Breaking News

ধ্বনি ও বর্ণ

Image result for bcs study
=>ভাষার/শব্দের ক্ষুদ্রতম একক/অংশ"ধ্বনি"।
=>ভাষার মূল উপকরণ বাক্য।
=>বাক্যের মৌলিক উপদান শব্দ।
=>ভাষার মূল উপাদান ধ্বনি।
=>ধ্বনির ইট বলা হয় বর্ণকে।
=>মাত্রাহীন বর্ণ--১০টি(স্বর বর্ণ ৪টি,
→এ, ঐ, ও, ঔ, ব্যঞ্জনবর্ণে ৬টি→ঙ,ঞ,ৎ,ং, ঃ, ঁ,
=>অর্ধমাত্রা--০৮টি(স্বরবর্ণে ১টি →ঋ, ব্যঞ্জনবর্ণে ৭টি→খ,গ,ণ,থ,ধ,প,শ)
=>পূর্ণমাত্রা--৩২টি(স্বরবর্ণে ৬টি,ব্যঞ্জনবর্ণে ২৬টি)
=>মৌলিক স্বরবর্ণ ৭টি
(উ,ই,এ,ও,অ্যা,অ,আ) দ্বি-স্বর ২টি ঐ ও ঔ। ঐ=অ/ও+ই, ঔ=ও+উ।
=>স্পৃষ্ট বা বর্গীয় বর্ণ ২৫টি
=>যৌগিক স্বরবর্ণ ২৫টি
=>হ্রস্বস্বর-৪টি(অ,ই,উ,ঋ)
=>দীর্ঘস্বর-৭টি(আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ)
=>কার ১০টি(অ ব্যতিত)
=>ফলা ৬টি(য,র,ন,ণ,ম,ব ফলা)
=>উষ্মধ্বনি ৪টি(শ,ষ,স,হ---"হ"ঘোষ মহাপ্রাণ ধ্বনি)
=>নাসিক্য বর্ণ ৫টি(ঙ,ঞ,ণ,ন,ম)
=>অঘোষ বর্ণ বর্গের ১ম ২টি(ক,খ) এবং বর্গের ১ ও ৩ নং বর্ণ অল্পপ্রাণ(ক,গ)।
=>ঘোষ বর্গের শেষ ৩টি(গ,ঞ,ঙ) বর্ণ এবং ২য় ও ৩য় বর্ণটি মহাপ্রাণ(খ,ঘ)
=>পরাশ্রয়ী বর্ণ বা ধ্বনি ৩টি(ং,ঃ,ঁ)
=>কম্পনজাত বর্ণ : র।
=>পাশ্বিক বর্ণ : ল
=>তাড়নজাত ধ্বনি :ড়,ঢ়।
=>শুদ্ধ উচ্চারণ→প্রোতিকখা,আওভায়ক্

বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোকে স্বর ও ব্যঞ্জন এই ২ ভাগে ভাগ করা হয়েছে।
"ধ্বনি"নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ।মুখ বিবর সবচেয়ে বেশি উন্মুক্ত বা খোলা থাকলে তাকে বলে বিবৃত স্বরধ্বনি। এ জাতীয় স্বর মাত্র ১টি(আ)। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা ৪১টি। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে অক্ষর

No comments