ডিজে
♠ UNCTAD'র প্রতিবেদন অনুযায়ী জাহাজ ভাঙা শিল্পে শীর্ষ দেশ- ভারত (৬৩২৩টি)
♠ সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি জাহাজের মালিক- চীন
♠ কনটেইনার পরিবহনকারী জাহাজের মালিকানায় শীর্ষে- জার্মানি
♠ বসবাস ও কাজের জন্য বিশ্বের সেরা দেশ- সিঙ্গাপুর
♠ আয়ের দিক দিয়ে সেরা দেশ- সুইজারল্যান্ড ( দেশটিতে কর্মীদের মাসিক গড় আয়- ২১,০০০ মা.ড)
♠ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করা হয় – ২৬ অক্টোবর ২০১৮
♠ ২০১৮ সালে জাতিসংঘের মানবাধিকার পুরস্কার পেয়েছেন- আসমা
জাহাঙ্গীর ( পাকিস্তান), রেবেকা গিউমি ( তানজানিয়া), জোয়েনিয়া ওয়াপিচানা (
ব্রাজিল, প্রথম আদিবাসী আইনজীবী)
♠ বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য ভারতের গুজরাটে নর্মদা নদীর তীরে অবস্থিত – সরদার বল্লভভাই প্যাটেল ভাস্কর্য ( উচ্চতা – ১৮২ মিটার বা ৫৯৭ ফুট)
♠ বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য ভারতের গুজরাটে নর্মদা নদীর তীরে অবস্থিত – সরদার বল্লভভাই প্যাটেল ভাস্কর্য ( উচ্চতা – ১৮২ মিটার বা ৫৯৭ ফুট)
♠ বর্তমান বিশ্বে সবচেয়ে দূষিত বাতাসের শহর – নয়াদিল্লি ( WHO
)
♠ IMF এর বর্তমান প্রধান- ক্রিস্টিন লাগার্দ
♠ বিশ্ব পর্যটন সংস্থার তথ্য অনুযায়ী ২০১৬ সালে বৈশ্বিক পর্যটক প্রাপ্তিতে এশিয়ার শীর্ষ দেশ- চীন
♠ বর্তমানে বিশ্বে চরম দারিদ্র্য-এর সংখ্যা- ৭৩ কোটি ৫৯ লাখ ( ১৫.২০%)
♠ সংখ্যায় চরম দারিদ্র্য-এ শীর্ষ দেশ- ভারত ( ১৭৫.৭
মিলিয়ন)♠ IMF এর বর্তমান প্রধান- ক্রিস্টিন লাগার্দ
♠ বিশ্ব পর্যটন সংস্থার তথ্য অনুযায়ী ২০১৬ সালে বৈশ্বিক পর্যটক প্রাপ্তিতে এশিয়ার শীর্ষ দেশ- চীন
♠ বর্তমানে বিশ্বে চরম দারিদ্র্য-এর সংখ্যা- ৭৩ কোটি ৫৯ লাখ ( ১৫.২০%)
♠ শতকরা হারে চরম দারিদ্র্য-এ শীর্ষ দেশ- মাদাগাস্কার ( ৭৭.৫%)
♠ বর্তমানে একজন ব্যক্তিতে দারিদ্র্ সীমার বাইরে বলা হয়ে থাকে- দৈনিক ১.৯০ মা.ড আয় হলেই
♠ আগামীতে নিম্ম মধ্যম আয়ের দেশগুলোর জন্য দারিদ্রসীমা ধরা হচ্ছে- ৩.২০ মা.ড
♠ বর্তমানে উচ্চমধ্যবিত্ত দেশগুলোর জন্য দারিদ্র্যসীমা ধরা হচ্ছে- ৫.৫ মা.ড
♠ বৈষম্য হ্রাস প্রতিশ্রুতি সূচকে শীর্ষ দেশ- ডেনমার্ক ( ১৫৭টি দেশের মধ্যে)
♠ বৈষম্য হ্রাস প্রতিশ্রুতি সূচকে সর্বনিম্ন দেশ- নাইজেরিয়া
♠ বৈষম্য প্রতিযোগিতার সক্ষমতা সূচকে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
♠ বৈষম্য প্রতিযোগিতার সক্ষমতা সূচকে সর্বনিম্ন দেশ- শাদ
♠ বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট - জাপানের
♠ বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট - ইরাক ও আফগানিস্তানের ( এদুটি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারে মাত্র ৩০টি দেশে)
♠ সম্প্রতি মানুষের শরীর থেকে সনাক্ত করেছে- ইঁদুরের হেপাটাইটিস ভাইরাস
♠ সম্প্রতি চীনের তৈরি ১ম বহুমুখী যুদ্ধবিমানের নাম- এফটিসি- ২০০জি ( সর্বোচ্চ গতি ঘন্টায় ১৪৭০ কিমি)
♠ কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য - বিদ্যুৎ চক্রবর্তী ( ৮অক্টোবর ২০১৮)
