Breaking News

উদ্ভিদ বিজ্ঞান

উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? উঃ থিওফ্রাস্টাস।
জীনের রাসায়নিক গঠন উপাদান কি? উঃ ডিএনএ।
সিঙ্কোনা কি কাজে ব্যবহৃত হয়? উঃ ম্যালেরিয়া রোগের ঔষধ।
তামাকের বৈজ্ঞানিক নাম কি? উঃ Nicotiana Tobacum
সাইট্রিক এসিড চক্রের অপর নাম কি? উঃ ক্রেবস চক্র।
উদ্ভিদ কি প্রক্রিয়ায় পানি শোষণ করে? উঃ ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়া।
তামাকের মোজাইক ভাইরাস কি নামে পরিচিত? উঃ TMV (Tobacco Mosaic Virus)
এগারিকাস কোন ধরনের ছত্রাক? উঃ মৃতজীবী ছত্রাক।
এন্টিবায়োটিক ওষুধ কি দিয়ে তৈরি? উঃ ছত্রাক, ব্যাকটেরিয়া ও অ্যাকটিনোমাইসিস।
এগ্যার এগ্যার প্রস্তুত করা হয় কি দিয়ে? উঃ সামুদ্রিক শৈবাল।
পাকসিনিয়া কোন জাতীয় উদ্ভিদ? উঃ পরজীবী ছত্রাক।
ফার্ন কোন জাতীয় উদ্ভিদ? উঃ টেরিডোফাইটা।
মিউকর কোন জাতীয় উদ্ভিদ? উঃ মৃতজীবী ছত্রাক।
ডিম্বাশয় থাকেনা কোন জাতীয় উদ্ভিদে? উঃ নগ্নবীজী উদ্ভিদ।
কোন উদ্ভিদের রাইজয়েড ক্ষুদ্র কান্ড এবং ক্ষুদ্র ক্ষুদ্র পাতা আছে? উঃ মস।
কোন প্রক্রিয়ায় পানি উদ্ভিদের মূলরোমের কোষে প্রবেশ করে? উঃ অভিস্রবণ।
ভেদ্য পর্দা কোনটি? উঃ সেলুলোজ কোষ প্রাচীর।
উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি করে? উঃ শর্করা।
উদ্ভিদের পুষ্টির জন্য তিনটি মুখ্য উপাদান কি কি? উঃ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম।
উদ্ভিদ বায়ু হতে কোন উপাদান সরাসরি গ্রহণ করতে পারেন? উঃ কার্বন ডাই অক্সাইড।
উদ্ভিদ ইউরিয়া তৈরি হয় কি দিয়ে? উঃ প্রাকৃতিক গ্যাস ও নাইট্রোজেন।
শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কি? উঃ সবুজ উদ্ভিদ।
সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ কি ত্যাগ করে? উঃ অক্সিজেন।
সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোকসংশ্লেষণ কিসের পরিমাণ দিয়ে নিয়ন্ত্রিত হয়? উঃ কার্বন ডাই অক্সাইড।
সবুজ উদ্ভিদ কোন বিশেষ প্রক্রিয়ায় শর্করা তৈরি করে? উঃ সালোক সংশ্লেষণ।
পত্ররন্ধ্র খোলা থাকে কোন সময়? উঃ দিনের বেলায়।
হাইড্রিলা কি? উঃ এক ধরনের জলজ উদ্ভিদ।
পাতার মেসোফিল স্তর কোন কলা দিয়ে তৈরি? উঃ প্যারেনকাইমা।
শীতকালে পাতা ঝরে পড়ে কেন? উঃ প্রস্বেদন হ্রাস করে পানি সংরক্ষণ করার জন্য।
ঈস্ট কি? উঃ এক ধরনের ছত্রাক।
ধান ফুল কোন ধরনের ফুল? উঃ বায়ুপরাগী।
পুংকেশরের মাথায় থলির মত অংশটির নাম কি? উঃ পরাগধানী।
