রিপোর্ট_সমীক্ষাঃ
১.জাতিসংঘ,বিশ্বব্যাংক,আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ট্রেডিং ইকোনমিকস-এর সাম্প্রতিক তথ্যানুয়ায়ী উচ্চ বেকারত্বের হারে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উঃ দক্ষিণ আফ্রিকা (২৮.২০%)
• বৃহত্তম অর্থনীতির দেশসমূহে বেকারত্বের হারে শীর্ষ দেশ কোনটি?
উঃ ব্রাজিল(১২.১%) ; যুক্তরাষ্ট্র( ১০.২%) ; ইতালি(৯.৯%)
•সার্কভুক্ত দেশে বেকারত্বের হারে শীর্ষ দেশ কোনটি?
উঃ আফগানিস্তান(১১.১%); মালদ্বীপ( ৬.১%); ভারত(৫.৪%); পাকিস্তান(৪.৫%) ; শ্রীলংকা(৪.২%) ; বাংলাদেশ(৪.২%); ভুটান(২.৩%) ও নেপাল( ১.৪%)
২.বৈশ্বিক উদ্ভাবনী সূচক ২০২০ অনুসারে, বিশ্বে ১৩১ টি দেশের মধ্যে শীর্ষ দেশ কোনটি?
উঃ সুইজারল্যান্ড
•বৈশ্বিক উদ্ভাবনী সূচক ২০২০ অনুসারে, বিশ্বে ১৩১ টি দেশের মধ্যে সর্বনিন্ম দেশ কোনটি?
উঃ ইয়েমেন
•বৈশ্বিক উদ্ভাবনী সূচক ২০২০ অনুসারে, বিশ্বে ১৩১ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১১৬ তম
৩.Lloyd's List এর তথ্য মতে বিশ্বের শীর্ষ ব্যস্ততম বন্দরের তালিকায় প্রথম স্থান রয়েছে কোন বন্দর?
উঃ সাংহাই বন্দর,চীন
•Lloyd's List এর তথ্য মতে বিশ্বের শীর্ষ ব্যস্ততম বন্দরের তালিকায় শেষ স্থানে রয়েছে কোন বন্দর?
উঃ তাইপে বন্দর, তাইওয়ান
•Lloyd's List এর তথ্য মতে বিশ্বের শীর্ষ ব্যস্ততম বন্দরের তালিকায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের অবস্থান কততম?
উঃ ৫৮ তম
৪.WHO'র তথ্য মতে,Report on Global Trans Fat Elimination য়ে আক্রান্ত হয়ে হৃদরোগে মৃত্যুতে শীর্ষ রয়েছে কোন দেশ?
উঃ মিসর (৮.৩৯%) ; যুক্তরাষ্ট্র(৭.৫৭%); ইরান(৬.৯৬%)
•WHO'র তথ্য মতে,Report on Global Trans Fat Elimination য়ে আক্রান্ত হয়ে হৃদরোগে মৃত্যুতে বাংলাদেশ অবস্থান কততম?
উঃ ১৪ তম (৪.৪১%)
৫.World Bank'র ২০২০ সালের জরিপ মতে, মানবসম্পদ বা মানব পুঁজি(Human Capital Index) সূচকে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উঃ সিঙ্গাপুর
•World Bank'র ২০২০ সালের জরিপ মতে, মানবসম্পদ বা মানব পুঁজি(Human Capital Index) সূচকে বিশ্বে সর্বনিন্ম দেশ কোনটি?
উঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
•World Bank'র ২০২০ সালের জরিপ মতে, মানবসম্পদ বা মানব পুঁজি(Human Capital Index) সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১২৩ তম
৬.Institute of Peace and Development(INSPAD)'র তথ্য মতে বিশ্বে শীর্ষ প্রভাবশালী মুসলিম ব্যাক্তিত্ব নির্বাচিত হয়েছেন কে?
উঃ তুরস্কের ফার্স্ট লেডি - আমেনা এরদোয়ান ; দ্বিতীয়- ড.মাহাথির মোহাম্মদ
৭. মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান M-Lab এর জরিপ অনুযায়ী, Broadband Speed-য়ে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উঃ লিচটেনস্টেইন ; গতি ২২৯.৯৮ Mbps
•মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান M-Lab এর জরিপ অনুযায়ী, Broadband Speed-য়ে বিশ্বে সর্বনিন্ম দেশ কোনটি?
উঃ দক্ষিণ সুদান; গতি ০.৫৮ Mbps
•মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান M-Lab এর জরিপ অনুযায়ী, Broadband Speed-য়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১৮৪ তম ; গতি ৩.২৪ Mbps
No comments