♠ ভারতের উত্তর প্রদেশের মহানগর এলাহাবাদের নতুন নাম- প্রয়াগরাজ
♠ মার্কিন সুপ্রিমকোর্টের বর্তমান ১১৪ তম বিচারপতি- ব্রেট মাইকেল কাভানা ( ৬ অক্টোবর ২০১৮)
♠ ২০১৮ সালে রাজীবগান্ধী খেলরত্ন পুরস্কার লাভ করে- বিরাট কোহলি ( ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মাননা)
♠ ২০২৪ সালে ইউরো কাপ ফুটবল হবে- জার্মানিতে
♠ বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান IFC'র বিনিয়োগে শীর্ষ দেশ- ভারত ( ৫হাজার ৬০কোটি ২০ লাখ)
♦বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৮♦
♠ বিশ্বের মোট জনসংখ্যা- ৭৬৩.৩০ কোটি।
♠ জনসংখ্যা বৃদ্ধির হার- ১.২% ( ২০১০-২০১৮)
♠ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ- চীন ( ১৪১.৫০ কোটি)
♠ নারী প্রতি প্রজনন হার- ২.৫ জন
♠ নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ- নাইজার (৭.১ জন)
♠ নারী প্রতি প্রজনন হার- ২.৫ জন
♠ নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ- নাইজার (৭.১ জন)
♠ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক-
আফগানিস্তানে ( ২.৯%)
♠ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কম- শ্রীলংকায় ( ০.৫%)
♠ জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক- ওমানে (৫.৮%)
♠ জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন- সিরিয়ায় (-১.৭%)
♠ গড় আয়ু- পুরুষ ৭০ বছর এবং নারী ৭৪ বছর
♠ জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য- বেলারুশ ও আলবেনিয়ায়
♦নোবেল পুরস্কার-২০১৮♦
♠ ২০১৮ সালে নোবেল বিজয়ী ব্যক্তি- ৭ দেশের ১২ জন
♠ সর্বকনিষ্ঠ নোবেলজয়ী - নাদিয়া মুরাদ (শান্তি); ২৫ বছর
♠ বয়োজ্যেষ্ঠ নোবেলজয়ী - অ্যার্থার অ্যাশকিন ( পদার্থবিজ্ঞান) ; ৯৬ বছর
♠ পুরস্কারের অর্থমূল্য - ৯০ লক্ষ সুইডিশ ক্রোনার বা প্রায় ১০ লক্ষ মা.ড
♠ ২০১৮ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ী- অধ্যাপক জেমস প্যাট্রিক অ্যালিশন (যুক্তরাষ্ট্র) এবং অধ্যাপক তাসুকু হনজে (জাপান)
#অবদান : মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজে লাগিয়ে ক্যান্সার চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য
♠ ২০১৮ সালে পদার্থে নোবেলজয়ী- আর্থার অসকিন ( যুক্তরাষ্ট্র), জেরার্ড মৌরৌ( ফ্রান্স) এবং ডোনা স্ট্রিকল্যান্ড ( কানাডা)
#পদার্থে ৩ম নারী হিসেবে ডোনা স্ট্রিকল্যান্ড এ পুরস্কার পান ( ১ম নারী-মেরী কুরি ১৯০৩, ২য় নারী- মারিয়া গ্যোপার্ট ১০৬৩)
#অবদানঃ লেজার রশ্মির যুগান্তকারী ব্যবহার পদ্ধতি উদ্ভাবনের জন্য
♠ ২০১৮ সালে রসায়নে নোবেলজয়ী- ফ্রান্সেস হ্যামিলটন আর্নন্ড ( যুক্তরাষ্ট্র), জর্জ পিজজেনিক স্মিথ ( যুক্তরাষ্ট্র) এবং স্যার গ্রেগরি পল উইন্টার ( যুক্তরাজ্য)
#আর্নল্ড হচ্ছেন রসায়নে নোবেল পাওয়া পঞ্চম নারী
#অবদানঃ প্রাণীদেহের রসায়নঘটিত সমস্যা সমাধানে বিবর্তনের ক্ষমতা ব্যবহার করে প্রোটিন উন্নয়নে কাজ করার স্বীকৃতি হিসেবে
♠ ২০১৮ সালে অর্থনীতিতে নোবেলজয়ী- উইলিয়াম ডি. নর্ডহাস ( যুক্তরাষ্ট্র) এবং পল মাইকেল রোমার (যুক্তরাষ্ট্র)
