Breaking News

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন

০১) কপালকুণ্ডলা(১৮৬৬) যে প্রকৃতির রচনা?
__রোমান্সধর্মী উপন্যাস (নায়ক নবকুমার ও কপালকুণ্ডলা)

০২) তুমি অধম তাই বলে আমি উত্তম হইবো না কেন?
__বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি।

০৩) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো'কবিতাটির রচয়িতা কে?
__নির্মেলেন্দু গুণ

০৪) আধ্যাত্মিকা"গ্রন্থের লেখক কে?
__প্যারিচাঁদ মিত্র

০৫) চোখের বালি(১৯০৩)" উপন্যাসটির লেখক কে?
__রবীন্দ্রনাথ ঠাকুর।

০৬) তুমি আসবে বলে হে স্বাধীনতা"কার কবিতা?
__শামসুর রাহমানের

০৭) শূন্যপুরাণ"রচনা করেন কে?
__রামাই পণ্ডিত

০৮) সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কী?
__আকাল

০৯) রবীন্দ্রনাথ ঠাকুরের "ছিন্নপত্রের" অধিকাংশ পত্র কাকে উদ্দশ্য করে লেখা?
__ইন্দিরা দেবীকে।

১০) রবীন্দ্রনাথ ঠাকুরের "ভানুসিংহ"ঠাকুরের পদাবলীর ভাষা কী?
__ব্রজবুলি

১১) সর্বপ্রথম বিধবাবিবাহের পক্ষ্যে আন্দোলন করেন কে?
__ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১২) বর্ণপরিচয়"এর রচয়িতা কে?
__ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর।

১৩) অশোক সৈয়দ"কার ছন্মনাম?
__আব্দুল মান্নান সৈয়দ এর।

১৪) গাড়ি চলে না,চলে না, চলে না রে"গানটির গীতিকার কে?
__শাহ্ আব্দুল করিমের।

১৫) মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি"গানটির রচয়িতা কে?
__গোবিন্দ হালদার

১৬) সনেট এর কয়টি অংশ?
__২টি(ভাবের প্রবর্তনা ও পরিণতি)

১৭) বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা "কল্লোল"কত সালে প্রকাশিত হয়?
__১৯২৩ সালে।

১৮) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
__অক্ষয়কুমার দত্ত

১৯) পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
__সঞ্জয় ভট্টাচার্য ব্যাকরণ

২০) ব্যাকরণ ভাষাকে কী করে?
___বিশ্লেষণ করে।

২১) স্ত্রী<ইস্ত্রী হয়েছে কোন প্রকিয়ায়?
__আদি স্বরাগম

২২) অনাদর শব্দটির ব্যাসবাক্য কী?
__ন আদর

২৩) মা ছিল না বলে কেই তার চুল বেঁধে দেয় নি"এটি কি ধরনের বাক্য?
__সরল বাক্য

২৪)'ড়, ঢ়' কী জাতীয় ধ্বনি?
__তাড়নজাত

২৫) ণ-ত্ব,ষ-ত্ব বিধান কোন শব্দে হয়?
__তৎসম বা সংস্কৃত শব্দে।

২৬)বাংলা ব্যাকরণের কোন অংশে "সন্ধি" আলোচনা করা হয়?
__ধ্বনিতত্ত্বে

২৭)পিত্রালয়" এর সন্ধি বিচ্ছেদ কী?
__পিতৃ+আলয়

২৮)পরস্পর"কোন ধরনের সন্ধি?
__নিপাতনে সিদ্ধ

২৯)সম্+চয়"এটা কোন ধরনের সন্ধি?
__ব্যঞ্জন সন্ধি

৩০)পরীক্ষা"এর সন্ধি বিচ্ছেদ কী?
__পরি+ঈক্ষা

৩১)কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য-ষ হয় না?
__সাৎ

৩২)সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে?
__সংস্কৃত ভাষা থেকে।

৩৩)আলোছায়া" পদটি কোন সমাস?
__দ্বন্দ্ব সমাস(আলো ও ছায়া)

৩৪)প্রভাতে উঠিল রবি লোহিত বরণ" এখানে 'প্রভাতে' কোন কারকে?
__অধিকরণে ৭মী

৩৫)"ষোলকলা'শব্দের অর্থ কী?
__সম্পূর্ণ

৩৬)"ফুটিফাটা" বাগধারার অর্থ কী?
__চৌচির

৩৭)যা দমন করা যায় না" এক কথায় কী?
__অদম্য

৩৮)যে রোগ নির্ণয় করতে হাতরে মরে?এক কথায় কী?
__হাতুড়ে

৩৯)বিশেষ খ্যাতি আছে যার"এক কথায়?
__বিখ্যাত।

৪০)প্রাচ্য এর বিপরীত কী?
__প্রতীচ্য

৪১)নির্মল শব্দের বিপরীত কী?
__পঙ্কিল

৪২)"Pragmatic"এর সঠিক অর্থ কী?
__বাস্তবধর্মী

৪৩)Justification for"এর সঠিক অনুবাদ
__সমর্থন।

বাংলাদেশ বিষয়াবলিও ইংরেজি

৪৪)খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?
__পুঞ্জি

৪৫)বর্ণালি ও শুভ্রা" কিসের জাত?
__উন্নত জাতের ভুট্টা

৪৬)বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় কবে?
__১১ডিসেম্বর ২০১৭ সালে।

৪৭)মুজিবনগর কোথায় অবস্থিত?
__মেহেরপুর জেলায়।

৪৮) ৬দফা দাবী কোথায় উত্থাপিত হয়?
__লাহোরে।

৪৯)ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এর নাম কী?
__লর্ড মাউন্টব্যাটেন।

৫০)মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল?
__৮নং সেক্টরে।