জানা-অজানা নিউজ(লোহিত সাগরের পানি কিন্তু লাল নয়!)
ভারত মহাসাগরের একটি বর্ধিত অংশ লোহিত সাগর (Red Sea), যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। এটা দক্ষিণে বাব-এল-মান্দেব প্রণালী ও এডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত হয়েছে। সাগরটির উত্তরাংশে সিনাই উপদ্বীপ, আকাবা উপসাগর এবং সুয়েজ উপসাগর অবস্থিত।
লবণাক্ত এ সাগরের দৈর্ঘ্য ২,২৫০ কিমি বা ১,৩৯৮ মাইল ও সর্বাধিক ৩৫৫ কিমি বা ২২০.৬ মাইল প্রশস্ত। এর গড় গভীরতা প্রায় ৪৯০ মিটার বা ১,৬০৮ ফুট। আশপাশের মরুভূমির উত্তপ্ত বালু এটি বৃষ্টিপাতের অভাবে সাগরের লবণাক্ততা বেড়ে এটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সাগরগুলোর একটিতে পরিণত হয়েছে।
এখানে প্রায় ১,০০০ প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী ও ২০০ প্রকার নরম ও শক্ত প্রবালের বাস রয়েছে। আধুনিক বিশেষজ্ঞদের মতে, এর নামের সাথে ‘Red’ যুক্ত হয়েছে ‘দক্ষিণ দিক’ বোঝাতে। উল্লেখ্য, কিছু ভাষায় দিক বোঝাতে রঙের নাম ব্যবহৃত হয়। অর্থাৎ লোহিত সাগরের পানি বা অন্য কিছু লাল নয়।