১২টি অনন্য প্রাণী সম্পর্কে ১২টি মজার তথ্য
প্রাণী বৈচিত্র্য সত্যিই আশ্চর্যজনক। আমরা সবাই অনন্য এবং কখনও কখনও আচরণে খুবই অস্বাভাবিকও বটে। দ্যা ডোডো ডট কম কিছু মজার, আশ্চর্যজনক ও অস্বাভাবিক প্রাণী আচরণ খুঁজে পেয়েছে। চলুন আমরাও জেনে নিই সেগুলো-
১। চিংড়ি-র হার্ট/হৃৎপিন্ড এদের মাথায় অবস্থিত।
২। একটা শামুক তিন বছর পর্যন্ত ঘুমিয়ে কাটাতে পারে।
৩। স্লাগদের চারটি নাক আছে।
৪। হাতি হলো একমাত্র প্রাণী যারা লাফ দিতে পারে না।
৫। একটি ব্যাং-কে চিত করে শুইয়ে তার পেটের উপর মুদু আঘাত দিয়ে তাকে শান্ত করে রাখা যায়।
৬। একবার খাবার খেলে তা হজম করতে একটি শ্লথের দুই সপ্তাহ সময় লাগে।
৭। এন্টার্কটিকার হিমবাহের যে বরফ আছে তার ৩ শতাংশই হলো পেঙ্গুইন এর মূত্র।
৮। একটি উন্নত জাতের গাভী তার জীবদ্দশায় ২০০,০০০ গ্লাস দুধ দিয়ে থাকে।
৯। বাদুররা যখন গুহা ত্যাগ করে তখন সবসময়ই বা দিকে ঘুরে যায়।
১০। জিরাফের কোন ভোকাল কর্ড/স্বরযন্ত্র নেই।
১১। ক্যাঙ্গারু পাদু দিতে পারে না।
১২। অস্ট্রিচ-এর চোখ তার ব্রেন থেকে বড়।