#অবদানঃ জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তি কীভাবে অর্থনীতিকে প্রভাবিত করে তা নিয়ে গবেষণার জন্য
♠ ২০১৮ সালে শান্তিতে নোবেলজয়ী- ইরাকের কুর্দি মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ বাসে তাহা এবং কঙ্গোর চিকিৎসক ডা. ডেনিস মুকওয়েগে
#অবদানঃ যুদ্ধ সহিংসতার মধ্যে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারীদের রক্ষায় বিশেষ প্রচেষ্টার জন্য
♠ ২০১৮ সালে সাহিত্যে বিকল্প নোবেল " নিউ একাডেমী প্রাইজ ফর লিটারেচার" লাভ করেন- ফ্রান্সের লেখক ম্যারিস কোন্ডি
♦চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার-২০১৮♦
♠২০০৪ সালে প্রবর্তিত জাতিসংঘের পরিবেশবিষয়ক বার্ষিক সম্মাননা হিসেবে ৫টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়_২০১৮ সালে
√√ পলিসি লিডারশীপ - ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
√√ সায়েন্স অ্যান্ড ইনোভেশন- Impossible Goods and Beyond Meat ( যুক্তরাষ্ট্রভিত্তিক খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান)
√√এন্টারপ্রেনারিয়াল ভিশন- কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর, ভারত
√√ ইন্সপিরেশন অ্যান্ড অ্যাকশন- Green Rural Revival Programme, ঝেজিয়াং, চীন
√√ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড - AIPP'র মহাসচিব ফিলিপাইনের জোয়ান কার্লিং
♠ ২০১৮ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করেন- অ্যানা বার্নস (Milkman
উপন্যাসের জন্য)
♠ ২০১৮ সালে "শাখারভ পুরস্কার" লাভ করেন- ইউক্রেনের চলচ্চিত্র নির্মাতা কারাবন্দি ওলেগ সেন্তসোভ
♠ ২০১৮ সালের বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করেন- ড. ডেভিড নাবাররো ও ড. লওরেস হাদ্দাদ
♠ ২০১৮ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন- রবার্ট ল্যাংলান্ডস (কানাডীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক)
♠ ২০১৮ সালের সিডনি শান্তি পুরস্কার লাভ করেন- জোসেফ স্টিগলিজ, যুক্তরাষ্ট্র
♠ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কম- শ্রীলংকায় ( ০.৫%)
♠ জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক- ওমানে (৫.৮%)
♠ জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন- সিরিয়ায় (-১.৭%)
♠ গড় আয়ু- পুরুষ ৭০ বছর এবং নারী ৭৪ বছর
♠ জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য- বেলারুশ ও আলবেনিয়ায়
♦নোবেল পুরস্কার-২০১৮♦
♠ ২০১৮ সালে নোবেল বিজয়ী ব্যক্তি- ৭ দেশের ১২ জন
♠ সর্বকনিষ্ঠ নোবেলজয়ী - নাদিয়া মুরাদ (শান্তি); ২৫ বছর
♠ বয়োজ্যেষ্ঠ নোবেলজয়ী - অ্যার্থার অ্যাশকিন ( পদার্থবিজ্ঞান) ; ৯৬ বছর
♠ পুরস্কারের অর্থমূল্য - ৯০ লক্ষ সুইডিশ ক্রোনার বা প্রায় ১০ লক্ষ মা.ড
♠ ২০১৮ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ী- অধ্যাপক জেমস প্যাট্রিক অ্যালিশন (যুক্তরাষ্ট্র) এবং অধ্যাপক তাসুকু হনজে (জাপান)
