Breaking News

কবি সমর সেন -মহুয়ার দেশ (দ্বাদশ শ্রেণীর পাঠ্য)

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

♦১) "মহুয়ার দেশ" কবিতাটির কবি হলেন - সমর সেন।
♦২) অলস সূর্য ছবি আঁকে - সন্ধ্যার জলস্রোতে।
♦৩) উজ্জ্বল আলোর স্তম্ভ ছিল - গলিত সোনার মতো।
♦৪) জলের অন্ধকারে ধূসর ফেনায় - আগুন লাগে।
♦৫) ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে-ফিরে আসে -শীতের দুঃস্বপ্নের মতো।
♦৬) মহুয়ার দেশ হল - মেঘ-মদির।
♦৭) মহুয়ার দেশে পথের দু-ধারে ছায়া ফেলে - দেবদারু গাছ।
♦৮) নিজের ক্লান্তির উপরে যা ঝরে পড়ার কথা বলেছেন কবি - মহুয়ার ফুল।
♦৯) মহুয়ার গন্ধে অবসান ঘটবে - ক্লান্তির।
Image result for কবি সমর সেন
♦১০) "....কয়লার খনির / গভীর, বিশাল শব্দ" হয় - মহুয়া বনের ধারে।
♣১১) "সবুজ সকাল" ছিল - শিশিরে ভেজা।
♣১২) ধুলোর কলঙ্ক ছিল - অবসন্ন মানুষের শরীরে।
♣১৩) কয়লাখনির শব্দ কবি শুনতে পান - নিবিড় অন্ধকারে।
♣১৪) ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় - ঘুমহীন চোখে।
♣১৫) "অলস সূর্য" বলতে বোঝানো হয়েছে - অস্তগামী সূর্য।
♣১৬) অলস সূর্য এঁকে দেয় - আলোর স্তম্ভ।
♣১৭) "আর আগুন লাগে" - যেখানে আগুন লাগার কথা বলা হয়েছে :- জলের অন্ধকারে।
♣১৮) "...অনেক দূরে আছে..." - অনেক দূরে যা আছে :- মহুয়ার দেশ।
♣১৯) মহুয়া বনের ধারে আছে - কয়লাখনি।
♣২০) "মহুয়ার দেশ" কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে - সমুদ্রের দীর্ঘশ্বাস।
♥২১) "মেঘ-মদির মহুয়ার দেশ" কোথায় আছে?
উত্তর - অনেক, অনেক দূরে।

♥২২) "মহুয়ার দেশ" কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর - "কয়েকটি কবিতা" (১৯৩৭)।

♥২৩) "মহুয়ার দেশ" কবিতাটি কবে রচিত হয়? উত্তর - ১৯৩৭ খ্রিস্টাব্দে।
♥২৪) "মহুয়ার দেশ" কবিতায় কোন্ স্থানের নিসর্গপ্রকৃতির বর্ণনা পাওয়া যায়?
উত্তর - সাঁওতাল পরগনা।

♥২৫) "মহুয়ার দেশ" কবিতাটির কয়টি স্তবক?
উত্তর - ২ (দুই) টি।

♥২৬) "সন্ধ্যার জলস্রোতে" 'উজ্জ্বল আলোর স্তম্ভ' এঁকে দেয় কোন্ সূর্য?
উত্তর - অলস সূর্য।

♥২৭) "ঘুরে ফিরে ঘরে আসে" কী?
উত্তর - ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস।

♥২৮) "আমার ক্লান্তির উপরে ঝরুক... " - কী? উত্তর - মহুয়ার ফুল।
♥২৯) "সমস্তক্ষণ সেখানে পাথর দুধারে ছায়া ফেলে"। কী?
উত্তর - দেবদারু গাছ।

♥৩০) "মহুয়ার দেশ" কবিতায় কার 'দীর্ঘ রহস্য'-এর কথা বলা হয়েছে?
উত্তর - দেবদারু গাছের।

♠৩১) "রাতের নির্জন নিঃসঙ্গতাকে" 'সমুদ্রের দীর্ঘশ্বাস' কি করে?
উত্তর - আলোড়িত।

♠৩২) "মাঝে মাঝে শুনি"। কবি মাঝে মাঝে কি শোনেন?
উত্তর - কয়লাখনির শব্দ।

♠৩৩) "অবসন্ন মানুষের শরীরে দেখি"। কবি কী দেখেন?
উত্তর - ধুলোর কলঙ্ক।

♠৩৪) "অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক"। কবি কখন দেখেন?
উত্তর - সকালে।

♠৩৫) "ঘুমহীন তাদের চোখে হানা দেয়।" কি হানা দেয়?
উত্তর - ক্লান্ত দুঃস্বপ্ন।

No comments