Breaking News

একনজরে অটল বিহারী বাজপেয়ী

Image result for একনজরে অটল বিহারী বাজপেয়ী
1. অটল বিহারী বাজপেয়ীর জন্ম=25শেDec.1924(বেতেশ্বর গ্রামে.গোয়ালিয়র রাজ্য)
2. অটল বিহারীর বাবা=কৃষ্ণ বিহারী বাজপেয়ী
3. অটল বিহারীর শিক্ষা=রাষ্ট্রবিজ্ঞানে M.A.First Class(আগ্রা বিশ্ব বিদ্যালয়.1947)
4. অটল বিহারী ভাষা জানতেন=সংস্কৃত,হিন্দি,ইংরাজী
5. অটল বিহারীর পেশা/শখ=কবিতা লেখা,সাংবাদিকতা,সক্রিয় রাজনীতি
6. অটল বিহারীর ধর্ম=হিন্দু
7. বৈবাহিক মর্যাদা=অবিবাহিত
8. পালিতা কন্যার নাম=নমিতা
9. অটল বিহারীর প্রিয় জায়গা/স্থান=মানালি(হিমাচল প্রদেশ)
10. সর্বপ্রথম RSS-এর স্বয়ং সেবক হিসাবে রাজনীতিতে যোগদান=1939
11. ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করে 23 দিন জেল বন্দি ছিলেন=1942
12. গোয়ালিয়রের আর্য কুমার সভার সাধারন সম্পাদক হন=1944
13. RSS-এর পূর্ণ সময়ের প্রচারক হিসাবে নিযুক্ত হন=1947
14. প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে ভারতীয় জন সংঘ গঠন করেন=1951***
15. RSS ও ভারতীয় জন সংঘের দ্বিতীয় ব্যক্তি হয়ে ওঠেন=1951
16. শ্যামাপ্রসাদের একনিষ্ঠ অনুগামী হয়ে ওঠেন=1954
17. দ্বিতীয় লোকসভা নির্বাচনে বলরামপুর কেন্দ্র থেকে নির্বাচিত হন=1957(প্রথমবার)
18. কতবার লোকসভা নির্বাচনে নির্বাচিত হন=10বার
19. ভারতীয় জন সংঘের সংসদীয় দলনেতার পদ অলঙ্কৃত করেন=1957-77
20. সর্বপ্রথম রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হন=1962
21. কতবার রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হন=দুবার(62,86)
22. সরকারি আসুয়েরেন্স কমিটির সভাপতির পদ অলঙ্কৃত করেন=1966-67
23. চতুর্থ লোকসভা নির্বাচনে নির্বাচিত হন=1967(দ্বিতীয়বার)
24. সরকারি গানিতিক কমিটির(PAC) সভাপতির পদ অলঙ্কৃত করেন=1967-70
25. ভারতীয় জন সংঘের সভাপতির পদ অলঙ্কৃত করেন=1968-73
26. পঞ্চম লোকসভা নির্বাচনে নির্বাচিত হন=1971(তৃতীয়বার)
27. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীকে সমর্থন=1971***
28. জাতীয় জরুরি অবস্থার সময়ে গ্রপ্তার হয়ে দীর্ঘদিন কারাবরন করেন=1975
29. জয়প্রকাশ নারায়নের সংস্পর্শে আসেন=1977
30. জন সংঘ সহ জয় প্রকাশের জনতা পার্টিতে যোগদান=1977***
31. ষষ্ঠ লোকসভা নির্বাচনে নির্বাচিত হন=1977(চতুর্থবার)
32. ভারতের বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন=1977-1979
33. বিদেশমন্ত্রী হিসাবে জাতিপঞ্জের সাধারন সভায় সর্বপ্রথম হিন্দিতে বক্তব্য প্রদান=1977
34. অভিজ্ঞ রাষ্ট্রনেতা ও শ্রদ্ধেয় রাজনৈতিক নেতার মার্যাদা পান=1979
35. প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে ভারতীয় জনতা পার্টি(BJP) স্থাপন করেন=1980***
36. ভাতীয় জনতা পার্টির(BJP)প্রথম সভাপতির দায়িত্ব পালন করেন=1980-86**
37. সপ্তম লোকসভা নির্বাচনে(দুজনের মধ্যে একজন) নির্বাচিত হন=1980(পঞ্চমবার)
38. ভাতীয় জনতা পার্টির(BJP) সংসদীয় দলনেতার অলঙ্কৃত করেন=1980-84,86,93-96.
39. অষ্টম লোকসভা নির্বাচনে পরাজিত হন=1984(ইন্দিরার মৃত্যু ঝড়ে)
40. রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হন=1986(দ্বিতীয়বার)
41. বিজনেস অ্যাডভাইসরি কমিটির সদস্যের পদ অলঙ্কৃত করেন=1988-90
42. পিটিসন কমিটির সভাপতির পদ অলঙ্কৃত করেন=1990-91
43. দশম লোকসভা নির্বাচনে নির্বাচিত হন=1991(ষষ্ঠবার)
44. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষন লাভ করেন=1992***
45. বাবরি মসজিদ ধ্বংস সাধনে প্রচ্ছন্ন সমর্থনের অভিযোগ=1992
46. পুনরায় সরকারি গানিতিক কমিটির(PAC) সভাপতির পদ অলঙ্কৃত করেন=1991-93
47. কানপুর বিশ্ববিদ্যালয়ের ডি লিট সম্মান পান=1993
48. লোকসভায় প্রথম বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেন=1993-96
49. লোকমান্য তিলক পুরষ্কার পান=1994
50. গুজরাট ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের জয়লাভে মুখ্য ভূমিকা নেন=1995