বায়ু পরাগী ফুলের গর্ভমুণ্ডে পাখির পালকের মত লোমশ থাকে কেন? উঃ পরাগরেণু ধরার জন্য।
উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি? উঃ ফুল।
কোনটি বহুবর্ষজীবী উদ্ভিদ? উঃ ঘাস।
একটি আদর্শ ফুলের কয়টি অংশ? উঃ 4 টি যথাঃ বৃতি, পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর।
পরাগরেণু কোন অংশে তৈরি হয়? উঃ পরাগধানী।
ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? উঃ গর্ভাশয়ের প্রাচীর।
ধনিয়া কোন ধরনের ফল? উঃ নিরস বিদারী।
বীজের ভিতরে সুপ্ত অবস্থায় থাকা ভ্রূণের বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? উঃ বীজের অঙ্কুরোদগম।
কোন বীজের অঙ্কুরোদগম এর জন্য অন্ধকার প্রয়োজন? উঃ তামাক।
শিম বীজ পানিতে ডুবিয়ে রাখলে ভালোভাবে অঙ্কুরিত হতে পারে না কেন? উঃ অক্সিজেনের অভাবে।
ফল গাছে থাকা অবস্থায় বীজের অঙ্কুরোদগম হলে তাকে কি বলে? উঃ জরায়ুজ অঙ্কুরোদগম।
কেওড়া উদ্ভিদে কোন ধরনের অঙ্কুরোদগম হয়? উঃ জরায়ুজ অঙ্কুরোদগম।
কোন উদ্ভিদের মূলের মাধ্যমে প্রজনন ঘটে? উঃ পটল ও কাঁকরোল।
কোন উদ্ভিদে প্রজনন পূর্ণকান্ডের মাধ্যমে ঘাটে? উঃ ফনিমনসা।
কচু উদ্ভিদে সাধারণত কোন ধরনের প্রজনন ঘটে? উঃ অঙ্গজ প্রজনন।
জোয়ার ভাটার স্থানে কোন ধরনের উদ্ভিদ ভালো জন্মে? উঃ ম্যানগ্রোভ।
উদ্ভিদের ফুল ধারণে আলো অন্ধকার স্থিতিকালের প্রভাব কে কি বলে? উঃ ফটোপিরিয়ডিজম।
ভার্নালাইজেশন বলতে কি বুঝ? উঃ জাইলেম ও ফ্লোয়েম কলার কোষ তৈরি করা।
পাউরুটি ফোলানোর জন্য কোন জাতীয় ছত্রাক ব্যবহৃত হয়? উঃ ঈস্ট।
সালোকসংশ্লেষণ অনুঘটক হিসেবে কাজ করে কি? উঃ ক্লোরোফিল।
কোন রঞ্জক পদার্থের জন্য ফুলের বিচিত্র বর্ণ হয়? উঃ ক্রোমোপ্লাস্ট।
স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? উঃ পরজীবী উদ্ভিদ।
জলজ উদ্ভিদ পানিতে ভেসে থাকে কেন? উঃ কান্ডে বায়ু থলি থাকায়।
সবচেয়ে বড় ঘাস কি? উঃ বাঁশ।
সবচেয়ে বড় ফুল কোনটি? উঃ রাফলেশিয়া আরনোলিডি (Rafflesia Arnoldii)
ঝাঁঝি কোন ধরনের উদ্ভিদ? উঃ পতঙ্গভোজী।
কমলালেবুতে কোন এসিড পাওয়া যায়? উঃ এসকরবিক এসিড।
ব্যাপন ও অভিস্রবণ এর বিপরীত প্রক্রিয়া নাম কি? উঃ গাটেশন।
বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ কোনটি? উঃ বৈলাম।
আঙ্গুরে কোন এসিড থাকে? উঃ টারটারিক অ্যাসিড।
আপেলে কোন এসিড থাকে? উঃ স্যালিক এসিড।
কোন এসিড ফুল ফোটাতে সাহায্য করে? উঃ ফ্লোরিজেন।
কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? উঃ সিনকোনা।
খেজুর খেতে মিষ্টি লাগে কেন? উঃ ফ্রুক্টোজ থাকার কারণে।
কোষের কোন ক্ষুদ্রাঙ্গী জীবাণু ধ্বংসকারী? উঃ লাইসোজোম।
কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? উঃ মাইট্রোকন্ডিয়া।
কোন ভাইরাসের কারণে এইডস রোগ হয়? উঃ এইচআইভি।
দেহ কোষ বিভাজিত হওয়ার প্রক্রিয়ার নাম কি? উঃ মাইটোসিস।
যৌনকোষ বিভাজিত হওয়ার প্রক্রিয়ার নাম কি? উঃ মিয়োসিস।
জীবের বংশগতিয় একক কি? উঃ জিন।
মস উদ্ভিদের মূলের নাম কি? উঃ রাইজয়েড।
নিষেকের পর ডিম্বাণু হতে কি উৎপন্ন হয়? উঃ ভ্রুণ।
নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? উঃ ফলে।
দ্বিপদ নামকরণ সর্বপ্রথম কে করেন? উঃ ক্যাম্পার উহিন/ক্যারোলাস লিনিয়াস।
ক্রেবস চক্র কোথায় ঘটে? উঃ মাইট্রোকন্ডিয়ায়।
সালোকসংশ্লেষণের আলোক তরঙ্গের সীমা কত? উঃ ৩৯০-৭৬০ মিউ।
চায়ের উপক্ষারের নাম কি? উঃ ক্যাফেইন।
যে ফুল কখনই প্রস্ফুটিত হয় না? উঃ কিটোগ্যামি।
কুমড়ার ফুল কি ধরনের ফুল? উঃ একলিংগ ফুল।
ক্যাপসিউল ফল কোনটি? উঃ কার্পাস।
উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি রূপে থাকে? উঃ গ্লাইকোজেন।
ধান গাছের ক্রোমোজম সংখ্যা কত? উঃ ২৪ টি।
উড ফাইবার কোনটির উপাদান? উঃ ট্রাকিড।
কোন গাছের পাতা ২২ মিটার লম্বা হয়? উঃ রাফিয়া পাম।
অ্যালগোলজি বলতে কি বুঝায়? উঃ শৈবাল বিদ্যা।
ছত্রাক সম্পর্কিত বিদ্যা কে কি বলে? উঃ মাইকোলজি।
ব্যক্তবীজী কথাটি প্রথম কে ব্যবহার করে? উঃ থিওফ্রাস্টাস।
চায়ের রস যুক্ত হয় কোন উপাদানের কারণে? উঃ ট্যানিন, ক্যাফেইন এবং থিওফাইলিন থাকায়।
চা পাতায় কোন ভিটামিন থাকে? উঃ ভিটামিন বি কমপ্লেক্স।
চা পাতার উপক্ষার থেকে কোন এসিড পাওয়া যায়? উঃ গ্যালিক এসিড।
তামাকে বিষাক্ত কোন পদার্থ বিদ্যমান? উঃ নিকোটিন।
লিপিড, শৈবাল ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কার? উঃ ছত্রাক।
প্লাস্টিড কোথায় থাকে? উঃ সাইটোপ্লাজমে।
সর্বপ্রথম রাবার চাষ কোথায় শুরু হয়? উঃ দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
কোন উদ্ভিদ দলে মূল, কাণ্ড ও পাতা নেই তবে ক্লোরোফিল আছে? উঃ শৈবাল।
সালোকসংশ্লেষণে কার্বন-ডাই-অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? উঃ গ্লুকোজ ও অক্সিজেন।
সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোন আলোতে? উঃ লাল আলোতে।

No comments