#অবদান : মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজে লাগিয়ে ক্যান্সার চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য
♠ ২০১৮ সালে পদার্থে নোবেলজয়ী- আর্থার অসকিন ( যুক্তরাষ্ট্র), জেরার্ড মৌরৌ( ফ্রান্স) এবং ডোনা স্ট্রিকল্যান্ড ( কানাডা)
#পদার্থে ৩ম নারী হিসেবে ডোনা স্ট্রিকল্যান্ড এ পুরস্কার পান ( ১ম নারী-মেরী কুরি ১৯০৩, ২য় নারী- মারিয়া গ্যোপার্ট ১০৬৩)
#অবদানঃ লেজার রশ্মির যুগান্তকারী ব্যবহার পদ্ধতি উদ্ভাবনের জন্য
♠ ২০১৮ সালে রসায়নে নোবেলজয়ী- ফ্রান্সেস হ্যামিলটন আর্নন্ড ( যুক্তরাষ্ট্র), জর্জ পিজজেনিক স্মিথ ( যুক্তরাষ্ট্র) এবং স্যার গ্রেগরি পল উইন্টার ( যুক্তরাজ্য)
#আর্নল্ড হচ্ছেন রসায়নে নোবেল পাওয়া পঞ্চম নারী
#অবদানঃ প্রাণীদেহের রসায়নঘটিত সমস্যা সমাধানে বিবর্তনের ক্ষমতা ব্যবহার করে প্রোটিন উন্নয়নে কাজ করার স্বীকৃতি হিসেবে
♠ ২০১৮ সালে অর্থনীতিতে নোবেলজয়ী- উইলিয়াম ডি. নর্ডহাস ( যুক্তরাষ্ট্র) এবং পল মাইকেল রোমার (যুক্তরাষ্ট্র)
#অবদানঃ জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তি কীভাবে অর্থনীতিকে প্রভাবিত করে তা নিয়ে গবেষণার জন্য
♠ ২০১৮ সালে শান্তিতে নোবেলজয়ী- ইরাকের কুর্দি মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ বাসে তাহা এবং কঙ্গোর চিকিৎসক ডা. ডেনিস মুকওয়েগে
#অবদানঃ যুদ্ধ সহিংসতার মধ্যে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারীদের রক্ষায় বিশেষ প্রচেষ্টার জন্য
♠ ২০১৮ সালে সাহিত্যে বিকল্প নোবেল " নিউ একাডেমী প্রাইজ ফর লিটারেচার" লাভ করেন- ফ্রান্সের লেখক ম্যারিস কোন্ডি
♦চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার-২০১৮♦
♠২০০৪ সালে প্রবর্তিত জাতিসংঘের পরিবেশবিষয়ক বার্ষিক সম্মাননা হিসেবে ৫টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়_২০১৮ সালে
√√ পলিসি লিডারশীপ - ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
√√ সায়েন্স অ্যান্ড ইনোভেশন- Impossible Goods and Beyond Meat ( যুক্তরাষ্ট্রভিত্তিক খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান)
√√এন্টারপ্রেনারিয়াল ভিশন- কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর, ভারত
√√ ইন্সপিরেশন অ্যান্ড অ্যাকশন- Green Rural Revival Programme, ঝেজিয়াং, চীন
√√ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড - AIPP'র মহাসচিব ফিলিপাইনের জোয়ান কার্লিং
♠ ২০১৮ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করেন- অ্যানা বার্নস (Milkman
উপন্যাসের জন্য)
♠ ২০১৮ সালে "শাখারভ পুরস্কার" লাভ করেন- ইউক্রেনের চলচ্চিত্র নির্মাতা কারাবন্দি ওলেগ সেন্তসোভ
♠ ২০১৮ সালের বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করেন- ড. ডেভিড নাবাররো ও ড. লওরেস হাদ্দাদ
♠ ২০১৮ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন- রবার্ট ল্যাংলান্ডস (কানাডীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক)
♠ ২০১৮ সালের সিডনি শান্তি পুরস্কার লাভ করেন- জোসেফ স্টিগলিজ, যুক্তরাষ্ট্র
No comments