জীব বিজ্ঞান
ক্যামেরার মধ্যে কি পরিমান আলো প্রবেশ করবে তা কি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়? উঃ ডায়াফ্রাম।
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উঃ ৮ মিনিট ২০ সেকেন্ড।
সমতল দর্পণের কোন ব্যক্তি তার সম্পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে দর্পণ এর দৈর্ঘ্য হবে? উঃ ব্যক্তির অর্ধেক।
প্রখর রোদে পিচঢালা রাস্তা দিকে তাকালে কিছু নাস্তা পানি সিক্ত মনে হয় কারণ? উঃ আলোর প্রতিসরণ।
বিশ্বের প্রথম ক্যামেরার নাম কি? উঃ পিনহোল ক্যামেরা।
প্রতিসরণের জন্য প্রতিফলিত রশ্মি বেঁকে যাওয়ার কিসের উপর নির্ভর করে? উঃ দুটি মাধ্যমের ঘনত্ব।
আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন কি হয়? উঃ আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হয়।
অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে? উঃ সূর্য।
কাঠের আগুন থেকে যে তাপ বিকীর্ণ হয় তা কোন ধরনের রশ্মি? উঃ অবলোহিত রশ্মি।
বিভিন্ন ধরনের বিকিরণ গুলোর মধ্যে কোনটি থেকে তা পাওয়া যায়? উঃ অবলোহিত রশ্মি।
আলোক রশ্মি উত্তল লেন্সের মধ্য দিয়ে গমন করার পর যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলে? উঃ প্রধান ফোকাস।
উত্তল লেন্স এবং বস্তুর দূরত্ব ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি হলে প্রতিবিম্ব কেমন হবে? উঃ উল্টো হবে।
বস্তু এবং উত্তল লেন্সের দূরত্বে যদি ফোকাস দূরত্ব অপেক্ষা কম হয় তাহলে প্রতিবিম্ব কেমন হবে? উঃ উল্টো হবে।
আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? উঃ প্লাঙ্ক।
আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও? উঃ রঙধনু।
বিবর্ধক কাচে কী ধরনের লেন্স ব্যবহার করা হয় ? উঃ উত্তল লেন্স।
No comments