চৈতন্য জীবনী কাব্য
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
♦ চৈতন্যের জীবন কাহিনি রচনা করেন মুরারী গুপ্ত। এরপর রচনা করেন স্বরূপ দামোদর। সংস্কৃত ভাষায় লেখা এদের জীবনী কাব্য "কড়চা" নামে পরিচিত।
♦মুরারী গুপ্তের কড়চায় ৭৮ টি সর্গ এবং ১৯০৬ টি শ্লোক আছে।
♦মুরারী গুপ্তের কড়চা ১৫১৩ খ্রীঃ রচিত।
♦কবি কর্ণপুর এর প্রকৃত নাম পরমানন্দ সেন।
♦কবি কর্ণপুর সংস্কৃত ভাষায় রচনা করেন "শ্রীচৈতন্যচরিতামৃত মহাকাব্যম"। গ্রন্থটি ২০টি সর্গে সমাপ্ত। এই মহাকাব্যে ১৫১৫ খ্রীঃ চৈতন্যের গৌড়দেশ ভ্রমণকাল পর্যন্ত বিভিন্ন ঘটনার বিস্তৃত বিবরণ আছে।
----------------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------
@@ চৈতন্যভগবত >>>>>
♠বাংলা ভাষায় প্রথম চৈতন্যজীবনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস।
♠বৃন্দাবন দাসের জন্ম অনুমানিক ১৫১৯ খ্রীঃ।
♠বৃন্দাবন দাসের কাব্যের নাম "চৈতন্যভগবত"।
♠"চৈতন্যভগবত"-এর খণ্ড সংখ্যা তিন --- আদি , মধ্য ও অন্ত।
♠"চৈতন্যভগবত"-এ মোট অধ্যায় সংখ্যা ৫১। আদি খন্ডে ১৫ টি অধ্যায় , মধ্য খন্ডে ২৬ টি অধ্যায় এবং অন্ত খন্ডে ১০ টি অধ্যায় আছে।
♠"চৈতন্যভগবত"-এর রচনা কাল --- ১৫৪৮ খ্রীঃ ( বিমানবিহারী মজুমদারের মতে )।
♠বৃন্দাবন দাসের মায়ের নাম নারায়ণী দেবী।
♠বৃন্দাবন দাস ছিলেন নিত্যানন্দের শিষ্য।
♠বৃন্দাবন দাস স্থায়ীভাবে দেনুড় গ্রামে বসবাস করেন।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
@@ চৈতন্যচরিতামৃত >>>>>
♥বাংলা ভাষায় শ্রেষ্ঠ চৈতন্যজীবনী কাব্য রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ।
♥কৃষ্ণদাস কবিরাজের কাব্যের নাম "চৈতন্যচরিতামৃত"।
♥কৃষ্ণদাস কবিরাজ তাঁর কাব্যে খন্ডের পরিবর্তে "লীলা" শব্দটি ব্যবহার করেন। তাঁর কাব্যটি তিনটি লীলায় বিভক্ত --- আদি লীলা , মধ্য লীলা ও অন্ত লীলা ।
♥"চৈতন্যচরিতামৃত" গ্রন্থে মোট ৬২ টি পরিচ্ছেদ আছে। আদি লীলায় ১৭টি , মধ্য লীলায় ২৫ টি এবং অন্ত লীলায় ২০টি পরিচ্ছেদ আছে ।
♥কৃষ্ণদাস কবিরাজের পিতা --- ভগীরথ , মাতা --- সুনন্দা।
♥বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী ঝামটপুর গ্রামে কৃষ্ণদাস কবিরাজ জন্মগ্রহণ করেন।
♥কৃষ্ণদাস কবিরাজ ছিলেন নিত্যানন্দের শিষ্য।
♥কৃষ্ণদাস কবিরাজ জাতিতে বৈদ্য ছিলেন।
♥কৃষ্ণদাস কবিরাজ নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন।
♥কৃষ্ণদাস কবিরাজের ভাই এর নাম শ্যামদাস।
♥ডঃ সুকুমার সেন "চৈতন্যচরিতামৃত"-এর লিপিকাল ১৫৬০-১৫৮০ খ্রীঃ বলেছেন।
