পদার্থ বিজ্ঞান-বিদ্যুৎ
আলো কি? উঃ শক্তি।
আলো কিভাবে চলে? উঃ সরল পথে।
লাইট ইয়ার কি? উঃ আলো এক বছরের যে দূরত্ব অতিক্রম করে।
সাদা আলো কোন তিনটি রঙের মিশ্রণ? উঃ লাল, আকাশি ও সবুজ।
মুখ্য রং কি কি? উঃ লাল নীল সবুজ।
লাল ও সবুজ মিলে কি হয়? উঃ হলুদ।
লাল ও আকাশি মিলে কি রং হয়? উঃ ম্যাজেন্ডা।
লাল আকাশি সবুজ মিলে হয়? উঃ সাদা।
সূর্য অস্ত যাওয়ার সময় লাল দেখায় কেন? উঃ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি থাকে।
কোন বস্তুর যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে কেমন দেখায়? উঃ কালো।
যে বস্তু সকল আলো প্রতিফলিত করে তার রং কেমন? উঃ সাদা।
কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে কম? উঃ বেগুনি।
আলো যে সাতটি বর্ণের সমষ্টি, এটি কে প্রমাণ করেন? উঃ নিউটন।
আকাশে রংধনু সৃষ্টির কারণ কি? উঃ বৃষ্টির ক্ষুদ্র কণা।
আলোর উৎপত্তির কারণ কি? উঃ ইলেকট্রন।
লাল আলোতে একটি সবুজ ফুলকে কেমন দেখায়? উঃ কালো।
কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি? উঃ লাল।
চোখে কি পরিমান আলো প্রবেশ করবে তা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? উঃ আইরিস দ্বারা।
চোখের ভিতরে যে স্থানে ফোকাস বিন্দু পড়ে তাকে কি বলে? উঃ রেটিনা।
রেটিনা কিসের সাহায্যে প্রতিবিম্বের খবর মস্তিষ্কে পৌঁছায়? উঃ অপটিক নার্ভ এর সাহায্যে।
চোখ কিভাবে লেন্সের আকার পরিবর্তন করে? উঃ সিলিয়ারি পেশী।
দীর্ঘ দৃষ্টি সংশোধনের জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? উঃ উত্তল লেন্স।
হ্রস্বদৃষ্টি দূর করার জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? উঃ অবতল লেন্স।
একই লেন্সের দুই পৃষ্ঠেই যখন বাইরের দিকে স্ফীত থাকে তখন তাকে কি বলে? উঃ উভোত্তল লেন্স।
একটি লেন্সের দুই পৃষ্ঠই যখন ভেতরের দিকে চেপে থাকে তখন তাকে কি বলে? উঃ উভাবতল লেন্স।
কোনো লেন্সের একটি পৃষ্ঠ সমতল অপর পৃষ্ঠ উত্তর তাকে কি বলে? উঃ সমতলোত্তল।
লেন্স থেকে প্রতিসৃত রশ্মিগুলো লেন্স এর বিপরীত দিকে একটি বিন্দুতে মিলিত হয়েছে বলে মনে হয়। ওই বিন্দুকে কি বলে? উঃ ফোকাস বিন্দু।
No comments