শিক্ষার্থীদের যে বিষয়গুলোতে সব থেকে বেশি দুশ্চিন্তা(Confusion)
শিক্ষার্থীদের যে বিষয়গুলোতে সব থেকে বেশি দুশ্চিন্তা(Confusion) হতে দেখেছি -
১. "ডাহুকী" → উপন্যাস না কবিতা? ★
দুটোই। এ নামে একখানা উপন্যাস ও আছে। আবার কবিতাও আছে।
"ডাহুকী" উপন্যাস → আল মাহমুদ
"ডাহুকী" কবিতা → জীবনানন্দ দাশ
১. কে জনক? কে পথিকৃৎ?
বাংলা গদ্যের জনক → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা গদ্যের পথিকৃৎ → উইলিয়াম কেরি
প্রশ্নঃ বুঝবো কিভাবে? দুইটা আলাদা?
উত্তরঃ পথিকৃৎ মানে, কোনো কিছু একবারে প্রথমে যে শুরু করেন বা নিয়ে আসেন। আর জনক সেটাকে ঢেলে সাজান বা পরিশীলিত রুপ দেন।
Additional Information
> বাংলা উপন্যাসের জনক → বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
> বাংলা গল্পের জনক → রবীন্দ্রনাথ ঠাকুর
> আধুনিক বাংলা কবিতার জনক → মাইকেল মধুসূদন দত্ত
★ উপাদান এবং উপকরণ ★
এমনিতে আমরা দুটো শব্দকে এক ও অভিন্ন কল্পনা করি। কিন্তু, ব্যাকরণগত ভাবে দুটো আলাদা। কিভাবে? উদাহরণ দিচ্ছি-
ধ্বনি → শব্দ → বাক্য → ভাষা
এই ফ্লো-চার্ট খেয়াল করো।
যদি প্রশ্নে "মূল উপাদান" জিজ্ঞেস করে, তাহলে শুধু "ধ্বনি" উত্তর হবে।
ব্যাখা করে বলতে গেলে:-
> ভাষার মূল উপাদান → ধ্বনি
> বাক্যের মূল উপাদান → ধ্বনি
> শব্দের মূল উপাদান → ধ্বনি
কিন্তু, প্রশ্নে যদি "মূল উপকরণ/একক" জিজ্ঞেস করে, তাহলে উত্তর টা হবে উলটা দিক থেকে। ব্যাখা করে বলতে গেলে:-
> ভাষার মূল উপকরণ/একক → বাক্য
> বাক্যের মূল উপকরণ/একক → শব্দ
> শব্দের মূল উপকরণ/একক → ধ্বনি
এবার বুঝেছেন? 'উপাদান' আর 'উপকরণ' এর মারপ্যাঁচ?
★ বাংলা ভাষার অবস্থান ★
একেক বই/শীটে একেক রকম দেওয়া। সঠিক কোনটা? কোনটা পড়ব ভাইয়া? ভাইয়া কান্নাকাটি বাদ দাও, আমি যেটা দিচ্ছি, মনে রাখো -
মাতৃভাষার দিক দিয়ে → ৪র্থ
ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে → ৬ষ্ঠ
দাপ্তরিক (অফিসিয়াল) ভাষা হিসেবে → ৮ম/৯ম/১০ম
★ "ঋ" → মেরে ফেলল ভাইয়ায়ায়ায়ায়া-
মেরে ফেলে নাই তোমাকে। তুমি এটা নিয়ে অযথাই কনফিউজড হচ্ছো। মনে রাখবা,
ঋ → স্বরবর্ণ। কিন্তু এটা ব্যঞ্জনধ্বনি।
কেন? ব্যঞ্জনধ্বনি কেন? কারণ ঋ - এর উচ্চারণ টা হয় "রি" এর মত।
No comments