Breaking News

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)

Image result for মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)
বাংলাসাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা, পিএসসির ওরা ১১জনের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক মাইকেল মধুসূদন দত্তের আজ মৃত্যু দিবস ( ২৯ জুন) ।কিছু তথ্য জানার চেষ্টা করি।
জন্ম-২৫ জানুয়ারি, ১৮২৪,যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে।
তিনি খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেন-১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি, ১৯ বছর বয়সে।
তিনি বাংলাসাহিত্যে প্রথম বিদ্রোহী কবি+ কাব্য সাহিত্যে আধুনিকতার জনক, প্রথম অমিত্রাক্ষর ছন্দের+ সনেটের প্রবর্তক,
তিনি নীলদর্পন নাটকের ইংরেজি অনুবাদ করেন-১৮৬১ সালে
তার রচিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ The Captive Lady (1849)
অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ করেন -পদ্মাবতী নাটকে (Apple of Discord অবলম্বনে),তবে সফল প্রয়োগ ঘটান "তিলোত্তমাসম্ভব " কাব্যে
রামায়ণ এর কাহিনী অবলম্বনে তার রচিত প্রথম সার্থক মহাকাব্য -মেঘনাদবধ কাব্য (১৮৬১-#৩৮তম বিসিএস),এ কাব্যে সর্গ সংখ্যা ৯টি।
বাংলাসাহিত্যে প্রথম সনেট কবিতা বঙ্গভাষা তার লেখা
বাংলাসাহিত্যে প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা (১৮৫৯)
বাংলাসাহিত্যে প্রথম পত্র কাব্য- বীরাঙ্গনা (১৮৬২) তার রচনা
বাংলাসাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক-কৃষ্ণকুমারী (১৮৬১) তার রচনা
তার রচিত সর্বশেষ ট্রাজেডি নাটক -মায়াকানন (১৮৭৪)
তার রচিত দুটি প্রহসন হলো-
"একেই কি বলে সভ্যতা ",বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
সাহিত্যকর্ম
মহাকাব্য-#মেঘনাদবধ কাব্য -১৮৬১-৩৮তম বিসিএস
#নাটক -
শর্মিষ্ঠা -১৮৫৯
পদ্মাবতী -১৮৬০
কৃষ্ণকুমারী-১৮৬১
হেক্টরবধ -১৮৭১
মায়াকানন -১৮৭৪
কাব্যগ্রন্থ -
The Captive Lady (1849)
তিলোত্তমাসম্ভব -১৮৬০
ব্রজাঙ্গনা -১৮৬১
বীরাঙ্গনা -১৮৬২ (পত্রকাব্য-১১টি পত্র আছে)
চতুর্দশপদী কবিতাবলি -১৮৬৬
প্রহসন -
"একেই কি বলে সভ্যতা "-১৮৬০
,বুড়ো শালিকের ঘাড়ে রোঁ-১৮৬০
মৃত্যু
২৯ জুন,১৮৭৩ কলকাতার আলিপুর হাসপাতালে

No comments