51. একাদশতম লোকসভা নির্বাচনে নির্বাচিত হন=1996(সপ্তমবার)
52. মোট কতবার ভারতের প্রথম প্রধানমন্ত্রী নিযুক্ত হন=তিনবার
53. একক বৃহত্তম দলের নেতা হিসাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নিযুক্ত হন=16ই মে.1996.
54. ভারতের স্বল্পকালীন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন=13দিন
55. প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগকরে পুনরায় লোকসভার বিরোধী দলনেতার দায়িত্ব পালন=1996-97
56. বিদেশনীতি সংক্রান্ত কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন=1997-98
57. দ্বাদশ লোকসভা নির্বাচনে নির্বাচিত হন=1998(অষ্টমবার)
58. NDA-র নেতা হিসাবে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নিযুক্ত হন=1998
59. রাজস্থানের পোখরানে দ্বিতীয় পরমানু বোমা বিস্ফোরন ঘটান=মে.1998
60. বাস কূটনীতি(দিল্লি লাহোর বাস চলাচলের)সূচনা করেন=Feb.1999
61. পাকিস্তানের সঙ্গে লাহোর ঘোষনাপত্র স্বাক্ষর করেন=Feb.1999
62. কার্গিলযুদ্ধে অপারেশন বিজয়ে সাফল্যলাভ করেন=জুন.1999
63. জয়ললিতার AIADMK NDA থেকে সমর্থন প্রত্যাহার করে=জুলাই.1999
64. একটিমাত্র আস্থাভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেন=আগস্ট.1999.
65. ত্রয়োদশ লোকসভা নির্বাচনে নির্বাচিত হন=Oct.1999(নবমবার)
66. ত্রয়োদশ লোকসভা নির্বাচনে বাজপেয়ীর শ্লোগান ছিল=Good Governance
67. বাজপেয়ীর নেতৃত্বে ত্রয়োদশ লোকসভা নির্বাচনে NDA আসনে জয়লাভ করে=303টি
68. তৃতীয়বার ভারতের প্রথম প্রধানমন্ত্রী নিযুক্ত হন=13ই Oct.1999.
69. কান্দাহারে ভারতীয় বিমান ছিনতাইকারিদের হাত থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ন কূটনৈতিক ভূমিকা নেন=Dec.1999
70. জাতীয় সড়ক প্রকল্প/প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প গ্রহন করেন=2000***
71. 22 বছর পর কোন মার্কিন রাষ্ট্রপতি (ক্লিনটনের) বাজপেয়ীর সঙ্গে সাক্ষাৎ=2000
72. “সর্বশিক্ষা অভিযান” নামে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষনা=2001***
73. ভারতীয় পার্লামেন্টে জঙ্গী হামলার সাক্ষী থাকেন=13ই.Dec.2001***
74. সন্ত্রাসবাদ বিরোধী POTA(Prevention of Terrorist Act)আইন পাস=2002
75. গুজরাট দাঙ্গায় প্রচ্ছন্ন মদতের অভিযোগ ওঠে=2002
76. অনেকগুলি রাজ্যে BJP-র ক্ষমতা দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন=2003
77. বাজপেয়ীর শাসনকালে জনপ্রিয় শ্লোগান ছিল=Feel Good.****
78. সর্বপ্রথম কোন জোটের(NDA) প্রধানমন্ত্রী হিসাবে 5বছরের মেয়াদ পূর্ণ করেন=2004.****
79. সর্বপ্রথম অ-কংগ্রেসী প্রধানমন্ত্রী হিসাবে 5বছরের মেয়াদ পূর্ণ করেন=2004.****
80. চতুর্দশ লোকসভা নির্বাচনে নির্বাচিত হন=2004(দশমবার)
81. কোন লোকসভা কেন্দ্র থেকে বেশিবার জয়লাভ করেন=লক্ষ্নৌ(UP)
82. সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষনা=2005
83. বাজপেয়ীকে “বিকাশ পুরুষ”বলে অভিহিত করেন=ভেঙ্কায় নাইডু
84. বাজপেয়ীকে “ভীষ্ম পিতামহ”-র সঙ্গে তুলনা করেন=মনমোহন সিং
85. ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন=2015***
86. বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মান লাভ করেন=2015***
87. বাজপেয়ীর জন্মদিনটি(25.Dec) ভারতে কী দিবস হিসাবে পালিত হয়=Good Governance Day.
88. বাজপেয়ীর জন্মদিনটি(25.Dec) কবে থেকে Good Governance Day হিসাবে পালিত হয়=2015
89. ভারতের কবি-প্রধানমন্ত্রী কাকে বলা হয়=বাজপেয়ীকে***
90. কোন প্রধানমন্ত্রীর শ্লোগান ছিল “জয় জোয়ান,জয় কিষান,ও জয় বিজ্ঞান”=বাজপেয়ী***
91. অটল বিহারী বাজপেয়ীর লেখা গ্রন্থ গুলি হল=1)Twenty One Poems 2)Decisive days 3)Meri Sansadiya Yatra 4)A Constructive Parliamentarian 5)State and Nation 6)Towards a New World:Defining Moments.
92. অসুস্থতা নিয়ে দিল্লির AIIMS এ ভর্তি হন=11ই জুন.2018
93. অসুস্থতা চরমতম সঙ্কটজনক রূপ ধারন করে=16ই আগস্ট 2018

No comments