Breaking News

রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত কিছু বিরল তথ্য




রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত কিছু বিরল তথ্য

Image result for রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত কিছু বিরল তথ্য


* রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক।
* লন্ডন ভ্রমণ করেন - ১২ বাররয়েছে।



* তিনি প্রথম লালনের গান সংগ্রহ করেন - ২৯৮ টি
* ঢাকা আসেন - ২ বার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আসেন -১ বার। ১৯২৬ সালে ঢাকা আসলেও ঢাবিতে আসেননি, যদিও আসার কথা ছিল।
*রবীন্দ্রনাথ এর কাব্যে মোট ১০৮ টি গাছ ও ফুলের নাম 




* ১৯৯১ সালের ৭ আগস্ট কবির ৫০ তম মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশ কবিকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে। ১৯৬১ সালে কবির জন্ম শতবার্ষীকিতে ডাকটিকেট প্রকাশ করে ব্রাজিল।



* 'গীতাঞ্জলি' কাব্যটি প্রথম ইতালির ভাষায় অনুবাদ করেন ফাদার মারিনো রিগান।
* 'বলাকা' কাব্যে গতিতত্ত্বের প্রকাশ পেয়েছে। এটি ফরাসি দার্শনিক বার্গাসের তত্ত্ব প্রয়োগে রচিত।



* 'তীর্থযাত্রী' কবিতাটি T.S. Eliot এর 'Journey of the Magei' এর অনুবাদ। তিনিই প্রথম বাংলা সাহিত্যিক, যিনি টিএস এলিয়ট এর কবিতা অনুবাদ করেন, ২য় বিঞ্চু দে।



* চলিত ভাষায় রচিত প্রথম গল্প- পয়লা নম্বর
* গদ্য ছন্দে রচিত প্রথম কাব্য- লিপিকা
* রবীন্দ্রনাথ প্রথম অভিনয় করেন তার বড় ভাই জ্যোতিরিন্দনাথ ঠাকুরের 'এমন কর্ম আর করব না' নাটকে।


* রবীন্দ্রনাথের ধ্বনিবিজ্ঞানের উপর রচিত বই 'শব্দতত্ত্ব'। ভাষা বিষয়ক বই 'বাংলা ভাষার পরিচয়'।
* "মানুষের উপর বিশ্বাস হারানো পাপ" - সভ্যতার সংকট প্রবন্ধে বলেছেন।
* হিং টিং ছট কবিতাটি 'বলাকা' কাব্যগ্রন্থের।
# রচনার_পটভূমি



* স্ত্রীর মৃত্যুতে রচিত কাব্য - স্মরণ
* স্ত্রীর মৃত্যুর পর সন্তানদের জন্য রচিত কাব্য - শিশু
* পুত্র শমীন্দ্রনাথের মৃত্যুতে রচিত কাব্য- গীতাঞ্জলি



* রবীন্দ্রনাথের মৃত্যুতে কাজী নাজরুল ইসলাম রচিত কাব্য - রবীহারা
* রবীন্দ্রনাকে ব্যঙ্গ করে দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত নাটক- আনন্দ বিদায়
# উপন্যাস



* 'গোরা' - মহাকব্যিক উপন্যাস। এটি তাঁর সর্ববৃহৎ ও সর্বশ্রষ্ঠ উপন্যাস।
* 'ঘরে বাইরে' - প্রথম চলিত ভাষায় রচিত উপন্যাস।



* 'চতুরঙ্গ' - ছোটগল্পধর্মী উপন্যাস।
* 'শেষের কবিতা' -কাব্যধর্মী উপন্যাস।



* 'যোগাযোগ'' - প্রথমে এর নাম ছিল 'তিনপুরুষ'।
* 'বৌ-ঠাকুরাণীর হাট' উপন্যাসের অবলম্বনে 'প্রায়শ্চিত্ত' নাটকটি রচনা করেন।


* 'রাজর্ষি' হিন্দিতে অনূদিত রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। এই উপন্যাসের অবলম্বনে 'বিসর্জন' নাটকটি রচনা করেন। এই নাটকে ১৮৯০ সালে যুবক রবীন্দ্রনাথ বৃদ্ধ রঘুপতির ভূমিকায় এবং ১৯২৩ সালে বৃদ্ধ রবীন্দ্রনাথ যুবক জয়সিংহের ভূমিকায় অভিনয় করেন।



* 'প্রজাপতির নির্বন্ধ' উপন্যাসের অবলম্বনে 'চিরকুমার সভা' নাটকটি রচনা করেন।




* রবীন্দ্রনাথ এী স্মৃতিবিজরিত স্থান- কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর।
*২০১৮ সালে পালিত হয় ১৫৭ তম জন্মবার্ষিকী এবং ৭৭ তম মৃত্যুবার্ষিকী।



No comments