Breaking News

সাধাবণ জ্ঞান : বিজ্ঞান বিষয়ে কিছু প্রশ্ন ও উত্তর




প্রশ্ন: সূর্যকীরণের দ্বারা রোগের চিকিৎসাকে কী বলে?

উত্তর: হেলিওথেরাপি।

প্রশ্ন: পিট কয়লার বৈশিষ্ট্য কী?
উত্তর: ভেজা ও নরম।

প্রশ্ন: স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কি বলে?
উত্তর: প্লবতা।

প্রশ্ন: স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহৃত হয়?
উত্তর: নাইট্রিক এসিড।

প্রশ্ন: 0°c তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুল্ক বায়ুতে শব্দের বেগ কত?

উত্তর: 332 মিটার/সেকেন্ড।

প্রশ্ন: ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
উত্তর: ব্যাপন প্রক্রিয়ায়।

প্রশ্ন: ডুবোজাহাজ হতে পানির উপরে কোন বস্তু দেখার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় তার নাম কি?
উত্তর: পেরিস্কোপ।

প্রশ্ন: টুথপেস্টের প্রধান উপাদান কী কী?
উত্তর: সাবান ও পাউডার।

প্রশ্ন: সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0° ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে হবে কত?
উত্তর: 32 ফারেনহাইট।

প্রশ্ন: মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে?
উত্তর: তামা।

প্রশ্ন: কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে?
উত্তর: কালো দেখায়।

প্রশ্ন: কোন গাছের পাতা থেকেই গাছ জন্মায়?
উত্তর: পাথরকুঁচি।

প্রশ্ন: সবচেয়ে হালকা ধাতু কী?
উত্তর: লিথিয়াম।

প্রশ্ন: সবচেয়ে মূল্যবান ধাতু কী?
উত্তর: প্লাটিনাম।

প্রশ্ন: নাইট্রিক এসিড একটি অনুতে কয়টি পরমাণু থাকে ?
উত্তর: 5 টি।

প্রশ্ন: কোন ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
উত্তর: রুপা।

প্রশ্ন: হ্যালজেন মৌলসমূহের শেষ খোলসে ইলেকট্রনের সংখ্যা কতটি?
উত্তর: 5 টি।

প্রশ্ন: সবচেয়ে সক্রিয় ধাতু কী?
উত্তর: পটাশিয়াম।

প্রশ্ন: কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না?
উত্তর: অ্যান্টিমনি।

প্রশ্ন: কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?
উত্তর: পারদ এবং সিজিয়াম।

প্রশ্ন: দুধে কোন ধরনের এসিড থাকে?
উত্তর: ল্যাকটিক এসিড।

প্রশ্ন: কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?
উত্তর: পারদ।

প্রশ্ন: সবচেয়ে ভারি তরল পদার্থ কী?
উত্তর: পারদ।

প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
উত্তর: দস্তা।

প্রশ্ন: মানব দেহে স্বাভাবিক উষ্ণতা কত?
উত্তর: 98.4° ফারেনহাইট।

প্রশ্ন: বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।

প্রশ্ন: পানি ঢেলে কেরোসিনের আগুন নিভানো যায় না কেন?
উত্তর: কারন কেরোসিন পানির চেয়ে হালকা।

প্রশ্ন: কোন জ্বালানি পোড়ালে প্রধানত সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে?
উত্তর: ডিজেল।

প্রশ্ন: H+ আয়ন দ্রবণ্যের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কি বলে?
উত্তর: pH

প্রশ্ন: পাউরুটি পালানোর জন্য কোন ছত্রাকজাতীয় উদ্ভিদ ব্যবহার করা হয়?
উত্তর: ঈস্ট।

প্রশ্ন: আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌছাতে কত সময় লাগে?
উত্তর: 1.5 সেকেন্ড প্রায়।

প্রশ্ন: তারা’দের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি?
উত্তর: হোয়াইট ডোয়ার্ফ।

প্রশ্ন: “কসমিক ইয়ার” বলতে কি বুঝায়?
উত্তর: ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল।

প্রশ্ন: সমুদ্র বায়ু কখন কখন প্রবল বেগে প্রভাহিত হয়?
উত্তর: অপরাহ্নে।

প্রশ্ন: কোন বায়ুমণ্ডলীয় স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তর: আয়নমন্ডল।

প্রশ্ন: কোন পতঙ্গ তার নিজের ওজনের 50 গূন বেশি ওজন বহন করতে পারে?
উত্তর: পিঁপড়া।

প্রশ্ন: কোন প্রকারের মাটি চাষাবাদের জন্য সর্বাপেক্ষা উপকারী?
উত্তর: দোঁআশ।

প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে?
উত্তর: অ্যাডরেনালিন।

প্রশ্ন: কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজমের অভ্যন্তরে থাকে না?
উত্তর: লিপিড।

প্রশ্ন: ক্লোরোফিলের মধ্যে কোন ধাতব আয়রনটি আছে?
উত্তর: ম্যাঙ্গানিজ।

প্রশ্ন: ভূপৃষ্ঠ থেকে বহু উপরে উঠলে শরীর ফেটে রক্ত বের হয় কেন?
উত্তর: সেখানে বায়ুর চাপ কম থাকে।

প্রশ্ন: কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয়?
উত্তর: আয়োডিন।

প্রশ্ন: একটি লাল ফুলকে সবুজ আলোতে কেমন দেখাবে?
উত্তর: কালো।

প্রশ্ন: কোন উদ্ভিদ দলের মূল, কান্ড, পাতা নেই কিন্তু ক্লোরোফিল আছে?
উত্তর: শৈবাল।

প্রশ্ন: কোন খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায়?
উত্তর: ফসফরাস।

প্রশ্ন: গাড়ীর ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয়?
উত্তর: সালফিউরিক।

প্রশ্ন: প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
উত্তর: বৃষ্টিপাত।

প্রশ্ন: কোনটি রক্ত আমশয়ের জীবাণু?
উত্তর: সিগেলা।

প্রশ্ন: বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু কত প্রকার?
উত্তর: দুই প্রকার।

প্রশ্ন: অবস্থান ও কাজের ভিত্তিতে কোষ কত প্রকার?
উত্তর: দুই প্রকার।

No comments