Breaking News

অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার (২৪/০৫/১৯) উত্তর

Image result for সাধারন জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক
 অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার (২৪/০৫/১৯) উত্তর 
#১ম_ধাপের_ অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের #পূর্ণাঙ্গ সমাধানঃ

#বাংলা অংশের সমাধানঃ
-----------------------------
০১| কোন দুটি বর্ণের পর মূর্ধন্য-ণ ও মূর্ধন্য-ষ হয়?
উত্তর:খ(ঋ,র এর পরে)
০২| "শর্বরী" এর বিপরীত শব্দ কী?
উত্তর:ঘ(দিবস)
★শর্বরী অর্থ রাত
০৩| "গায়ক" এর সন্ধি বিচ্ছেদ কী
উত্তর:খ(গৈ+অক)
★নৈ+অক=নায়ক ব্যঞ্জন সন্ধি।
০৪| শুদ্ধ বানান কোনটি?
উত্তর: মুমূর্ষু
০৫| "The Spirit of Islam"বইটির লেখক কে?
উত্তর:ঘ(সৈয়দ আমীর আলী)
০৬| "দেশে-বিদেশের" লেখক কে?
উত্তর:ক(সৈয়দ মুজতবা আলী)
★এটি একটি ভ্রমণকাহিনি
০৭| "গবেষণা" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর:ক(গো+এষণা)
০৮| "সমাস"শব্দের অর্থ কী?
উত্তর: ঘ(সংক্ষেপণ)
★তাছাড়া মিলন/একপদীকরণ
০৯| "জন্মহীন মৃত্যুহীন--
উত্তর:ক(আমৃত্যু)
১০| "কষ্টে লাভ করা যা--
উত্তর:ক(দুর্লভ)
★যা কষ্টে জয় করা যায়--- দুর্জয়
★সমাধানে রমজান
১১| শুদ্ধ বানান কোনটি?
উত্তর:খ(বিভীষিকা)
১২| যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে...
উত্তর:মিশ্র/জটিল বাক্য
১৩| "আগ্নেয়" শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
উত্তর:গ(অগ্নি+ষ্ণেয়)
★ভগ্নি+ষ্ণেয়(এয় প্রত্যয় বিশ্লেষণে ষ্ণেয় হয়)
১৪| ধ্বনি পরিবর্তন কত প্রকার?
উত্তর:খ(২ প্রকার)
★স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি
১৫| কোনটি প্রাদী সমাসের উদাহরণ?
উত্তর:ঘ(প্রগতি)
১৬| "পথ" শব্দের সমার্থক শব্দ হচ্ছে...
উত্তর:গ(সরণি)
১৭| "চাউল,চিনি,পানি,"এগুলো কী বাচক বিশেষ্য?
উত্তর: খ(বস্তুবাচক বা দ্রব্যবাচক)
★সমষ্টিবাচক সভা,জনতা,সমিতি,ঝাঁক ইত্যাদি।
১৮| "সুনাম" এর 'সু' কোন উপসর্গ?
উত্তর:ক(বাংলা)
★সুনীল/সুকণ্ঠ ইত্যাদি সংস্কৃত উপসর্গ। সুনাম/সুনজর/
সুকাজ উত্তম অর্থে বাংলা শব্দের সাথে বাংলা উপসর্গ।
১৯| "গাছ পাথর" বাগধারাটির অর্থ কী?
উত্তর:গ(হিসাব নিকাশ)
২০| প্রান্তিক বিরামচিহ্ন কোনটি?
উত্তর:ঘ(প্রশ্নচিহ্ন)
২১| "উলুখাগড়া" শব্দটির অর্থ কী?
উত্তর:ঘ(গুরুত্বহীন লোক)
#ইংরেজি অংশের সমাধানঃ
-----------------------------
1. Correct Spelling:
Ans. Receive
2. Synonym of the word 'Crime' is -----
Ans. 'Offence'.
3. Meaning of the word 'Obese' is ------
Ans. 'Very fat'.
4.' Pass away' means :
Ans. Die
5. English --------across the world.
Ans. is spoken
6. Singular form of 'Data'.
Ans. Datum
7. Of the four books , the red one is the -----.
Ans. cheapest.
8. The passive form of ' I know him'..
Ans. He is known to me.
9. Opposite of 'Delete'.
Ans. Insert
10. Feminine form of ' Author'.
Ans. Authoress.
11. Antonym of 'Insipid'.
Ans. Exciting
12. Which sentence is correct?
Ans. He does not know how to swim.
13. Noun form of the word 'Accept'.
Ans. Acceptance.
14. Which sentence is correct?
Ans. One of my friends is lawyer.
15. Rajshahi is ------------sugar growing areas in Bangladesh. Ans. one of the largest
16. There is --------milk in the glass.
Ans. a little
17. Which word is not plural ?.
Ans. News
18. I hardly go out after dusk.
Ans. আমি সন্ধার পরে কদাচিৎ বাইরে যাই।
19. 'Deciduous' trees are trees those -------
Ans. lose the leaves annually.
20.She was blessed ------a son .
Ans. with
#গনিত অংশের সমাধানঃ
----------------------------------
১. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
#উত্তরঃ ২০%
২. যদি x + y = ১৭ , xy = ৬০ হয় তবে x-y এর মান কত?
#উত্তরঃ ৭
৩. যদি(x-y)2 = ১২ এবং xy = ১ হয় তবে x2+y2= কত?
#উত্তরঃ ১৪
৪. a-1/a=3 হলে ‍a2+1/a2 এর মান কত?
#উত্তরঃ ১১
৫. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-
#উত্তরঃ সুক্ষ্ণকোণ
৬. কোন একটি স্কুলের শিক্ষা-শিক্ষিকাদের মধ্যে ২/৩ কংস মহিলা, পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩/৫ অংশ অবিবাহিত। ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত?
