Breaking News

©©ব্রিটিশ শাসকদের গৃহীত পদক্ষেপ ©©- এই টপিকস থেকে মাঝে মাঝেই প্রশ্ন হয়। তাই চলুন ভালো করে দেখে রাখুন ।

Image result for সাধারন জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক

,
১. দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন - লর্ড ক্লাইভ।
২. চিরস্থায়ী বন্দোবস্ত আইনের প্রবর্তক - লর্ড কর্ণওয়ালিস।
৩. চিরস্থায়ী বন্দোবস্ত আইন চালু -- ১৭৯৩ সালে।
৪. সতীদাহ প্রথা নিবারণ করেন -- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৫. সিপাহী বিদ্রোহ হয় -- লর্ড ক্যানিং এর সময়।
৬. সিপাহী বিদ্রোহ হয়েছিল -- ১৮৫৭ সালে।
৭. প্রথম আদমশুমারী চালু করেন - লর্ড রিপন।
৮. বঙ্গভঙ্গ হয় --১৯০৫ সালে -- লর্ড কার্জন।
৯. বঙ্গভঙ্গ রদ হয় - ১৯১১সালে -- লর্ড হার্ডিঞ্জ।
১০. ভারত শাসন আইন -- ১৯৩৫ সালে -- লর্ড উইলিংডন।
১১. ভারত ছাড় আন্দোলন হয় -- লর্ড লিনলিথগো এর সময়।
১২. ক্রিপস মিশন -- লর্ড লিনলিথগো।
১৩. ভারতীয় স্বাধীনতা আইন -- লর্ড মাউন্টব্যাটেন।
১৪. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় - লর্ড মাউন্টব্যাটেন।
১৫. হান্টার কমিশন গঠন করেন - লর্ড রিপন
১৬. বাশের কেল্লা ধ্বংস হয় যার নেতৃত্বে - কর্নেল স্টুয়ার্ট।
১৭. ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন -- ইংরেজ সিভিলিয়ান অক্টোভিয়ান হিউম।
১৮. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা -- ওয়েলেসলি।
১৯. রাজস্ব বোর্ড স্থাপন -- ওয়ারেন হেস্টিং।
২০. ভারতে কাগজের মুদ্রা চালু করেন -- লর্ড ক্যানিং।

No comments