গুরুত্বপূর্ণ তথ্যঃ
.
১.২০১৯ সালে ভারতের কততম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে?উঃ ১৭ তম
২.কাজাখস্তানের রাজধানীর নতুন নাম কি?
উঃ নুরসুলতান
৩.২০১৯ সালে অ্যাবেল পুরস্কার জয়ী প্রথম নারী কে?
উঃ কারেন কেসকুলা উহলেনবেক
৪.৯১ তম অস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোনটি?
উঃ Green Book
৫.ভারতের নবনির্বাচিত প্রথম লোকপাল কে?
উঃ সাবেক বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ
৬.বাংলাদেশে নিযুক্ত ভারতের দ্বিতীয় নারী ও বর্তমান হাইকমিশনার কে?
উঃ রিভা গাঙ্গুলি দাস
৭.বাংলাদেশ নিযুক্ত যুক্তরাজ্যের ১৫ তম ও বর্তমান হাইকমিশনার কে?
উঃ রবার্ট চ্যাটার্টন ডিকসন
৮.দেশের একমাত্র গ্যাস সঞ্চালন কোম্পানির নাম কি?
উঃ GTCL
৯.বিশ্বের শীর্ষ কিসমিস উৎপাদনকারী দেশ কোনটি?
উঃ তুরস্ক
১০. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচিত্রের নাম কি?
উঃ তর্জনী; পরিচালক-সোহেল রানা বয়াতি
১১.দেশের প্রথম পাতাল রেল চালু হবে কোন রুটে?
উঃ ঢাকার বিমানবন্দর-কমলাপুর রুটে।
১২.দ্রুত কলেরা নির্ণয় পদ্ধতির যন্ত্রের নাম কি?
উঃ Cholkit
১৩.বিশ্বের বৃহত্তম উদ্বাস্তু শিবির কোথায় অবস্থিত?
উঃ কুতুপালং, কক্সবাজার
১৪.বিশ্বে অর্থ পাচারে শীর্ষ দেশ কোনটি?
উঃ চীন; বাংলাদেশে ১৯ তম
১৫.প্লাস্টিক দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম? উঃ দশম
১৬.বাংলাদেশের প্রথম নারী ব্যাংক ম্যানেজার কে?
উঃ রোকিয়া আফজাল রহমান
১৭.সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূতের নাম কি?
উঃ রিমা বিনতে বান্দার আল সৌদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করছেন।
১৮.আফ্রিকান ইউনিয়নের(AU) নতুন চেয়ারম্যানের নাম কি?
উঃ আবদেল ফাত্তাহ আল সিসি
১৯.দেশের ৩৩ তম নদী বন্দরের নাম কি?
উঃ মেঘাই ঘাট-নাটুয়ারপাড়া নদীবন্দর
২০.মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টিভসের বর্তমান স্পিকার কে?
উঃ ন্যান্সি পেলোসি
২১.আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(ICC) এর নতুন প্রধান নির্বাহী কে?
উঃ মানু স্বাহানি
২২. ' D-8'র বর্তমান মহাসচিব কে?
উঃ দাতো কু জাফর কু শারি(মালয়েশিয়া)
২৩.আন্তর্জাতিক মুদ্রা তহবিলের( IMF) প্রথম নারী প্রধান অর্থনীতিবিদ কে?
উঃ গীতা গোপীনাথ
২৪.World Economic League Table 2019’র জরিপ অনুযায়ী, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
উঃ যুক্তরাষ্ট্র
২৫.World Economic League Table 2019’র জরিপ অনুযায়ী, বিশ্বের সর্বনিন্ম অর্থনীতির দেশ কোনটি?
উঃ ট্রুভ্যালু
২৬.World Economic League Table 2019’র জরিপ অনুযায়ী, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কত?
উঃ ৪১ তম
২৭.স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত মুসলিম মেয়র কে?
উঃ ফিরহাদ হাকিম
No comments