Breaking News

বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

 ✬প্রশ্ন: সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয় ?

উত্তর: ইউরিয়া।

✬প্রশ্ন: তামা ও টিনের মিশ্রণে কি হয় ?
উত্তর: ব্রোঞ্জ।

✬প্রশ্ন: গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কেন ?
উত্তর: কালো কাপড় শরীরের তাপ কে বাহিরে যেতে দেয় না।

✬প্রশ্ন: কাচ কি দিয়ে তৈরি ?
উত্তর: Si02, যার অন্য নাম সিলিকা ।

✬প্রশ্ন: লাফিং গ্যাস কি ?
উত্তর: No2

✬প্রশ্ন: কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী ?
উত্তর: রেডন, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস।

✬প্রশ্ন: কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন ?
উত্তর: প্রস্বেদন রোধ করার জন্য।

✬প্রশ্ন: এইডস্ রোগ দেহের কোন কণিকা ধ্বংস করে ?
উত্তর: শ্বেত কনিকা।

✬প্রশ্ন: তাপে কোন ভিটামিন নষ্ট হয় ?
উত্তর: ভিটামিন সি।

✬প্রশ্ন: বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন ?

উত্তর: ডঃ আবদুল্লাহ আল মুতী।

✬প্রশ্ন: ক্লোনিং এর মাধ্যমে জম্ম নেওয়া সর্বপ্রথম ভেড়ার নাম কি ?
উত্তর: ডলি।

✬প্রশ্ন: ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় ?
উত্তর: গলা।

✬প্রশ্ন: যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশ দূষিত করে ?
উত্তর: বাতাসে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি।

✬প্রশ্ন: উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি ?
উত্তর: 9 টি।

✬প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
উত্তর: সাভারে।

✬প্রশ্ন: কোনটি থেকে CFC নির্গত হয় না ?
উত্তর: কাগজের মিল।

✬প্রশ্ন: কোথায় দিন রাত্রি সমান ?
উত্তর: নিরক্ষরেখায়।

✬প্রশ্ন: কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন ?
উত্তর: ইউরি গ্যাগারিন।

✬প্রশ্ন: মানুষ প্রথম কবে চন্দ্রে অবতরণ করেন ?
উত্তর: 1969, 21 জুলাই।

✬প্রশ্ন: বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না?
উত্তর: লাল, নীল, সবুজ।

✬প্রশ্ন: মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তর: ফুলকার সাহায্যে।

✬প্রশ্ন: কোন পদার্থের জন্য ফুল রঙ্গিন ও সুন্দর হয় ?
উত্তর: ক্রোমোপ্লাস্ট।

No comments