Breaking News

বাংলাদেশের নদ-নদী


1. মোট নদ-নদী- প্রায় ৭০০টি
2. ভারত থেকে বাংলাদেশে আসা নদী- ৫৫টি
3. মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী- ৩টি
4. বাংলাদেশের আন্তর্জাতিক নদী- ১টি (পদ্মা) যার ভারতীয় নাম গঙ্গা।
5. মোট আন্তঃসীমান্ত নদী- ৫৮টি
6. বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী- ১টি (কুলিখ)
7. বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন নদী- ২টি (হালদা ও সাঙ্গু)
8. বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই
9. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ (৫৬ কিমি)
10. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা
11. হাড়িয়াভাঙ্গার মোহনায় অবস্থিত- দক্ষিণ তালপট্টি দ্বীপ (ভারতে নাম পূর্বাশা, এই দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বন্দ্ব চলছে।)
12. প্রধান নদী- পদ্মা
13. দীর্ঘতম নদী-মেঘনা
14. দীর্ঘতম নদ- ব্রহ্মপুত্র (একমাত্র নদ)
15. প্রশস্ততম নদী- যমুনা
16. সবচেয়ে খরস্রোতা নদী- কর্ণফুলী
17. বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী- পদ্মা
18. চলন বিলের মধ্য দিয় প্রবাহিত নদী- আত্রাই
19. জোয়ার-ভাঁটা হয় না- গোমতী নদীতে
20. প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র- হালদা নদী
21. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ
22. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা
23. বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই
24. বরাক নদী বাংলাদেশে ঢুকেছে- সুরমা হয়ে (পরে মেঘনায় গিয়ে মিশেছে)
25. যমুনার সৃষ্টি হয়- ১৭৮৭ সালের ভূমিকম্পে
২৬.কুমিল্লার দু:খ বলা হয়-গোমতীকে(জোয়ার-ভাটা হয় না)

#বিভিন্ন নদীর পূর্বনাম
1. যমুনা> জোনাই নদী
1. বুড়িগঙ্গা> দোলাই নদী (দোলাই খাল)
1. ব্রহ্মপুত্র> লৌহিত্য
26. নদী সিকস্তি- নদী ভাঙনে সর্বস্বান্ত
27. নদী পয়স্তি- নদীর চরে যারা চাষাবাদ করে
28. ফারাক্কা বাঁধ- গঙ্গা নদীর উপরে (বাংলাদেশে এসে গঙ্গা ‘পদ্মা’ নাম নিয়েছে)
29. বাকল্যান্ড বাঁধ- বুড়িগঙ্গার তীরে (১৮৬৪ সালে নির্মিত)
30. টিপাইমুখ বাঁধ- বরাক নদীর উপরে (ভারতের মণিপুর রাজ্যে)
31. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র- কর্ণফুলী নদীর উপর (১৯৬২ সালে নির্মিত)
32. চট্টগ্রাম বন্দর- কর্ণফুলী নদীর তীরে
33. মংলা (খুলনা) বন্দর- পশুর নদীর তীরে
34. মাওয়া ফেরিঘাট- পদ্মার তীরে
35. প্রধান নদীবন্দর- নারায়ণগঞ্জ
36. নদী গবেষণা ইন্সটিটউট- ফরিদপুর
37. নদী উন্নয়ন বোর্ড- ঢাকায়

