Breaking News

নারী বিশ্ব আন্তির্জাতিক সাধারন জ্ঞান



১★ বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন --- ইসাবেলা পেরেন (আর্জেন্টিনা,১৯৭৪ সালে)।
২★ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম---- শ্রীমাভো বন্দনায়েক (শ্রীলঙ্কা,১৯৬০ সাল)।
৩★ মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম --- বেনজির ভুট্টো ( পাকিস্তান, ১৯৮৮ সালে)।
৪★ এশিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম --- কোরাজন একিনো (ফিলিপাইন)।
৫★ মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম --- মেঘবতী সুকর্ণপুএী ( ইন্দোনেশিয়া)।
৬★ বিশ্বের প্রথম মহিলা স্পিকারের নাম --- ওলগ রুডার জিনেক ( অষ্ট্রিয়া,১৯২৭ সালে)।
৭★ মুসলিম বিশ্বের প্রথম মহিলা স্পিকারের নাম+--- ফাহমিদা র্মিজা (পাকিস্তান)।
৮★ যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকারের নাম--- ন্যান্সি পোলেসি।
৯★ যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম --- মেডিলিন অলব্রাইট।
১০★ জাতিসংঘের প্রথম নারী সভাপতির নাম --- বিজয় লক্ষ্মী পন্ডিত(ভারত)।
১১★ আন্তজার্তিক আদালতে প্রথম নারী বিচারকের নাম --- রোজলিন হিগিন্স (যুক্তরাজ্য)।
১২★ মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে ---- নিউজিল্যান্ডে( ১৮৯৩ সালে)।
১৩★ ইসরায়েলে মহিলাদের সামরিক কার্যক্রম ---- বাধ্যতামুলক।
১৪★ তুরস্কের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম --- তানসু সিলার।
১৫★ ইসরায়েলের প্রাক্তন নারী প্রধানমন্ত্রীর নাম *---- গোল্ডামায়ার।
১৬★ নিউজিল্যান্ডের প্রাক্তন নারী প্রধানমন্ত্রীর নাম--- হেলেন ক্লার্ক।
১৭★ ভারতে কংগ্রেসের প্রাক্তন নারী সভাপতির নাম --- সোনীয়া গান্ধী।
 