♥কৃষ্ণদাস কবিরাজের জন্মকাল ---
১] যদুনাথ সরকারের মতে ১৫১৭ খ্রীঃ।
২] বিমানবিহারী মজুমদারের মতে ১৫২৭ খ্রীঃ।
৩] জগদ্বন্ধু ভদ্রের মতে ১৪৯৬ খ্রীঃ।
♥বৈষ্ণব সমাজের বেদ হল "চৈতন্যচরিতামৃত" গ্রন্থ।♥একটি করে বন্দনা শ্লোক দিয়ে প্রতিটি পরিচ্ছেদ শুরু করেছেন কৃষ্ণদাস কবিরাজ।
♥তত্বের বর্ণনায় কৃষ্ণদাস কবিরাজ স্বরূপ দামোদরের কড়চার দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছেন।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
@@ লোচন দাস >>>>>
♣লোচন দাসের সম্পূর্ণ নাম --- লোচনানন্দ দাস।
♣জন্মস্থান --- বর্ধমান জেলার কোগ্রাম।
♣পিতা --- কমলাকার দাস , মাতা --- সদানন্দী।
♣কাব্যের নাম --- "চৈতন্যমঙ্গল"।
♣কাব্যের খণ্ড সংখ্যা চারটি। এগুলি হল --- সূত্র খণ্ড , আদিখণ্ড , মধ্যখণ্ড এবং শেষখণ্ড।
♣আনুমানিক ১৫৬০--১৫৭০ খ্রিস্টাব্দের মধ্যে লোচন দাসের কাব্যটি রচিত হয়।
♣মুরারী গুপ্তের দ্বারা প্রভাবিত হয়ে লোচন দাস তাঁর কাব্য রচনা করেন।
♣লোচন দাস জাতিতে বৈদ্য ছিলেন।
♣লোচন দাস নরহরি সরকারের শিষ্য ছিলেন।
♣এগারো হাজার ছত্রে রচিত হয়েছে লোচন দাসের কাব্য।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
@@ জয়ানন্দ >>>>>
♦জন্মস্থান --- বর্ধমান জেলার আমাইপুরা গ্রাম।
♦পিতা --- সুবুদ্ধি মিশ্র , মাতা --- রোদনী দেবী।
♦কাব্যের নাম --- "চৈতন্যমঙ্গল"।
♦আনুমানিক ১৫৬০ খ্রিস্টাব্দে তিনি কাব্যটি রচনা করেন।
♦কাব্যটি নয়টি খন্ডে বিভক্ত। এগুলি হল --- আদি , নদীয়া , বৈরাগ্য , সন্ন্যাস , উৎকল , প্রকাশ , তীর্থ , বিজয় এবং উত্তর।
♦তাঁর "চৈতন্যমঙ্গল" কাব্যটি গান করার উদ্দেশ্যে সৃজিত।
♦জয়ানন্দ গদাধর গোস্বামীর শিষ্য ছিলেন।
♦মঙ্গল কাব্যের রীতি মেনে আদি খন্ডে বিভিন্ন পৌরাণিক দেবদেবীর বন্দনা স্থান পেয়েছে জয়ানন্দের কাব্যে।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
@@অন্যান্য তথ্য >>>>>
♠চূড়ামণি দাসের কাব্যের নাম --- "গৌরাঙ্গ বিজয়"।
♠ড. সুকুমার সেন ১৯৫৭ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি থেকে চূড়ামণি দাসের "গৌরাঙ্গ বিজয়" প্রকাশ করেন।
♠"গৌরাঙ্গ বিজয়" নামটি সুকুমার সেন-এর দেওয়া।
♠"গৌরাঙ্গ বিজয়" কাব্যটি আগে "ভুবনমঙ্গল" নামে পরিচিত ছিল বলে মনে করা হয়।
♠জয়ানন্দ তাঁর "চৈতন্যমঙ্গল" কাব্যে চৈতন্য জীবনীকার গোবিন্দদাস কর্মকারের নাম উল্লেখ করেছেন ।
♠গোবিন্দ দাস কর্মকার-এর কড়চা প্রকাশ করেন ---জয়গোপাল গোস্বামী।
No comments