#উত্তরঃ ৯০
৭. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কি কি?
#উত্তরঃ ১৮ ও ১৯
৮. একটি সেনাবাহিনীর গুদামে ১৫০০ সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে। ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৩০ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?
#উত্তরঃ ১৫০
৯. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:১। উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
#উত্তরঃ ১৮৭৫
১০. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?
#উত্তরঃ ৪ গ্রাম
১১. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
#উত্তরঃ ৫০০ জন
১২. একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি ৪ মিনিটে পূর্ণ হয় এবং ২য় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্র খুলে দিলে খালী চৌবাচ্চা টি কতক্ষণে পূর্ণ হবে?
#উত্তরঃ ৩
১৩. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময় এর ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
#উত্তরঃ ৩৯
১৪. প্রদত্ত উপাত্ত-গুলোর মধ্যক কোনটি? ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১
#উত্তরঃ ১৫
১৫. একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিনগুণ পরিমাণ পেলে শিক্ষার্থী সংখ্যা কত?
#উত্তরঃ ৩০ জন
১৬. ০.১ x ১.১x১.২/০.০১x০.০২ এর মান কত?
#উত্তরঃ ৬৬০
১৭. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
#উত্তরঃ ১৮০ মিটার
১৮. এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি ১১ মাসের সমান হলে, তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ?
#উত্তরঃ ১/২
১৯. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর ২, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত?
#উত্তরঃ ২৪
২০. একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিনগুণ পরিমাণ পেলে শিক্ষার্থী সংখ্যা কত?
#উত্তরঃ ৩০ জন
২১. ৩টি সংখ্যার গড় ৬ এবং ঐ ৩টি সংখ্যা সহ মোট ৪টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটি কত?
#উত্তরঃ ৭
#প্রথম ধাপের প্রাইমারি নিয়োগ পরীক্ষার
#সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও কম্পিউটার অংশের সমাধানঃ
---------------------------------------------------------------
১। ২১ শে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে
#উত্তর : UNESCO
২। BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি
#উত্তর: New Development Bank(NDB)
৩। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান
#উত্তর: মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৪। ১৯৭১ সালের ঢাকা শহরে অপারেশন সার্চ লাইট পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন
#উত্তর: জেনারেল রাও ফরমান আলী
৫। পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১ ডিগ্রি হলে ওই দুইটি স্থানের সময়ের পার্থক্য কত
#উত্তর: ৪ মিনিট
৬। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন
#উত্তর: ৭ বার
৭। বস্তুর ওজন কোথায় সব থেকে বেশি
#উত্তর: মেরু অঞ্চলে
৮। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন
#উত্তর: সম্রাট আকবর
৯। পলাশী থেকে ধানমন্ডি চলচিত্রের পরিচালক কে
#উত্তর: আব্দুল গাফফার চৌধুরী
১০। কম্পিউটার মেমোরির ধারণ ক্ষমতা প্রকাশের একক কি
#উত্তর: বাইট
১১। ঢাকাতে ২৪ মে দুপুর ১২ টা হলে লন্ডনে সময় কত
#উত্তর: ২৪ মে সকাল ৬ টা
১২। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন
#উত্তর: নিকোলাই পদগোনি
১৩। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন
#উত্তর: বিচারপতি আব্দুস সাত্তার
১৪। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করেছিল
#উত্তর: ২২৩ টি
১৫। টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে
#উত্তর: ১৭ টি
১৬। বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত
#উত্তর: ৩৫০
১৭। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন
#উত্তর: এম আর আখতার মুকুল
১৮। কে কোথায় প্রথম ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব পেশ করেন
#উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে
১৯। ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়
#উত্তর: শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।

No comments