বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✬প্রশ্ন: সুনামি এর প্রধান কারণ কি ?
উত্তর: সমুদ্র তলদেশে ভূমিকম্প।
✬প্রশ্ন: বর্ণালী ও শুভ্রা কি ?
উত্তর: উন্নত জাতের ভুট্টা।
✬প্রশ্ন: রূপালী ও ডেলফোজ কি ?
উত্তর: উন্নত জাতের তুলা।
✬প্রশ্ন: বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস উত্তোলন করা হয় ?
উত্তর: 1957 সালে।
✬প্রশ্ন: পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি কতগূন বড় ?
উত্তর: 13 লক্ষ গূন।
✬প্রশ্ন: ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে ?
উত্তর: ছায়াবৃত্ত।
✬প্রশ্ন: পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কত ?
উত্তর: শূন্য।
✬প্রশ্ন: কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয় ?
উত্তর: জার্মানি।
✬প্রশ্ন: মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে ?
উত্তর: 23 জোরা ।
✬প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে ?
উত্তর: অ্যাডরেনালিন।
✬প্রশ্ন: জমির লবনাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
উত্তর: পানির সেচ।
✬প্রশ্ন: অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি ?
উত্তর: ইথিলিন।
✬প্রশ্ন: ইথানল জীবানুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত হলে কি পাওয়া যায় ?
উত্তর: এসিটিক এসিড।
No comments