#বিভিন্ন নদীর উৎপত্তিস্থল-
1. পদ্মা> হিমালয়ের গঙ্গৌত্রি হিমবাহ
1. ব্রহ্মপুত্র> তিব্বতের মানস সরোবর
1. যমুনা> তিব্বতের মানস সরোবার
1. মেঘনা> আসামের লুসাই পাহাড়
1. কর্ণফুলী> মিজোরামের লুসাই পাহাড়
#নদী তীরবর্তী শহর:
* ঢাকা = বুড়িগঙ্গা
* চট্টগ্রাম= কর্ণফুলী
*কুমিল্লা= গোমতী
*রাজশাহী= পদ্মা
* মহাস্থানগড়= করতোয়া
* বরিশাল= কীর্তনখোলা
*খুলনা= রূপসা
* টঙ্গী=তুরাগ
* চাঁদপুর= মেঘনা
* গাজীপুর= তুরাগ
*সুনামগঞ্জ= সুরমা
* মংলা= পশুর
* ভৈরব=মেঘনা
* রংপুর= তিস্তা
* টাঙ্গাইল= যমুনা
* পঞ্চগড়= করতোয়া
*. কক্সবাজার=নাফ
* নাটোর=আত্রাই
*দৌলতদিয়া= পদ্মা
*কুষ্টিয়া= গড়াই
#দ্বীপ
1. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ------ বাংলাদেশ
2. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ----- সুন্দরবন
3. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ-----ভোলা (৩৪০৩ বর্গকিমি)
4. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা----- ভোলা, (দ্বীপের রাণী)
5. সর্ব দক্ষিণের দ্বীপ-----ছেঁড়া দ্বীপ (না থাকলে সেন্ট মার্টিন দ্বীপ)
[প্রকৃতপক্ষে, ছেঁড়া দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের সর্ব দক্ষিণের অংশ । তবে জোয়ারের সময় এটি সেন্ট মার্টিন দ্বীপ থেকে আলাদা হয়ে যায় ।]
6. একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ----- সেন্ট মার্টিন দ্বীপ
7. নিঝুম দ্বীপ অবস্থিত----- মেঘনা নদীর মোহনায়
8. নিঝুম দ্বীপের পুরোনো নাম----বাউলার চর
9. দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- সাতক্ষীরা জেলায় (আয়তন---- ৮ বর্গকিমি)
10. দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়
11. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম- নিউমুর বা পূর্বাশা দ্বীপ (ভারতে এ নামে পরিচিত)
12. দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ----- বাংলাদেশ ও ভারতের
13. ভারতীয় নৌ-বাহিনী জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল করে নেয়------ ১৯৮১ সালে
14. একমাত্র পাহাড়ি দ্বীপ----- মহেশখালি
15.আদিনাথ মন্দির আছে---মহেশখালিতে
16. মনপুরা দ্বীপ অবস্থিত---ভোলা জেলায়
17. হিরণ পয়েন্ট ও টাইগার পয়েন্ট---- সুন্দরবনে অবস্থিত
18. বাতিঘরের জন্য বিখ্যাত----কুতুবদিয়া
19. প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরির জন্য বিখ্যাত ছিল-----সন্দ্বীপ
20.বৃহত্তম দ্বীপ একমাত্র দ্বীপ জেলা--ভোলা
22. সর্ব দক্ষিণের দ্বীপ------ছেঁড়া দ্বীপ
23. সামুদ্রিক প্রবাল দ্বীপ পূর্বনাম/ অপর নাম- নারিকেল জিঞ্জিরা------সেন্ট মার্টিন,৮ কিমি।
24. পাহাড়ি দ্বীপ আদিনাথ মন্দির অবস্থিত-------মহেশখালি
55. বাতিঘরের জন্য বিখ্যাত------কুতুবদিয়া
26. মনপুরা দ্বীপ অবস্থিত-----ভোলা জেলায়
27. সুন্দরবনে অবস্থিত-----হিরণ পয়েন্ট
28. সুন্দরবনে অবস্থিত----টাইগার পয়েন্ট
29. সূর্য উদয় ও সূর্যাস্ত একসঙ্গে দেখা যায় যে দ্বীপ থেকে------কুয়াকাটা,পটুয়াখালী,১৮ কিমি।
#বিল
1. সর্ববৃহৎ বিল- চলনবিল
2. চলনবিল- পাবনা ও নাটোরে অবস্থিত
3. চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী- আত্রাই
4. মিঠাপানির মাছের প্রধান উৎস- চলনবিল
5. তামাবিল- সিলেটে
6. বিল ডাকাতিয়া- খুলনায়
7. আড়িয়াল বিল- শ্রীনগর (মুন্সীগঞ্জ)
#হাওড়
1. সবচেয়ে বড় হাওড়- টাঙ্গুয়ার হাওড়
2. টাঙ্গুয়ার হাওড়- ‍সুনামগঞ্জে
3. টাঙ্গুয়ার হাওড়- World Heritage (UNESCO ঘোষিত)
4. টাঙ্গুয়ার হাওড়কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা করে- ২০০০ সালে
5. হাকালুকি হাওড়- মৌলভীবাজার
[বিল ও হাওড়ের পার্থক্য মূলত- বিলে সারা বছর পানি থাকে, কিন্তু হাওড়ে সারা বছর পানি থাকে না । শীতকালে হাওড় শুকিয়ে যায়, আবার বর্ষাকালে পানিতে ভরে যায় । বিলের পানির স্তর মাটির স্তরের নিচে থাকে, তাই বিলে সারা বছর পানি থাকে । আর হাওড়ের পানির স্তর থাকে মাটির স্তরের উপরে; মূলত আশেপাশের তুলনায় নিচু হওয়ায় বর্ষাকালে ভরা নদীর পানি হাওড়ে এসে জড়ো হয় । শীতকালে নদীর পানি কমে গেলে হাওড়-ও শুকিয়ে যায় ।]
#ঝরনা
1. শীতল পানির ঝরনা- কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে
2. গরম পানির ঝরনা- সীতাকুণ্ডের চন্দ