★★★ বিশ্বের কতিপয় সংবাদ সংস্থাঃ
১৮★ কাতারের সংবাদ সংস্থার নাম --- আল জাজিরা ( এটি স্যাটেলাইট টিভি নেটওয়ার্ক)।
১৯★ এই সংবাদ সংস্থাটি কাতারের দোহায় প্রতিষ্ঠিত হয়--- ১৯৯৬ সালে।
২০★ অষ্ট্রেলিয়ার সংবাদ সংস্থার নাম--- ফেয়ারফ্যাক্স মিডিয়া (প্রতিষ্ঠিতঃ১৮৪১সালে)।
২১★ এর সদর দপ্তর অবস্থিত --- সিডনিতে।
২২★ ভারতের সংবাদ সংস্থার নাম --- প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া ( PTI),ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (UNI)।
২৩★ পাকিস্তানের সংবাদ সংস্থার নাম--- এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান, পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল ( PPI)।
২৪★ নেপালের সংবাদ সংস্থার নাম --- রাষ্ট্রীয় সমাচার সংস্থা ( RSS)।
২৫★ সৌদি আরবের সংবাদ সংস্থার নাম--- সৌদি প্রেস এজেন্সি ( SPA)।
২৬★ ইসরায়েল সংবাদ সংস্থার নাম--- জিউস টেলিগ্রাফিক এজেন্সি।
২৭★ ফিলিস্তিনের সংবাদ সংস্থার নাম --- ওয়াকা।
২৮★ মিশরের সংবাদ সংস্থার নাম --- মিডিল ইস্ট নিউজ এজেন্সি (মেনা)।
২৯★ তুরস্কের সংবাদ সংস্থার নাম--- আনাডুলি এজেন্সি।
৩০★ ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম--- আনতারা।
৩১★ মালেশিয়ার সংবাদ সংস্থার নাম--- বারনামা।
৩২★ জাপানের সংবাদ সংস্থার নাম--- কাইডো নিউজ।
৩৩★ দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থার নাম --- ওনহাপ নিউজ এজেন্সি।
৩৪★ ইরানের সংবাদ সংস্থার নাম--- ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি।
৩৫★ আফগানিস্তানের সংবাদ সংস্থার নাম --- বখতার নিউজ এজেন্সি, আফগান ইসলামিক প্রেস।
৩৬★ চীনের সংবাদ সংস্থার নাম --- সিনহুয়া নিউজ এজেন্সি, সেন্ট্রাল নিউজ এজেন্সি।
৩৭★ মেক্সিকোর সংবাদ সংস্থার নাম --- নটিমেক্স।
৩৮★ কানাডার সংবাদ সংস্থার নাম --- দি কানাডিয়ান প্রেস।
৩৯★ হাঙ্গেরির সংবাদ সংস্থার নাম --- মাগায়ার টাভিরাটি ইরোডা।
৪০★ পোল্যান্ডের সংবাদ সংস্থার নাম --- পোলিশ প্রেস এজেন্সি।
৪১★ বেলজিয়ামের সংবাদ সংস্থার নাম --- বেলজা।
৪২★ জার্মানির সংবাদ সংস্থার নাম --- ডয়েচে প্রেস।
৪৩★ নেদারল্যান্ডের সংবাদ সংস্থার নাম --- বিএন ও নিউজ ।
৪৪★ পর্তুগালের সংবাদ সংস্থার নাম --- লুসা।
৪৫★ ইতালির সংবাদ সংস্থার নাম --- ইতালিয়ান জার্নালিস্ট এজেন্সি ( AGI), Agenzia Nazionale Stampa Association (ANSA), ইন্টার প্রেস সার্ভিস।
৪৬★ ফ্রান্সের সংবাদ সংস্থার নাম--- এজেন্সি ফ্রান্স প্রেস ( AFP)।
৪৬★ এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থা প্রতিষ্ঠিত হয় --- ১৮৩৫ সালে (ফ্রান্সের প্যারিসে)।
৪৭★ এটির প্রতিষ্ঠাতার নাম --- চার্লস লুইস হ্যাবস।
৪৮★ যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থার নাম--এসোসিয়েটেড প্রেস ( AP)।
৪৯★ এটি প্রতিষ্ঠিত হয় --- ১৮৪৬ সালে (নিউইয়র্ক)।
৫০★ ক্যাবল নিউজ নেটওয়ার্ক --- CNN।
৫১★ যুক্তরাজ্যের সংবাদ সংস্থার নাম --- রয়র্টাস।
৫২★ পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা --- রয়র্টাস।
৫৩★ এটি প্রতিষ্ঠা করেন পল জুলিয়াস রয়র্টাস --- ১৮৫১ সালে।
৫৪★ এটির সদর দপ্তর অবস্থিত ---- লন্ডনে।
৫৫★ বিবিসি নিউজ (BBC) পৃথিবীর বৃহত্তম --- ব্রডকাস্টিং কর্পোরেশন।
৫৬★ BBCএর পূর্নরুপ হলো --- British Broadcasting Corporation..
৫৭★ এটি প্রতিষ্ঠিত হয় --- ১৯২৭ সালে।
৫৮★ রাশিয়ার সংবাদ সংস্থার নাম--- Telegraph Agency of the Soviet Union (TASS)., ইনফরমেশন টেলিগ্রাফ এজেন্সি অব রাশিয়া ( ITAR),ইন্টারফ্যাক্স (interfax), নস্তোভি -- Russian Information Agency Novosti (RIA Novosti).