বাংলাদেশ বিষয়াবলী (যা কিছু প্রথম)
__________________________________________
☞ প্রথম প্রধান বিচারপতি -- এ এস এম সায়েম।#প্রথম_গর্ভনর -- এ এন এম হামিদুল্লাহ।
#প্রথম_সংসদ_নির্বাচন -- ৭ মার্চ, ১৯৭৩।
#প্রথম_কারা_প্রশিক্ষণ_একাডেমি -- রাজশাহী।
#প্রথম_ভাসমান_হাসপাতালের_নাম -- জীবন তরী।
#প্রথম_টেস্টটিউব_শিশুর_মা -- ফিরোজা বেগম।
#প্রথম_যুক্তরাষ্ট্রের_কংগ্রেসনাল_গোল্ড মেডেল লাভকারী -- ড.মহম্মদ ইউনুস।
☞ প্রথম প্রধানমন্ত্রী -- তাজউদ্দিন আহমেদ।
#প্রথম_নারী_প্রধানমন্ত্রী -- বেগম খালেদা জিয়া।
#প্রথম_ডিজিটাল_জেলা -- যশোর।
☞ প্রথম ওয়াইফাই নগরী -- সিলেট।
#প্রথম_শিক্ষা_কমিশন -- কুদরত -এ- খুদা শিক্ষা কমিশন(১৯৭২)।
☞ প্রথম মহিলা পুলিশ নিয়োগ -- ১৯৭৪।
☞ প্রথম মহিলা জাতীয় অধ্যাপক -- ড.সুফিয়া কামাল।
☞ প্রথম উপগ্রহ ভুকেন্দ্র -- বেতবুনিয়া, রাঙ্গামাটি।
☞ প্রথম নারী কারাগার -- কাশিমপুর , গাজীপুর।
☞ প্রথম অভিনেত্রী -- পূর্ণিমা সেনগুপ্ত।
☞ প্রথম মহিলা ডাক্তার -- জোহরা বেগম কাজী।
☞ প্রথম ঢাবির প্রথম উপমহাদেশীয় ভিসি -- স্যার এফ রহমান।
No comments