Breaking News

২০১৮ সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান

২০১৮ সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান#
##বাংলাদেশ_অংশ##
১) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী – তাজউদ্দিন আহমদ
২) ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেয় – UNESCO
৩) উত্তরা গণভবন অবস্থিত – নাটোর
৪) বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত – দিনাজপুর
৫) বাংলাদেশ তার শততম টেস্ট যে দেশের বিপক্ষে জিতে – শ্রীলংকা
৬) আমার ভাইয়ের রক্তে রাঙাানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার – আবদুল লতিফ
৭) বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি – মোঃআবদুল হামিদ
৮) বাংলাদেশের জাতীয় টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক – মুমিনুল হক
৯) বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র - হালদা নদী
১০) ৬ দফা আন্দোলন হয়েছিল – ১৯৬৬ সালে
১১) গ্রীনিস মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য – ৬ ঘন্টা
১২) গজলডোবা বাঁধ বাংলাদেশের যে নদীর উজানে – তিস্তা
১৩) বাংলাদেশে বীরশ্রেষ্ঠ খেতামপ্রাপ্ত মুক্তিযোদ্ধা – ৭ জন
১৪) বাংলাদেশ সংবিধানে মোট তফসিল আছে – ৭ টি

১৫) খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, গানটির রচয়িতা – লালন শাহ
১৬) বাংলাদেশে কোন ব্যক্তির ভোটাধিকারের ন্যূনতম বয়স – ১৮ বছর
১৭) জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন – রাষ্ট্রপতি
১৮) যে আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় – ইরাক
১৯) সংবিধান স্বীকৃত ভাষাকে বলা হয় – রাষ্ট্রভাষা
২০) মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত যে জেলার নাম – যশোর
২১) শেখ মুজিবুর রহমানের জন্মতারিখ – ১৭ মার্চ, ১৯২০
২২) জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা – ১৫০ ফুট
২৩) বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী – ১২ তম
২৪) জাতীয় সংসদের ইংরেজি বা সাংবিধানিক নাম – হাউজ অব দি নেশন
২৫) ইউনিয়ন পরিষদ গঠিত হয় – ১৩ সদস্য নিয়ে
২৬) বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ এর উপাধি – ল্যান্স নায়েক
২৭) “ অপরাজেয় বাংলা “ এর ভাস্কর – সৈয়দ আবদুল্লাহ খালেদ
২৮) মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা – ডা: সেতারা বেগম ও তারামন বিবি
২৯) সংবিধানের যে অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে – ২৮(২) ধারা
৩০) বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল – ১০ এপ্রিল, ১৯৭১ সালে
৩১) বীর বিক্রম উপাধি দেয়া হয় – ১৭৫ জনকে
৩২) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেক্টর ছিল।– ১১ টি
৩৩) বাংলাদেশের অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনের সর্ববৃহৎ খাত – সেবা
৩৪) এশেজ কথাটি যে খেলার সাথে জড়িত – ক্রিকেট
৩৫) বাংলাদেশে সরকারি EPZএর সংখ্যা – ৮ টি

৩৬) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠি হয় – ১৯৬১ সালে
৩৭) বাংলাদেশের বর্তমান পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি - ৭ম
৩৮) বাংলাদেশের সীমান্তে ভারতের রাজ্য – ৫ টি
৩৯) বাংলাদেশ প্রথম যে দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জয় লাভ করে – জিম্বাবুয়ে
৪০) বরেন্দ্র বলতে বোঝায় বাংলাদেশের – রাজশাহী জেলাকে
৪১) পঞ্চাশের মন্বন্তর হয়েছিল – ১৯৪৩ সালে
৪২) মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশ বিভক্ত ছিল – ৬৪ টি সাব সেক্টর
৪৩) বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত – চট্টগ্রামে
৪৪) খুলনা থেকে কলকাতা গামী যে ট্রেন চালু হয় তার নাম – বন্ধন
৪৫) ২০১৬-১৭ অর্থ বছরের বাংলাদেশের জিডিপি – ৭.২৮%
৪৬) ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ থানা – হাতিরঝিল
৪৭) বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র ঘোষনা করা হয় – পায়রা বিদ্যুৎকেন্দ্রকে
৪৮) সাংবিধানিক প্রতিষ্ঠান নয় – পরিকল্পনা কমিশন
৪৯) কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু বাণিজ্যিক সম্পর্ক রয়েছে – তাইওয়ানের সাথে
৫০) সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় – ঢাকায়
৫১) বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় – ১৬ ডিসেম্বর ১৯৭১

৫২) গঙ্গা নদী বাংলাদেশে যে নামে পরিচিত – পদ্মা
৫৩) সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত – তৈরি পোশাক
৫৪) বাংলাদেশকে স্বীকৃতি দান কারী প্রথম দেশ – ভূটান
##আন্তর্জাতিক অংশ##
৫৫) মানব উন্নয়ন সূচক ২০১৬ তে শীর্ষ দেশ।– নরওয়ে
৫৬) পোপ ফ্রান্সিস যত তম ক্যাথলিক চার্চ – ২৬৬ তম
৫৭) রোবট সুফিয়া যে দেশের নাগরিক – সৌদি আরব
৫৮) জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত – নিউইয়র্কে
৫৯) পাট উৎপাদনে শীর্ষ দেশ – ভারত
৬০) শতবছর ব্যাপী যুদ্ধ হয়েছিল – ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে
৬১) জি ১৫ যে বিশ্বের অর্থনৈতিক গ্রুপ বা দল – তৃতীয় বিশ্বের
৬২) মানবাধিকার দিবস – ১০ ডিসেম্বর
৬৩) ব্রাজিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় – ৫ বার
৬৪) ILO এর সদর দপ্তর – জেনেভা
৬৫) ২০১৫ সালে ইরানের সাথে পরমাণু চুক্তি করেছিল – ৬ টি দেশ
৬৬) জাতি সংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ নয় – জার্মানি
৬৭) কিয়োটো প্রটোকল দে দেশে স্বাক্ষরিত হয়েছিল – জাপান
৬৮) লেবাননের রাজধানী – বৈরুত
৬৯) জাতিসংঘের বর্তমান মহাসচিব – অ্যান্টোনিও গুতেরেস
৭০) ম্যানবুকার পুরস্কার ২০১৭ লাভ করেন – জর্জ স্যান্ডার্স
৭১) যে দেশ ন্যাটোর সদস্য নয় – অস্ট্রিয়া

No comments